User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সাম্প্রতিক কালের সেরা সাহিত্যকর্ম
Was this review helpful to you?
or
আমার পড়া অন্যতম শ্রেষ্ঠ গদ্য সাহিত্যর বই। পড়ার সময় মনে হয়েছে পদ্য ও গদ্যের দেয়াল ভেঙ্গে গেছে।
Was this review helpful to you?
or
" সাম্প্রতিক বাংলা গদ্যে এমন কোমলতাময় সুন্দর গল্প খুব কম পড়েছি" সৈয়দ মঞ্জুরুল ইসলাম, লেখক অধ্যাপক
Was this review helpful to you?
or
Fabulous! Tanveer from UK, student
Was this review helpful to you?
or
বাংলা সাহিত্যে প্রবন্ধ রচনার পথিকৃৎ রাজনারায়ন বসু আর ভূদেব চৌধুরী। প্রবন্ধ বলতে আমার জ্ঞান এটুকুই। আগেও বলেছি, পাঠক হিসেবে আমি খুবই নিন্ম মানের। আমার পড়ার ক্ষেত্র তাই ‘আমার পছন্দের বিষয়ের’ ভেতরই সীমাবদ্ধ। আর প্রবন্ধ কখনোই সেই তালিকায় ছিল না। তবে ভুলটা ভাংলো জাহিদুর রহিমের ‘কথারা আমার মন’ হাতে পেয়ে। কি সুন্দর একটা নাম! তাই না? বলতে দ্বিধা নেই এই একটা কারনেই বইটি কেনা। রেখে দিয়েছিলাম ঈদের ছুটিতে বাসায় গিয়ে পড়বো বলে কিন্তু রোজ টেবিলের উপর রাখা বইটি মনে করিয়ে দিত একবার ভেতরে ডুব মারার কথা আর এ আকর্ষণ ছিন্ন করা আমার পক্ষে সম্ভব ছিল না। ‘কথারা আমার মন’ আপনাকে দায়িত্ববান হতে শেখাবে। অস্তিত্বহীন আত্মাটাকে অস্তিত্বশীল করতে শেখাবে। অচেনা আমার কথা না হয় বাদই দিলাম আপনি ‘জ্যঁ পল সার্ত্রে’র কথা ফেলবেন কি করে? এরকম হাজারটা মনিষীর হাজারটা উক্তির বিশ্লেষণ রয়েছে প্রবন্ধটিতে। ২৫টি অধ্যায়ের প্রতিটি পাতায় রয়েছে মানুষের মানবিক হয়ে ওঠার এক বাস্তব রেখাচিত্র! অপূর্ণতা থেকে যে অস্তিত্বশীল হয়ে ওঠা যায়, হাজারটা মানুষে পূর্ণ মিছিলেও যে মানুষ একা হয়েই থাকে কিংবা জীবনকে উপলোব্ধি করা মানুষ যে প্রাণ ও প্রাণহীনতার অন্তর্গত এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়ে পরে তা ‘কথারা আমার মন’ না পড়লে জানবেন কি করে? জানবেন কি করে ‘দস্তয়ভস্কির’ মতো যন্ত্রণা জগতে কে পার করেছে? তেমনি শব্দ নিয়ে নাড়াচাড়া করা যে কী সাংঘাতিক বিপজ্জনক হয়ে উঠতে পারে তা আমরা ‘the bell jar’ এ Sylvia Plath’র শেষবেলায় দেখতে পাই। জানতে পারি ‘লেখক মাত্ররই কিছু না কিছু ভাবে অসুস্থ।’ সৃষ্টি করার অমোঘ তাড়ণায় সে ক্রমাগত নিজেকে ক্ষয় করে চলে। জাহিদুর এখানে আলোচনা করেছেন ‘আত্মহত্যা’ নিয়ে, মনঃসমীক্ষণ পদ্ধতিকে কাজে লাগিয়ে তৈরী দু’টো অনুমান নিয়ে অথচ কী সাবলীল সে ব্যাখ্যা, কী প্রাণজ্জ্বল সে ভাষা! বইটি পড়ে জেনেছি অনেক কিছুই। জেনেছি, শান্তি লুকিয়ে থাকে আত্মায়। জেনেছি আশা আর নিরাশার সম্মিলিত অরণ্যের কথা, জেনেছি সঠিক ভাবে আত্মার রোগ নির্ণয় করা ‘অহম আর স্বার্থের’ জগতের আত্মচিন্তার ফসল। আর জেনেছি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েই জীবনের গান গায় মানুষ। ফেরি করে তাঁর না পাওয়া জীবনের সুর। ‘কথারা আমার মন’ মানুষের সেই গান আর সুরকে বাঁধতে চেয়েছে। যাদের মন এখনো মরে যায় নি, যারা এখনো স্বপ্ন দেখতে পারেন, তাঁদের মনের সুর এখানে বাঁধতে চাওয়া হয়েছে। কথা নিয়ে, কথা বলা মানুষটিকে নিয়ে যে কত কথা বলানো যায় প্রবন্ধকার এখানে তাই দেখিয়েছেন। মানুষ আর মানুষের সব অনুভব প্রবন্ধগ্রন্থটির মুল উপজীব্য। জাহিদুরের অপূর্ব লেখনী আর মায়াবী রচনাশৈলী আপনাকে জানাবে অনুভূতী আর ভালোবাসার এক কাঙ্খিত পৃষ্ঠের সন্ধান। আমার অসম্ভব ভালো লেগেছে বইটি। পুরো লেখায় কোথাও মনে হয়নি এটি জাহিদুরের প্রথম কাজ। আমি ওর অনুবাদের ভক্ততো ছিলামই আজ থেকে প্রবন্ধেরও হলাম। লেখার প্রতি প্রবন্ধকারের ভালোবাসা, ডেডিকেশন আপনাকে প্রথম পাতা থেকেই নাড়া দেবে। বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশীত ৮০ মি.লি পাতায় ছাপানো অত্যন্ত দৃষ্টিনন্দন এ বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। বাঁধাই ও কম্পোজ এক কথায় অসাধারণ ছিল। বানান ভুল চোখে পড়েনি একটাও। বইটির পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০ আর মুদ্রিত মূল্যঃ ৪৩০ টাকা মাত্র।