User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
লেখক যদি বন্ধুমানুষ হয়, তার বইয়ের সমালোচনা করাটা খুবই কঠিন কাজ। এশরার লতিফ বুয়েটে আমার সহপাঠী ছিল। সে নব্বই দশকের শুরুর দিকের কথা, তখন থেকেই সৃজনশীল, কবিসুলভ। বর্তমানে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্থপতি এশরার লেখালেখি করছে অনেকদিন। এপার ওপার দুই বাংলাতেই ওঁর লেখা প্রকাশিত হয়েছে, স্বীকৃতি পেয়েছে। তবে ‘স্ফটিক বাড়ি ও অন্যান্য গল্প’ ওঁর প্রথম ছোটগল্পের বই। ১৮টা ছোটগল্পের সংকলন। প্রত্যেকটি গল্পের প্রেক্ষাপট ভিন্ন, বিষয়বস্তু ভিন্ন। বাস্তবতা আর কল্পনাশক্তির কি সমন্বয়! দাম্পত্য় জীবনের জটিলতা, সমাজের নৈতিক অধপতন, সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে সায়েন্স ফিক্শন, মুক্তিযুদ্ধ, এমনকি জঙ্গিবাদের মত সাম্প্রতিক ‘হট বাটণ’ ইস্যু – কোনো প্রসঙ্গই এশরারের নাগালের বাইরে না। একেকটা গল্পের একেকটা পটভূমি। নতুন লেখক হিসেবে এটা বিরাট রেইন্জ! সহজ সাবলীল ভাষা, কিন্তু গভীর জীবনবোধ। সব্গুলো গল্পই যে সমমানের, তা বলবনা । ওঁর গল্প বলার ধরন খুব আকর্ষ্নীয়, কিন্তু কোন কোন চরিত্র ওঁ বিকশিত হতে দেয়নি পুরোপুরি -হয়তো সেটা ছোটগল্পের সীমাবদ্ধতা। সে যাই হোক, সবচেয়ে বড় কথা, এশরার পাঠককে টেনে রাখতে জানেন। গল্পগুলো শুরু হয় সাদাসিধেভাবে কিন্তু শেষটা অপ্রত্যাশিত, চমকে দেয়ার মত। অনেকটা ‘ও’হেনরি ঘরানা’। আরেকটা জিনিষ না বল্লেই নয় - কোন কোন গল্প বিষণ্ণ আর অন্ধকার - এশরারের লেখনির ধার ওই গল্পগুলোতেই বেশী প্রকাশ পেয়েছে। যারা ছোটগল্প ভালোবাসেন, তারা একটানে বইটা শেষ করতে পারবেন । ৳২৫৫ পুরোটাই ন্যায্য, পাঠক ঠকবেন না। বন্ধু বলে নয়, একদম নিরপেক্ষভাবেই বলছি – দারুন, দারুন সংকলন! অভিনন্দন এশরার লতিফ! তোমার টুপিতে আরেকটা পালক যোগ হল - বিশিষ্ট সমসাময়িক ছোটগল্পকার! সাবাশ ! -লোপা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র