User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
বর্তমান সময়ে মেশিন লার্নিং হচ্ছে হট কেক। বাংলায় এ বিষয়ে যথাযথ তথ্য পাওয়া দুস্কর। প্রথমেই লেখককে সাধুবাদ দেই এরকম একটি উদ্যোগ নেয়ার জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগতের সম্পর্কে প্রাথমিক একটি স্বচ্ছ ধারনা পাওয়া যাবে এই বইটি থেকে। তবে আমার মনে হয়েছে বইয়ের বিষয়বস্তু আরেকটু গুছিয়ে একাডেমিক স্টাইলে হলে আরও বোধগম্য হতো।
Was this review helpful to you?
or
May be best book on machine learning!!!!
Was this review helpful to you?
or
আমি আগে আপনার টিউটোরিয়াল ফলো করছি খুব ভালো লেগেছে। এখন বইটা পড়ছি। অত্যন্ত ভালো লাগছে। বাংলায় মেশি লার্নিং শিখাতে এমন উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Was this review helpful to you?
or
লেখক-কে অসংখ্য ধন্যবাদ তার নিজের কাজের অভিজ্ঞতা-কে আমাদের কাছে সাবলীল ভাবে উপস্থাপন করার জন্য । আসলে মেশিন লার্নিং নিয়ে চারপাশে এত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে যে - সেখান থেকে নিজের শেখার জন্য একটা শক্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করা কঠিন । পাইথন নাকি আর ? - এর বাস্তব উত্তর তিনি খুব সুন্দরভাবে বলেছেন । ছোট ছোট কৌতুকময় বাক্যের উপস্থাপনায় একটি প্রযুক্তির বই উপহার দেবার জন্য এবং পাঠকদের - Kaggle এ পরিচিত করার জন্য লেখক-কে আবারো আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি । এই বই পড়ার সাথে সাথে এর নির্দেশনা ফলো না করলে আমার মনে হয় শেখা অনেকখানি অসম্পূর্ণ থেকে যাবে ।
Was this review helpful to you?
or
বইটা গিট বুক থেকেই অনেক টা পড়েছি। লেখা খুবই সুন্দর। তারপরও প্রিন্ট কপি কিনে ফেললাম। হার্ড কপি পড়ার মজাই আলাদা। সবচেয়ে ভাল লেগেছে প্রিন্ট কপি এর পেজ এর কালার এবং ফন্ট সিলেকশন। পড়তে কস্ট হয়না। তবে প্রিন্ট কপি তে কিছু প্রিন্টং মিস্টেক আছে বলে মনে হল। অনেক জায়গাতেই "আমরা" শব্দ "আরও" এর সাথে পাল্টে গেছে মনে হয়। পরের সংস্করণে সংশোধন করলে ভাল হত।
Was this review helpful to you?
or
পুরোটা পড়িনি এখনো। তবে শুরু করার পর অবাক হচ্ছি। যারা "ডাটা"-কে ভালবাসেন বা ভালবাসতে চাই তাদের অন্তত একবার হলেও পড়া দরকার বলে আমার মনে হয়।