User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Very good service. Thank You
Was this review helpful to you?
or
শক্ত তালা দিয়ে সব ভাগ্যের দরজাই বন্ধ থাকে। স্রষ্টা সবার হাতে একটি করে অদৃশ্য চাবির ঝোপা ধরিয়ে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেন। একজন মানুষের একটা গোটা জীবনই লেগে যায় সঠিক চাবি দিয়ে সেই ভাগ্যের দরজার তালা খুলতে খুলতে। ভালোই কাটলো সবাই পড়তে পারেন আশা করি ভালো লাগবে।
Was this review helpful to you?
or
অাপনি জীবন কত রকমের মানুষ দেখেছেন? কত কষ্ট করে মানুষ পৃথিবীতে বেঁচে অাছে জানেন? অাপনারা সকাল হলে কত সুন্দর পৃথিবীটা দেখেন। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ অাছে যারা সকাল হলে ময়লার পাহাড় ছাড়া কিছু দেখে না।বড় বড় পাহাড়ের স্তূপ অাকারে সাজানো ময়লার পাহাড়। এখানে এক ফোটা বিশুদ্ধ পানির অভাবে মানুষ শুকিয়ে মারা যায়। থাকার যায়গা বলতে গেলে পুরোনো ট্রাকের দরজা কপাটা দিয়ে কোনো রকমের একটা কামরা বানিয়ে থাকা। এর চেয়ে খারাপ বলতে গেলে ইঁদুরের পাশে রাত কাটানো। স্কুলের কথা বলতে গেলে অনেক কষ্টে একটা টিনের মোড়ানো রুম।খাবার যোগাড় করতে কষ্ট হয় অাবার স্কুল তো দূরের কথা।যে ব্যাগে থাকার কথা বই সেখানে ময়লা ছাড়া কিছু পাওয়া যায় না। অাপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এর পিছনে কার হাত? কারো না কারো হাত অাছে। বস্তির নামে দেয়া অনুদান সরকারী কর্মকর্তারা নিজের পকেটে পুরছে।এ নিয়ে প্রতিবাদ বা মামলা করলে ক্ষমতার মাধ্যমে ধামাচাপা দিয়ে দেয়। কি করা যার ক্ষমতা তার পৃথিবী। কাহিনী সংক্ষেপ : ব্রাজিলের বেহালা শহরে, অাবর্জনার ভাগাড়ে মধ্যে ছেলেগুলোর বসবাস।তারা প্রতিদিন চিন্তুা করে যে,তারা কিছু একটা পাবে। কিন্তু একদিন একটা ব্যাগ পেয়ে যায় তারা। সে ব্যাগে রয়েছে অপরিচিত এক ব্যক্তির ওয়ালেট। যেখানে ছিল কতগুলো ক্লু।যেগুলো অাসলেই কারো জানার কথা না। কিন্তু সেই থেকে তাদের তাড়া করতে শুরু করে। মন্তব্য : অসাধারণ এক বই।প্রত্যেক পাতা জুড়ে থ্রিল থ্রিল অনুভূতি। যারা রিডার্স ব্লকে অাছেন তাদের জন্য বইটা ঔষধের মত কাজে দিবে। নাম : ট্র্যাশ । মূল : অ্যান্ডি মুলিগান। অনুবাদ : শাহেদ জামান। প্রকাশনী : বাতিঘর। পৃষ্টা : ১৯০।
Was this review helpful to you?
or
গল্পটা তিনজন কিশোর টোকাইয়ের।রাফায়েল ফার্নান্দেজ,গার্দো আর র্যাট।তাদের কাজ হচ্ছে সারাদিন ময়লার ভাগাড় হাতরে মূল্যবান জিনিস যেমন প্লাস্টিক,রাবার ইত্যাদি জিনিস খুঁজে বের করা।তবে সবসময় তারা যা পায় তা হচ্ছে স্টুপ,মানুষের গু।একদিন এমন গু হাতরাতে হাতরাতে তারা পেয়ে গেল একটা চামড়ার ব্যাগ,যা বদলে দিল ছেলেগুলোর জীবন,বদলে দিলো বইয়ের কাহিনী।ব্যাগের মধ্যে তারা পেল একটা চিঠি আর যার সমাধান করতে পারলে তারা হয়ে যাবে ভাইস প্রেসিডেন্টের ৬০ লক্ষ্য ডলারের মালিক!কিন্তু টাকাটা পাওয়ার জন্য তাদের বের করতে হবে এই চিঠির আর এক জটিল কোডের মর্মোদ্ধার।তিনটে পড়ালেখা না জানা,গরীব,ময়লা আবর্জনায় থাকা ছেলে কীভাবে পারবে এতকিছু করতে যখন এর পেছনে রয়েছে ওইদেশের ভাইস প্রেসিডেন্ট স্বয়ং? তারা কি পারবে ভাইস প্রেসিডেন্টের এই অবৈধ টাকা নিতান্তই তিনজন টোকাই হয়ে চিঠি আর কোড ব্রেক করে বের করে আনতে? আবার আরেকটা প্রশ্ন থেকেই যায়,ময়লার ভাগাড়ে ওই ব্যাগটা কীভাবে আসলো,ব্যাগটাই বা কারই?চিঠিটা বা কোডটা কে করে গেছে যার সমাধান করতে পারা মানে ৬০ লক্ষ্য ডলার পাওয়া? সব প্রশ্নের উত্তর আছে ট্র্যাশ বইটাতে। শাহেদ জামান ভাইয়ার অনুবাদ বরাবরই ভালো হয়,এবারো ভালো হয়েছে,আর প্রচ্ছদটাও সুন্দর হয়েছে।কাহিনীও আমার কাছে দুর্দান্ত লেগেছে।সব কিছুর জন্য রেটিং ৪.৬/৫ দেয়াই যায়! পড়ার আমন্ত্রণ রইলো!
Was this review helpful to you?
or
দারুণ!