User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যাচাই বাছাই করে তিন মাস পর রিভিউ দিলাম। খুবই ভাল এবং কার্যকর একটি বই।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
বাংলায় ছোটদের জন্য সেরা প্রোগ্রামিং বই
Was this review helpful to you?
or
একবার প্রথম আলো স্ক্র্যাচ প্রোগ্রামিং সম্পর্কে লেখা হয়েছিল। সেখানেই সর্বপ্রথম স্ক্র্যাচ প্রোগ্রামিং এর আংশিক ধারণা পেয়েছিলাম। হঠাৎ একদিন রকমারিতে স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং শুরু বইটি দেখতে পেলাম। বইটি পড়ে দেখলাম, অত্যন্ত সুন্দর একটি বই। স্ক্র্যাচ প্রোগ্রামিং এর প্রায় সকল জিনিস এখানে লেখা হয়েছে। স্ক্র্যাচ প্রোগ্রামিং কি, কিভাবে এটি চালাতে হয় এরকম আরো অনেক বিষয় এই বই খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বইটিতে রঙিন ছবি ব্যবহার করায়, বইটি অনেক আকর্ষণীয়। প্রথমে দাম দেখে হয়তো অনেকে বইটিকে পাশ কাটিয়ে চলে যাবেন, কিন্তু এই বইয়ের দামের তুলনায় বইয়ের মান অনেক ভালো। পুরো বই লেমিনেটেড পৃষ্ঠায় ছাপানোয় পানিতে ভেজার কোন সম্ভাবনা নেই। প্রোগ্রামিং শিখতে চান যে কারো জন্যই এই বইটি হতে পারে প্রধান সহায়ক। চিত্রের সাহায্যে সুন্দর ভঙ্গিমায় স্ক্র্যাচ প্রোগ্রামিং তুলে ধরা হয়েছে তা যে কারোর জন্য প্রোগ্রামিং সহজ করে দেবে। ইনশাআল্লহ্, সকলের ভাল লাগবে। ------------ ফাইয়াদ আহমেদ সুদীপ্ত, ৮ম। নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, নীলফামারী
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং বর্তমান বিশ্বকে বদলে দিচ্ছে। বর্তমানে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা আছে যেমন সিপ্লাস ,পাইথন ,জাভা ইত্যাদি। তবে এগুলো শিশুদের জন্য উপযোগী নয়। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা একত্রে একটি সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছেন যার নাম স্ক্র্যাচ। স্ক্র্যাচ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিশুদের প্রোগ্রামিং শেখার জন্য একটি আদর্শ পদ্ধতি। এই প্রোগ্রামিং এর প্রত্যেকটি কমান্ড বিস্তৃত অবস্থায় থাকে যার কারণে শিশুরা সহজেই বুঝতে পারে যে কোন কমান্ড বসলে সমস্যা সমাধান করা যাবে। এই প্রোগ্রামিং ভাষা কে আরও জনপ্রিয় করার লক্ষ্যে তামিম শাহরিয়ার সুবিন এবং আরো দুজন মিলে বাংলায় এই বইটির প্রকাশনা করেছেন। যারা প্রোগ্রামিংয়ে নতুন তারাও প্রোগ্রামিং চর্চার জন্য স্ক্র্যাচ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন এবং তারা বইটি ব্যবহার করে অত্যন্ত উপকৃত হবেন। বইয়ের সমস্যাগুলো সমাধান করলেই স্ক্র্যাচ প্রোগ্রামিং আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন। বইটি শিশু-কিশোরদের জন্য অত্যন্ত উপযোগী।
Was this review helpful to you?
or
The Prize of this book is so high...
Was this review helpful to you?
or
আমাদের দেশে প্রোগ্রামিং এর প্রসারতা সম্প্রতি সৃষ্টি হয়েছে। বাংলায় প্রোগ্রামিং শেখার চাহিদা মেটাতে যেমন আমাদের অভাব ভালো শিক্ষকের তেমনি অভাব আছে ভালো টিউটোরিয়ালের। এসব চাহিদা পূরনের কথা বিবেচনা করে দ্বীমিক পাবলিকেশন আমাদের শেখার জন্য বইয়ের যাত্রা শুরু করেছে। "স্ক্যাচ দিয়ে প্রোগ্রামিং শুরু" বইটা বাংলাভাষায় প্রোগ্রামিং শেখার সর্বপ্রথম রঙ্গিন বই। এটা স্কুলের গ্যাদা বাচ্চা থেকে শুরু করে প্রোগ্রামিং শিখতে আগ্রহী এমন যেকেউ পড়তে পারে। এই বইটা শুধু পড়ার জন্যই লেখা হয়নি। এর পাশাপাশি প্রকাশনী শেখানোর জন্য টিউটোরিয়াল ও তৈরি করে যাচ্ছে। খুব সহযে বইয়ের কনসেপ্টটা বুঝে আসতে পারেন স্ক্যাচ দিয়ে প্রোগ্রামিং শুরু - ১ম পর্বের এই লিংকে https://goo.gl/KC7ZLg