User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মুসলিম দাম্পত্য, যৌন-সংস্কার, তার প্ৰেম-অপ্রেমের দ্বন্দ্ব ও গতিশীলতার সমস্যা নিয়ে দীর্ঘকাল যাবৎ ভাবিত শক্তিমান নবীন লেখক আবুল বাশার। বৈচিত্র্যময় এই সমস্যাকে নানা দিক থেকে আলো ফেলে দেখবার চেষ্টা করে চলেছেন তিনি তাঁর একাধিক ছোট-বড় গল্পে। এই প্রয়াসেরই পূর্ণায়ত রূপ ‘ফুলবউ’। ‘এজিন-তালাক-বহুবিবাহ’-ভরা মুসলমান জীবনকে আধুনিক ও আধুনিকতার মূল্যবোধের প্রেক্ষিতে বিচারের সাহসী, স্মরণীয় ও তাৎপর্যময় এক কীর্তি| স্মরণ করা যেতে পারে যে, শারদীয়া ‘দেশ’-পত্রিকায় প্রকাশমাত্রই এই উপন্যাস ঘটিয়েছিল বিস্ফোরণ| তালাক ও বহুবিবাহের সমস্যাকে ‘খালাস’ নামে এক অদ্ভুত ঐহিক ও আধ্যাত্মিক সমস্যার জোড়ে বাঁধা হয়েছে এই উপন্যাসে। নারী-স্বাধীনতার ‘খালাস’ নামক সূক্ষ্ম পথেও ‘জালিম’ পুরুষ কীভাবে কাঁটা ছড়িয়ে সমগ্ৰ জীবন-ব্যবস্থাকে পরিণত করে প্রহসনে, বহুবিবাহের সুতীব্র হলাহল আধুনিক জটিল জীবনকে গ্ৰাস ক’রে কীভাবে ক’রে তোলে জটিলতর, এইসব সমস্যার মোকাবিলা কীভাবে সম্ভবপর, অথবা আদৌ সম্ভবপর কিনা—দুরন্ত কৌতুহলকর এক কাহিনীর মধ্য দিয়ে সেই দিকগুলিকেই ফুটিয়ে তুলেছেন আবুল বাশার।