User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গহীন অরণ্যে। বিচ্ছিন্নতাবাদী। উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক অস্থিরতা সমরেশ মজুমদারের প্রায় অনেক বইয়ের উপজীব্য কাহিনী। যজ্ঞেশ্বর - জল্পেশ্বর - লোকেশ্বর - পরমেশ্বর। চার পুরুষের রক্তের টান, টগরবালার নিষিদ্ধ প্রেম, বড়ভাই-ছোট ভাইয়ের স্বদেশ প্রেম নিয়ে বইটা ভালোই।
Was this review helpful to you?
or
এ এক গহন অরণ্য। অরণ্যের মাঝখানে এক বিশাল দিঘি। দিঘির পাড়ে এক জীর্ণ কুটিরে জল্পেশ্বরের বাস। হঠাৎই একদিন অরণ্যের নৈঃশব্দ্য ভেঙে, শান্তি গুঁড়িয়ে দিয়ে হাজির হয় চারজন মানুষ। জল্পেশ্বরকে তারা বলে, কয়েকদিনের জন্যে বেড়াতে এসছে। কিন্তু সে বুঝতে পারে এই চারমূর্তি আসলে চারটি জঙ্গি সংগঠনের সদস্য। তাদের গোপন ষড়যন্ত্রের আস্তানা হিসেবে তারা জল্পেশ্বরের কুটিরকেই বেছে নিয়েছে। শঙ্কিত হয়ে ওঠে জল্পেশ্বর। বুঝতে পারে, এই দেশ, এই অরণ্য-প্রান্তর, এই শান্তি সৌর্ন্দযকে ধ্বংস করে দিতে চায় এরা । বৃদ্ধ জল্পেশ্বর, দুর্বল জল্পেশ্বর বুঝতে পারে এদের সঙ্গে সে পেরে উঠবে না কিন্তু এই চারজনকে নিবৃত্ত করবে কীভাবে?অসহায় জল্পেশ্বরের চোখের সামনে ঘটে যেতে থাকে ভয়ংকর সব দুর্ঘটনা। তবু প্রাণ থেকে প্রাণে বয়ে যাওয়া বহমান রক্তের স্রোত অনুভব করতে করতে, জল্পেশ্বর কেন কামনা করে এক পূর্বাপর পৃথিবীর অচ্ছেদ বন্ধন?