User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
জামাল নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।একারণে বইটা পাঠ্যপুস্তকের মতো জটিল করে লিখেছেন।বিজ্ঞানের বই সহজ-সরল করে লেখা উচিত।কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই একটা সমস্যা।তারা পাঠ্যপুস্তকের মতো জটিল করে লেখে।ব্ল্যাকহোলের উপর সবচেয়ে সহজ-সরল করে লেখা একটা বই পড়েছি।অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত মোঃ সাইফুল ইসলাম ফরহাদ এর "রহস্যে ভরা ব্ল্যাকহোল" বইটি।মাত্র ৮৮ পৃষ্ঠার ছোট্ট একটা দারুন বই।এতে লেখক গল্পের মতো ঝরঝরে করে ব্ল্যাক হোলের বর্ননা দিয়েছেন।পড়ে মনে হবে যেনো 'সায়েন্স ফিকশন' পড়ছি।
Was this review helpful to you?
or
শেক্সপীয়রের নাটক হ্যামলেটে ডেনমার্কের যুবরাজ হ্যামলেট তাঁর বন্ধু হোরেশিওকে বলেন, There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. এখানে আমাদের চিন্তা ভাবনার বাইরেও মহাবিশ্বে প্রতিনিয়ত মোর স্ট্রেঞ্জার কিছু ঘটার কথা বলেছেন। মহাবিশ্বের এমন স্ট্রেঞ্জার কিছু বিষয় নিয়ে বিজ্ঞান একযোগে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তবুও তো অজানার পরিমান জানার থেকে ১৯ গুন বেশি। পড়ছিলাম বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্যার এর লেখা সত্তর দশকের শুরুর দিকের লেখা বই কৃষ্ণবিবর। এটা সেই বই যা স্টিফেন হকিং এর ব্লাক হোল থিওরির অনেক পূর্ব থেকেই প্রাচ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ান হতো। কিন্তু আফসোস যে, আমরা বাংঙালী হয়েও এ ব্যাপারে অনেক পরে জানতে পারি কিংবা অনেকে তাও জানিনা। নি:সন্দেহে অধ্যাপল নজরুল স্যারের মতো বিশ্ব মাতানো স্বদেশ প্রেমী রত্নের লেখা পড়া কম সৌভাগ্যের নয়। এই বইটা নিয়ে রিভিউ করার সাধ্য আমার নেই, আমি যত লিখব ততই মনে হয় কম হয়ে যাচ্ছে। শুধু বইটি সম্পর্কে দু চারটি কথা বলি। বইটি পদার্থের সুক্ষতিসুক্ষ মৌলিক কণাগুলোর কথা বলে শুরু করেছে। আধান দিয়ে সূচণাকে বর্ণাঢ্য করেছে।ধীরে ধীরে নক্ষত্রের জন্ম-মৃত্যু, লাল দানব, শ্বেত বামন, নিউট্রন তারা, কৃষ্ণ বিবরের সৃষ্টি রহস্য আলোচনা করেছেন, দিয়েছেন পরিচয়। সমস্ত ব্যাখ্যা করেছেন চিরায়িত পদার্থবিদ্যার সিমুলেশনে। কোয়ান্টাম তত্বের মাধ্যমে করেছেন আলোচনা। সম্ভাব্য ব্লাক হোল নিয়ে সেই সময়ে লেখা কম দূরহ ছিলো না।কিন্তু স্যার এটা করে দেখিয়েছেন। সেই সময়ে বিজ্ঞানের সীমাবদ্ধতা সবই ফুটে উঠেছে। নেই কোনো সমীকরণের জটিলতা। এই বইটি শুধু বাংলা ভাষায় রচিত বিজ্ঞানের সম্পদ নয়, আন্তর্জাতিক ভাবেই এর গ্রহণযোগ্যতা ব্যাপক। আমি বইটির পিডিএফ পড়েছি, যারা পড়তে চান শুরু করতে পারেন। বই:- কৃষ্ণবিবর লেখক:- অধ্যাপক জামাল নজরুল ইসলাম জনরা:- মহাকাশ, বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা বাংলা একাডেমি প্রকাশনের বই
Was this review helpful to you?
or
জামাল নজরুল স্যার তার লেখা এই কৃষ্ণ বিবর বইটি বাংলা ভাষায় কৃষ্ণ গহ্বর কি জিনিস তা সহজ ভাষায় বোঝার জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি।যদিও বইটি বেশ পুরনো তবুও এর মূল্য এখনো না কমে উল্টো আরো বাড়ছে যা সকল বইয়ের ক্ষেত্রে দেখা যায় না খুব একটা। যদিও বইটি ব্যাবহৃত ভাষা একটু পুড়নো তবুও পড়তে তেমন কোনো অসুবিধাই হবে না। বিজ্ঞান প্রেমী যারা রয়েছেন তাদের এই বইটি পড়ার অনুরোধ রইলো।
Was this review helpful to you?
or
This a very nice book on physics.Students from any class can read this.And this would be helpful for HSC students.
