User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আব্দুল্লাহ মাহমুদ নজীবের লেখায় বরাবরই সতেজতা খুঁজে পাওয়া যায়। এবারও তার ব্যতিক্রম নয়। বইয়ের নামটাই কি সুন্দর “সবুজ রাতের কোলাজ”। বইটির প্রকাশকাল ২০১৮। এটি লেখকের তৃতীয় কাব্যগ্রন্থ। কবিতা যারা ভালোবাসি তাদের হৃদয়ে একটুখানি সবুজের প্রলেপ লাগিয়ে দিয়ে যাবে বইটি! কখনো হয়তো ভাবুক হয়ে উঠবে হৃদয় আবার কখনো ব্যাথায় জর্জরিত!! বইটিতে নজীবের নিজস্ব লেখা যেমন আছে তেমনি আছে আরবি ও ইংরেজি কিছু কবিতার অনুবাদ। কবি যেগুলোকে নজীবানুবাদ বলে থাকেন! আর আছে লেখকের স্বরচিত তিনখানা ইংরেজি কবিতা! বইখানার কিছু কবিতা আমার personal favourite হয়ে থেকে যাবে। কিছুটা আপনাদের শুনিয়ে দেই কেমন? ১. অভিমান-বন্দনা থেকে দুটো লাইন ❝অভিমান মানে হলো খাদহীন ভালোবাসা খানিকটা দূরে গিয়ে অনেকটা কাছে আসা!❞ ২. আকসা'র চিরকুট ❝আমার রোদন শ্রবণে তোমার চোখে কি শ্রাবণ ঝরে? তোমার হৃদয়ে ঘুমানো উমার কখন দিয়েছে মরে? আমি অনুক্ষণ তোমার আসার প্রতীক্ষাতেই রই — তোমার বুকের পাঁজরে লুকানো সালাহুদ্দীন কই?❞
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, বইটি অনেক সুন্দর। সবাই নিতে পারেন,,,,
Was this review helpful to you?
or
Great Poem writer of this era
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
বুক রিভিউ নাম-সবুজ রাতের কোলাজ লেখক -আব্দুল্লাহ মাহমুদ নজীব কাব্য গ্রন্থ উল্লেখযোগ্য সূচিঃ- নাইয়র-কাব্য যেদিন আমি বাবা হবো আমি এখন বাব হাত বদল আকসা'র চিরকুট নববধূ কেন আমি কবি বালুচরে লেখা নাম পাঠ অনুভূতিঃ- চলছে সমকালীনের বিশেষ ছাড়! অর্ডার দিচ্ছিলাম পছন্দের বই। হটাৎ ভাবলাম এইবইটির(সবুজ রাতের কোলাজ) নাম অনেক দিন ধরে দেখতেছি, তো অর্ডার দিয়ে দেখি বইটা কেমন। ব্যাস দিয়েই দিলাম। বই হাতে নিয়ে দেখলাম, এটি একটি কাব্য গ্রন্থ, ব্যস মাথা গরম হয়ে ভস্মীভূত হওয়ার অবস্থা। এমনিতে কব্যের প্রতি অনিহা, তাছাড়া কোনদিন কাব্য গ্রন্থ পড়া হয়নি। তো যাইহোক মাথা ঠান্ডা করে পড়তে বসলাম। ভূমিকা শুরু, প্রথম প্যারা শেষ, দ্বিতীয় প্যারা আমাকে চমকে দিল! আমি কি পড়েছি বুঝে আসতেছে না। করণ দ্বিতীয় প্যারা শুরু ছিল এভাবে "নজীবের সাথে পরিচয় তাঁর কবিতার মাধ্যমে " ভাবলাম এটা কি নজীবের লেখা বই নয়? দ্বিতীয় পৃষ্ঠা উল্টিয়ে আমি আরো চমকে উঠলাম। আরে এটাতো আরিফ আজাদ ভাইয়ের ভুমিকা-লেখকের না। মনে মনে নিজেকে অনেক গালি দিলাম। পড়তে গিয়ে এমন মজা পেলাম যে, এক বৈঠকে শেষ করে ফেললাম। এমন কিছু অনূভুতি তৈরি হলো আমার মাঝে যা আগে ছিলনা। সত্যিই অসাধারণ একটি গ্রন্থ এটি। "যেদিন আমি বাবা হবো " কবিতার কিছু পঙক্তি আমাকে কাঁদিয়েছে। "পিজ্জা খেয়ে মজা পেয়ে অনেক খুশি এবার ছেলে। হঠাৎ বলে খাবার ফেলে : বাবা!আযান হলো মসজিদে যাই,চলো!" সর্বশেষ ওনার কবিতায় মুগ্ধ হয়ে ওনার প্রথম কাব্য গ্রন্থ 'এক মুঠো সবুজের স্বপ্ন ' বইটিও অর্ডার করলাম। আল্লাহ কবিকে দীর্ঘ হায়াত দান করুক। আমিন!