User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আত্মপক্ষ -সমরেশ মজুমদার . সংক্ষিপ্ত কাহিনী: শিবচরনপুরের একটি ছেলে গগন, যে কলকাতায় ড্রাইভারের চাকরী করে। বাড়িতে মা আর বোবা একটি ভাই আছে। রাজনীতিতে তার তেমন আগ্রহ না থাকলেও ক্ষমতাসীন দলের সমর্থক সে। পঞ্চায়েত নির্বাচনে পার্টির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হলেও সে কলকাতায় থাকার কারনে সময় দিতে না পারায় প্রত্যাখ্যান করে। একবার কলকাতা থেকে বাড়ী এসে সে শুনল মাড়োয়াড়িরা গ্রামের এক ফসলা জমি ভালো দাম দিয়ে কিনে নিচ্ছে। অনেকে বিক্রিও করে ফেলেছে। কিন্তু তাদের মতলব ছিল অন্য। তারা জানত সরকার এ সকল এক ফসলি জমি অধিগ্রহণ করে শিল্প কল-কারখানা করবে, আর তখন সরকারকে তারা বেশি দামে বেচে দেবে। গ্রামের বিরোধী পক্ষের নেতা যতিন,গোবর্ধন, গৌরাঙ্গ। তারা 'জমিরক্ষা কমিটি' করে গ্রামের জমি হাতছাড়া করবে না বলে প্রচার চালালো এবং গ্রামের সাধারন মানুষ এমনকি নারীরাও তাদের সাথে আন্দোলনে যোগ দিল। এতে গ্রামের সরকারপক্ষের লোকজন বাধা দিলে আন্দোলন চরম পর্যায়ে পৌছে যায়। বিরোধী দল দখলে নেয় শিবচরনপুর, বেন্ধেমারি, ভক্তহাট আর সরকারপক্ষের দখলে থাকে বিজুরি। যে গ্রামগুলোর মানুষ ছিল নিতান্তই নিরীহ, শান্তিপ্রিয় তারাই এক সময় অস্ত্র হাতে তুলে নেয়। দুই পক্ষ পরস্পরের উপর বোমা গুলি নিক্ষেপ করতে থাকে। উভয়পক্ষের লোকজন আহত, নিহত হয় এমনকি গ্রামবাসী কিছু নারী সরকার পক্ষের গ্রাম দখলে বাধা দিয়ে ধর্ষিত ও হয়। শেষ পর্যায়ে কেন্দ্রীয় সরকার পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং সরকারী সিদ্ধান্ত বহাল রাখে। . চরিত্র বিশ্লেষণ : গগন উপন্যাসের নায়ক। তাকে অনেক দায়িত্বশীল আচরন করতে দেখা যায় পুরো উপন্যাস জুড়েই। সে সরকারপক্ষের সমর্থক হলেও জমি রক্ষা কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করে। সরকার পার্টির লোকজন অবশ্য তার কোনো ক্ষতিই করে না। গ্রামের বিরোধী পক্ষের বাড়ি ঘর পুড়িয়ে ফেললেও তার বাড়িঘর পোড়াতে দেয় নি তার বন্ধু পার্টির নেতা বিকাশ। উপন্যাসের গোবর্ধন চরিত্রে লেখক কিছুটা রহস্য রেখে দিয়েছেন। কুসুমের সাথে তার ভুমিকা বিশ্লেষন করে তাকে লম্পট, চরিত্রহীন ও বলা যায় আবার উদার মনের মানুষও বলা যায়। তার বউ বাচ্চা থাকা সত্তেও কুসুমের সাথে তার পরকিয়া চলত। আবার কুসুম যখন পুলিশ দারা ধর্ষিত হয় তখন তার চিকিৎসার সমস্ত খরচ সে বহন করে। তার টাকার জোরের বলেই সে অবশ্যই উদার বলে বিবেচিত হবে সমাজে। বন্যা চরিত্রটিও উল্লেখযোগ্য একটি চরিত্র। সে শিবচরনপুরে এসেছিল বলেই গ্রামের মেয়েদের মদ্ধ্যে জাগরণ তৈরি হয়েছে। যে মেয়েরা এইসব রাজনীতি বুঝতোও না তারাও আন্দোলনে ঝাপিয়ে পড়েছে।