User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
Good books
Was this review helpful to you?
or
অমীশ ত্রিপাঠির লেখার সাথে পরিচয় " দ্য সিক্রেট অব নাগাস " বইটির মাধ্যমে। যেটি ছিলো "শিব ত্রিলজির দ্বিতীয় বই "। দ্য সিক্রেট অব নাগাস এতোই অাগ্রহ জাগিয়েছিলো যে, প্রথম বই " মেলুহার মৃত্যুঞ্জয়ীগণ " ও তৃতীয় বই "বায়ুপুত্রদের শপথ" অানিয়ে নিয়েছিলাম। ব্যতিত্রমধর্মী বইগুলো হতাশ করে নি। পৌরাণিক দেবতা শিবকে কেন্দ্র করে ত্রিলজিটি শুরু হলেও একে একে উঠে অাসে সতী, কালী, গনেশ সহ বহু দেব-দেবীর অাখ্যান। কিন্তু, অমীশ ব্যতিত্রম কেন? অামরা বরাবরই মিথলোজিকে( দেব-দেবী কেন্দ্রিক) একটি সুনির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখে অভ্যস্ত। কিন্তু, অমীশ অাপনাকে নতুন এক দৃষ্টিকোণ থেকে পৌরাণিকতার গল্প শোনাবে। যেখানে অাবেগ নয়, যথাযথ যুক্তিতে সম্মান অাদায় করে নিবে তার লেখনী৷ ইক্ষাকু কুলতিলক কিংবা সায়ন অব ইক্ষাকু অথবা বলতে পারেন ইক্ষাকু বংশের পরিচয়। রামচন্দ্র সিরিজের প্রথম বই৷ রামায়ণের পরিধি বিশাল ও বিস্তৃত। দীর্ঘদিন ধরে এর উপর বহু গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে। তার ই ধারাবাহিকতায় অমীশের "রামচন্দ্র সিরিজ"। ইতিমধ্যে বের হয়েছে " সায়ন অব ইক্ষাকু " ও " সীতা - মিথিলার যোদ্ধা"। যেহেতু এটির বিস্তৃতি বিশাল তাই রামচন্দ্র সিরিজ অারো দীর্ঘ হবে অামি অাশাবাদী। অমীশ এখানেও তার বিশেষত্ব দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন রামায়ণের এক ধরনের অাধুনিক রূপান্তর বা বিশ্লেষণ। অাগের যুগে সাহিত্যের প্রধান অঙ্গ ছিলো বাহুল্য৷ অমীশ সেই বাহুল্যটিকে বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্ন ভাবে উপস্থাপন করেছেন রামায়ণ । কিন্তু এটা হচ্ছে তার লেখনীর ধরণ। মূল ব্যাপারটা অনেকেরই দৃষ্টি এড়িয়ে যেতে পারে। অাপনি যদি রামায়ণের ছাঁচটুকু ফেলে দেন তাহলে আমাদের বর্তমান সমাজেরই একটা রূপ দেখতে পাবেন । রামায়ণের ছাঁচ ফেলে দিতে বললাম এ কারণে, কারণ মূল রামায়ন থেকে অমীশ অনেকটা সরে এসেছেন। অনেক ঘটনা নিজের মতো যুক্তিসংগত করে উপস্থাপন করেছেন। যুক্তিগুলো ফুটিয়ে তুলেছেন নানা সংলাপের মাধ্যমে। তার লেখায় সবসময় মিশে থাকে সমাজ,আইন,রাষ্ট্র আর জাতিভেদ নিয়ে অদ্ভূত সুন্দর কিছু দর্শন যার কারনে অনেকের কাছে তিনি "প্রাচ্যের কোয়েলহো"। এতখন যা বললাম তা ছিলো অমীশের সকল সাহিত্যকর্ম নিয়ে কথা। এবার, শুধু সীতা'র কথা বলি - রাম যেখানে শুরু হয়েছিলো সীতা ঠিক সেখান থেকেই শুরু হওয়া অারেক অাখ্যান। ভারতবর্ষ বিভেদ,বিক্ষোভ আর দারিদ্রের করাল গ্রাসের কবলে জনসাধারণ শাসকদের প্রতি বীতশ্রদ্ধ ।তাদের মনে দুর্নীতগ্রস্ত অভিজাতদের জন্যে আছে কেবল ঘৃণা। বিশৃঙ্খলার বিস্ফোরণ একটি স্ফুলিঙ্গের অপেক্ষায়। বহির্শত্রুরা সুযোগ নিচ্ছে এই বিভেদের। রাবণ,লঙ্কার ব্যবসায়ী রাজা,দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে । হতভাগ্য সপ্তসিন্ধুর বুকে চেপে বসেছে তাঁর বিষদাঁত। এক মাঠে একটি পরিত্যক্ত শিশুকে পাওয়া গেল।রক্তলোলুপ নেকড়ের পালের হাত থেকে একটি শকুন তাকে রক্ষা করছিল। সবার উপেক্ষিত এক ক্ষমতাহীন রাজ্য মিথিলার অধিপতি তাকে আপন করে নিল। শুরু হল এক রোমাঞ্চকর অভিযান,যাতে আছে এক পালিত শিশুর উত্থানের কাহিনী,যে প্রধানমন্ত্রী হয়েছিল,এবং তারপর এক দেবী। আপনিও সাক্ষী হয়ে যান এই অভিযানের,যা আপনাকে নিয়ে যাবে অতীতে,প্রারম্ভেরও আগে। অামাদের দেশীয় প্রেক্ষাপটে এধরণের বই বরাবরই অবহেলিত। কিন্তু মিথ প্রিয়, ইতিহাস প্রিয় পাঠকদের জন্য নিঃসন্দেহে অাশার কথা, এদেশে এর চর্চা হচ্ছে। ভূমিপ্রকাশকে ধন্যবাদ রামচন্দ্র সিরিজ প্রকাশ করাতে। অার রুদ্র ভাইকে ধন্যবাদ এটি নিয়ে কাজ করায়। এধরণের বইয়ে কাজ অনুবাদকের সত্যিকারের সামর্থ্যের পরিচয় দেয়। মিথলোজী ও ইতিহাস প্রিয় অনুবাদকের জন্য চিরন্তন শুভকামনা রইলো। রাম ও সীতার সুপাঠ্য অনুবাদ পড়ার অামন্ত্রণ রইলো। হয়তো অাপনি অনেক সংস্করণে "রামায়ণ " পড়েছেন তবু বলবো অমীশের " রামচন্দ্র সিরিজটি" পড়ে দেখুন।