User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: দুই জীবনের গল্প জনরা: গল্প সংকলন লেখক: হাফিজ রহমান প্রকাশনী: সাম্প্রতিক প্রকাশনী প্রকাশ কাল: বইমেলা ২০১৮ পৃষ্ঠা: ৬৪ প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর মুদ্রিত মূল্য: ১৫০৳ কাহিনী সংক্ষেপ: দুই জীবনের গল্পে লেখক মূলত বেশ কিছু ছোট গল্প নিয়ে একটা সংকলন করেছেন। বইয়ে মোট ১১টা ছোটগল্প স্থান পেয়েছে। যার বেশির ভাগ গল্পই প্রেম বিরহ অার মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ে মানুষের জীবন যাত্রার কিছু চিত্র যা লেখক উত্তম পুরুষে বর্ননারর চেষ্টা করছেন। ১.অসমাপ্ত কবিতা- এ গল্পে দেখা যায় এক যুবকের অতৃপ্ত হৃদয়ের বিরহের কাহিনী অার তার কিশোর বয়সের স্মৃতিচারনা। ২. স্মৃতির অাগুনে একা- এক মুক্তিযোদ্ধার সন্তানের সাংবাদিক হয়ে ওঠার গল্প অার তার না পাওয়া প্রেমিকার হাহাকার। ৩. বেকার- নামের মধ্যেই গল্পের কাহিনী অনেকটা বলা হয়ে যায়, তাই এসম্পর্কে কিছু না বলি। ৪. শেষ রাতে, রাহু মুক্তি, জীবন-যুদ্ধ - তিনটি গল্পই মুক্তি যুদ্ধবে কেন্দ্র করে রচিত। মুক্তিযুদ্ধের প্লটে ছোট গল্প হিসেবে বেশ ভালো লাগছে। এছাড়াও বেশ কয়েকটি গল্প অাছে বইটিতে। অাছে এক কবির নিষিদ্ধ প্রেমের কাহিনী। বাজেট নামট এক গল্পে লেখক জীবনের বাজেট মিলাতে মিলাতে কোথায় কী থেমেছেন সে কথাও বেশ রহস্যজনকই বলা যায়। নিজস্ব মতামত : লেখক বেশ সুন্দর সুন্দর প্লট নির্বাচন করলেও গল্পগুলো বেশ ছোট ছোট হয়ে গেছে। যদিও ছোট গল্পের অাকার ছোট হবে এটাই স্বাভাবিক তবুও অামার মনে হচ্ছিল অারো একটু গোছানো হলে ভালো হত। মুক্তিযুদ্ধ নিয়ে যে ছোট গল্পগুলো ছিল সেগুলো একটু বেশিই ভালো লাগছে। কারণ মুক্তিযুদ্ধের গল্প মানেই ভালোলেগার বিষয় অামর কাছে। এছাড়া প্রেম বিরহ নিয়ে লেখা গল্প গুলো মোটামোটি মানের ছিল। খুব বেশি ভালো বলতে পারছি না। কিছু কিছু গল্পে বেশ ফাঁক-ফোকর রয়ে গেছে। নতুন এ লেখকের প্রতি শুভ কামনা। অারো সুন্দর সুন্দর গল্প তিনি অামাদের উপহার দিবেন। বইয়ের বাঁধাই, ফ্রন্ট বেশ ভালো ছিল। অাজকাল দেখা যায় অনেক বইয়েরই বাঁধাই হয় কোনমতে বইমেলা পার করা। অার বাঁধাই ভালো না হলে অনেক ভালো বইও অল্প দিনেরর মধ্যেই পাতা অালাদা হয়ে যায় যা খুব বিরক্তি প্লাস কষ্টের কারণ হয়। এক্ষেত্রে বলা যায় বইটার বাঁধাই সন্তুষ্টজনক পর্যায়ে অাছে।