Was this review helpful to you?
or
কৃষ্ণ গহ্বর সম্পর্কে জানার জন্য অসাধারণ একটা বই ।
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
Amazing book.....must read for black hole explorers
Was this review helpful to you?
or
ডঃ জামাল নজরুল ইসলাম। এই বইটা না পড়লে আমি জানতামই না এত বড় বিজ্ঞানী আমাদের বাংলাদেশের রয়েছে। কিন্তু তাকে কি আপনার সন্মান দিতে পেরেছি। যাকে নিয়ে বিদেশী ইউনিভার্সিটিগুলো এখনো রিসার্চ করে।
Was this review helpful to you?
or
ড. জামাল নজরুল ইসলামের এই বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৫ সালে। তখনকার দিনে কৃষ্ণ বিবর সম্পর্কে একমাত্র বই ছিল এটিই। কৃষ্ণ বিবর রহস্যময় বস্তু, যার কবল থেকে বাঁচতে পারে না স্বয়ং আলোও। কৃষ্ণ বিবরের আচরণ বোঝার জন্য দরকার সার্বিক আপেক্ষিক তত্ত্ব আর গাণিতিক সমীকরণের জ্ঞান। কৃষ্ণ বিবর নিয়ে পদার্থবিজ্ঞানের জটিল সমীকরণ আর সার্বিক আপেক্ষিক তত্ত্বের মারপ্যাচ এড়িয়ে সহজ ভাষায় সেই সময়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ড. জামাল বইটি লিখেছিলেন। এই সুদীর্ঘ ৩৪ বছরে কৃষ্ণ বিবর গবেষণায় অনেক ঘটনা ঘটে গেছে। শনাক্ত করা হয়েছে মহাকর্ষীয় তরঙ্গ। তারপরও আজকের দিনেও এই বইটির গুরুত্ব অনেক বেশি। যদিও কৃষ্ণ বিবর নিয়ে বাংলায় বেশ কিছু বই রচনা হয়েছে, তবে তার সংখ্যা নেহাতই কম। কৃষ্ণ বিবর বইটি শুরু হয়েছে - পদার্থবিজ্ঞানের কিছু তত্ত্ব ও তথ্য নামে অধ্যায় দিয়ে, যেখানে লেখক পাঠকদেরকে সংক্ষেপে মৌলিক কণা এবং মৌলিক বল সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছেন। এরপরের অধ্যায়গুলোতে তিনি আলোচনা করেছেন নক্ষত্রের তিন ধরনের মৃত্যু , কৃষ্ণ বিবর ও কোয়েসার, হকিং বিকিরণ , বিশ্বের পরিণতিতে কৃষ্ণবিবরের ভূমিকা নিয়ে। বাংলা ভাষায় কৃষ্ণ বিবর নিয়ে এর চেয়ে সহজ ভাষায় আর কোনো বই নেই। তবে আমার একটি অভিযোগ আছে বাংলা একাডেমির কাছে। এই বইটির পৃষ্ঠার সংখ্যা ও মান বিবেচনায় দাম অতিরিক্ত বেশি ।
Was this review helpful to you?
or
এই মহাকাশের ভিতরের কিছুটা জ্ঞানের তৃষ্ণা মিটাবে এই বই। মহাকাশের অনেক অজানা তথ্য জানলাম। সহজ এবং সুন্দর ভাষায় লেখা, এক বসাতেই পড়ে শেষ করার মতো একটা বই।
Was this review helpful to you?
or
এ বইটি ৮০'র দশকের “ভাষা শহীদ গ্রন্থমালা” সিরিজের। মাতৃভাষায় এমন বই সত্যিই একটা দারুণ উপহার। ভাষা যেমন সাবলীল, তেমনি যারা বিজ্ঞান বিমুখ এই বই তাদেরকেও বিজ্ঞানকে ভালোবাসতে উৎসাহিত করবে। উচ্চমাধ্যমিক বিজ্ঞান পড়ার আগে এই বইটা পড়লে রেফারেন্স পাওয়া যাবে প্রচুর। গাণিতিক প্রতিবাদনকে পাশে রেখে, বিজ্ঞানের জটিল আর কঠিন ব্যাপারগুলো ব্যাখা করেছেন অন্যতম পৃথিববিখ্যাত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম। নিউট্রন নক্ষত্রের জন্মমৃত্যু, কৃষ্ণ বিবরের জন্মমৃত্যু, ইলেকট্রন-প্রোটন-নিউট্রন এর গুরুত্ব এবং প্রাণের অস্তিত্ব রক্ষার্থে এর ভূমিকা সবই আলোচনা করা আছে এখানে। সেইসাথে এই বই আমাদের ধারণা দেয় ১০^১০০ বছর পরের ব্রহ্মাণ্ড সম্বন্ধে।
Was this review helpful to you?
or
বিজ্ঞানের ছাত্রদের মধ্যে যারা Black hole নিয়ে আগ্রহি তাদের জন্য এই বইটা না পড়লেই নয়... স্যার বইগুলো সংগ্রহে রাখার জন্যে রকমারিকে ধন্যবাদ...