User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#review_s জীবনের যেকোনো পথে অগ্রসর হওয়ার আগে হাঁটতে শেখা, অলিগলি ও পথঘাট চিনে নেওয়া অত্যন্ত জরুরি। ঠিক তেমনই আমাদের ইসলামের পথেও রয়েছে সুনির্দিষ্ট নিয়মনীতি, বিধিবিধান ও গন্তব্যপথ। এই পথে চলার জন্য প্রয়োজন পরিশুদ্ধ জ্ঞান ও সঠিক দিকনির্দেশনা। নতুবা বিভ্রান্তি, বিপথগামিতা ও অন্ধকারচ্ছন্ন পরিবেশ আমাদের ঘিরে ধরতে পারে। . দিনশেষে যদি সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো না যায়, তবে আমাদের সমস্ত পরিশ্রমই বৃথা যাবে। তাই প্রয়োজন একটি নির্ভরযোগ্য পথপ্রদর্শক, যিনি কুরআন ও সহীহ হাদীসের আলোকে আমাদের পথ দেখাবেন। . এই লক্ষ্যেই প্রখ্যাত আলেম, ধর্মতত্ত্ববিদ ও গবেষক প্রফেসর ড. মানজুরে ইলাহী (হাফিজাহুল্লাহ) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলিম, সৌদি আরবের স্থায়ী ফাতওয়া বোর্ডের সম্মানিত সদস্য শাইখ ড. সালিহ আল-ফাওযান (হাফিজাহুল্লাহ)-র রচিত বিখ্যাত "আত-তাওহীদ" গ্রন্থকে অনুবাদ করে আমাদের সামনে "আকিদাহ আত-তাওহীদ" নামক গ্রন্থ তুলে ধরেছেন। . এই গ্রন্থ শুধু আকিদার মৌলিক শিক্ষা নয়, বরং তাওহীদের প্রকৃত উপলব্ধি, শিরক থেকে আত্মরক্ষা এবং ঈমানকে বিশুদ্ধ রাখা, কালেমার শর্ত ও প্রয়োগ, রাসূল ﷺ ও তাঁর সাহাবিদের প্রতি আমাদের বিশ্বাস। জাহিলিয়াত ও বিদ'আত থেকে সর্বদা সতর্কতা অবলম্বনের দিকনির্দেশনা প্রদান করেছেন। যারা ইসলামের মৌলিক ভিত্তি জানার জন্য আগ্রহী, তাদের জন্য এই বইটি হতে পারে এক অনন্য সফরসঙ্গী। . . বই: আকিদাহ আত-তাওহীদ। মূল: ডা. সালিহ আল ফাওযান হাফিজাহুল্লাহ অনুবাদ: ড. মানজুরে ইলাহী হাফিজাহুল্লাহ প্রকাশনায়: SEAN Publication
Was this review helpful to you?
or
অনুবাদ খুব ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
Best book
Was this review helpful to you?
or
Best boi
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
Must-read book to know about islamic akida
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
বিশুদ্ধ আকীদার এক অনন্য উপহার...♥♥
Was this review helpful to you?
or
কিয়ামতের আগে ফিতনার একটি অংশ হলো মনের অজান্তেই ইসলাম ত্যাগ করে ফেলা। শরিয়তের পরিভাষায় ইসলাম বিনষ্টকারী কোনো কিছু করাকে 'রিদ্দাহ' বলা হয়; যা করার দ্বারা ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। অর্থাৎ মুসলিম ঘরে জন্মেও, সালাত-সিয়ামকারী হলেও, প্রতিদিন তাহাজ্জুদ পড়লেও আখিরাতে সে মুরতাদ বলে গণ্য হবে। মানুষ তাকে পরহেজগার কিংবা মুসলিম বললেও পরকালে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। . ইসলাম বিনষ্টকারী এই বিষয়গুলোকে মূলত পাঁচ ভাগে ভাগ করা যায়: ১. কথার রিদ্দাহ: যেমন, আল্লাহ তাআলা, তাঁর কোনো রসূল কিংবা তাঁর কোনো ফেরেশতাকে গালি-গালাজ করা। অথবা গাইব জানার কিংবা নুবুওয়াতের দাবি করা। অথবা কোনো মিথ্যা নুবুওয়াতের দাবিদারকে মেনে নেওয়া, আল্লাহ ছাড়া অন্য কারও কাছে দুআ করা, কিংবা একমাত্র আল্লাহর ক্ষমতাধীন বিষয়ে অন্য কারও কাছে সাহায্য বা আশ্রয় প্রার্থনা করা। ২. কাজের রিদ্দাহ: যেমন, মূর্তি, গাছ-পালা, পাথর কিংবা কবরের উদ্দেশ্যে সিজদা বা কুরবানি করা। অবমাননার উদ্দেশ্যে নিকৃষ্ট স্থানে কুরআন মাজিদ রাখা; জাদু করা, শেখা বা অন্যকে শেখানো, বৈধ মনে করে আল্লাহর আইনের পরিবর্তে অন্য আইন দ্বারা ফয়সালা করা। ৩. আকীদাহর রিদ্দাহ: যেমন, আল্লাহর কোনো শরিক আছে বলে মনে করা; যিনা, মদ, সুদ, ইত্যাদি সুষ্পষ্ট হারাম কিংবা যেসব জিনিস হালাল হওয়ার ব্যাপারে ঐক্যমত রয়েছে, সেসবের কোনো হালালকে হারাম কিংবা হারামকে হালাল মনে করা। একইভাবে অকাট্য আদেশ-নিষেধ সম্পর্কে সাধারণভাবে সকলেই জানে—এমন কোনো আদেশ-নিষেধকে অস্বীকার করা। ৪. সন্দেহ পোষণের রিদ্দাহ: ইসলামের কোনো অকাট্য বিষয়ে সন্দেহ পোষণ করার কারণেও মানুষ মুরতাদ হয়ে যায়। যেমন, শিরক নিষিদ্ধ হওয়া কিংবা যিনা, মদ হারাম হওয়ার ব্যাপারে কিংবা সর্বজনবিদিত কোনো হালাল জিনিস হালাল হওয়ার ব্যাপারে সন্দেহ করা। সামগ্রিক ইসলামী জীবনব্যবস্থার কোনো বিষয় নিয়ে কিংবা বর্তমান যুগে তার উপযোগিতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। ৫. ইসলামের কোনো রুকন ছেড়ে দেওয়ার রিদ্দাহ: যেমন, ইচ্ছাকৃতভাবে সালাহ পরিত্যাগ। যেমন নবিজি ﷺ বলেছেন, 'বান্দা এমং শির্ক-কুফরের মধ্যে পার্থক্য হলো সলাত ছেড়ে দেয়া।' [সহীহ মুসলিম, ২৫৬] (অনেক আলিমের মতে এটা কুফর না হলেও বড় কবিরা গুনাহ, যা ক্ষেত্রবিশেষ কুফরের স্তরে যেতে পারে।) . সূত্র: আকীদাহ আত-তাওহীদ লেখক: ড. সালিহ আল ফাওযান প্রকাশনী: সিয়ান পাবলিকেশন