User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #অক্টোবর : ১৯ বই : কুলকুণ্ডলিনী লেখক : সমরেশ মজুমদার মূল্য : ২৫০ টাকা একটি অশরীরী নেমে এসেছে পৃথিবীর বুকে। ইশ্বর তাকে পাঠিয়েছেন পৃথিবী তে জন্ম নেয়ার জন্য। শুধু এইটুকু স্বাধীনতা দিয়েছেন, মা-বাবা হিসেবে কাদের কে,বা জন্ম গ্রহনের জন্য ইচ্ছে মত পরিবার বেছে নেয়ার। সময় একটি মাত্র রাত। অশরীরী একটি নবীন দম্পতি কে বেছে নেন। তারপর স্থান নেয় তার গর্ভে। তখনও তার ইশ্বরের সাথে সংযোগ আছে। চলছে কথোপকথন। ঠিক ১০মাস পর সেই অশরীরি, শরীরী অবয়ব নিয়ে জন্ম নিল পৃথিবীর বুকে। ছিন্ন হলো ইশ্বরের সাথে সম্পর্ক। শুরু হলো মনুষ্য জীবনের সাথে এক দীর্ঘযাত্রা। প্রবরের জন্মের পর মা-বাবা, দাদা-দীদার সহচার্যে সে বড় হয়ে উঠল। পড়াশুনোয় মনোযোগী প্রবরের জীবনে প্রেম এলো, ভালবাসা এলো। জীবন টা এগিয়ে যেতে থাকল চিরাচরিত নিয়মে। তারপর ঘটল দূর্ঘটনা। প্রিয় মানুষটি কে হারালো জীবন থেকে। সময়ের হারিয়ে যাওয়ার স্রোতে গা ভাসালো, ঠাকুরদা - ঠাকুমা, বাবা আরও কতজন, যাদের সহচার্যে বড় হয়েছিল সে। সে সংসারী হলো, কিন্তু ভালবাসা? তা কি পেল প্রবর? সন্তান, স্ত্রী কি হয়ে উঠল জীবনের অংশ? ভাসানের মত তারও শেষযাত্রার ক্ষণ উপস্থিত হলো এক সময়। মৃত্যু যাত্রী হলো সে। কিন্তু কোথায় যাবে? এই শরীর ছেড়ে কি তাকে খুঁজতে হবে আবার একটি গর্ভ? মানুষের এই প্রক্রিয়া কি চলতেই থাকবে? কিন্তু কি পেল মানুষ সারা জীবনে? পাঠ প্রতিক্রয়া : কিছু কিছু বই সম্পর্কে কথা বলার মত তেমন কিছুই থাকে না। কিন্তু তবুও কোন এক অজানা কারনে বইটি মনে লেগে যায়। কারনে- অকারনে বার বার মনে পড়ে যায়। এই বইটি ঠিক তেমন। বই তে কোন রহস্য নেই,টান টান উত্তেজনা নেই, আবার হাস্যরসে গড়িয়ে পড়ে যাওয়ার মতও কিছু নেই। কিন্তু যা আছে,আমার কাছে তা অসামান্য। বইটি পড়ে সত্যিই অনেক কিছু ভেবেছি। এই যে এলাম, কোথায় থেকে এলাম? কি পেলাম জীবনে, কি করছি বা কি করলাম। কোথায় যাব আবার? বইয়ের প্রধান কাহিনী আমাদেরই নিত্তনৈমিত্তিক জীবন। উপন্যাসে একজন মানুষের কাহিনী দেয়া আছে,তার জন্ম থেকে ঠিক মৃত্যু অবধি সব কিছু। আমাদের জীবন শুরু হয় ঠিক দেবী পক্ষের বোধনের মত। জীবন পূর্নতা পায় একসময়। আবার বিসর্জনেরও সময় হয়। সমরেশ মজুমদার খুব সুন্দর করে বলেছেন কথাটি। " মায়ের শরীর থেকে বেরুবার আগে হৃদ্যযন্ত্র অচল ছিল। এখান থেকে যাওয়ার সময় হৃদ যন্ত্র আবার বন্ধ হবে। কিন্তু কোথায় যাবে? কোন মাতৃগর্ভে? সেখানে কি গভীর অন্ধকার? " যদিও বইটি সনাতন ধর্মানুসারে জন্মান্তর দর্শনে লেখা, কিন্তু এর বিশালতা আরো ব্যাপক। বইটি পড়তে গিয়ে কিছু কিছু স্থানে আপনি থমকে যাবেন। মনে হবে,এইটা কি আমাদেরও জীবন নয়? এইভাবেই আমরা বড় হচ্ছি,বুড়ো হচ্ছি, অজস্র আক্ষেপ,চাওয়া-পাওয়া, ছোট ছোট সুখ,কিংবা না পাওয়ার বেদনা দিয়ে এগিয়ে যাচ্ছি শেষ সময়ের দিকে। বইটি পড়ে গিয়ে কেমন যেন ঘরের মধ্যে চলে গিয়েছিলাম। শেষ করার পর অনেকক্ষন এর রেশ কাটছিলই না। যেন নিজের সমগ্র জীবনটাই দেখতে পেলাম চোখের সামনে :) যারা পড়েননি,পড়ে দেখতে পারেন :)