User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_পাঠক_সমাগম_বুক_রিভিউ_প্রতিযোগিতা_৪ পর্ব: ০৪ মাস: আগস্ট। সপ্তাহ: ০৩ বইয়ের নাম: শেষ খেয়ার যাত্রী এবং অন্যান্য। লেখক: মুরাদ ইমরান। ধরণ: একক গল্প সংকলন। প্রচ্ছদ: মুরাদ ইমরান। প্রথম প্রকাশ : একুশে গ্রন্থমেলা, ২০১৮খ্রি. প্রকাশক: মোহাম্মদ আব্দুল হাকিম, দাঁড়িকমা প্রকাশনী। ওয়েবসাইট: www.darikoma.net অনলাইন পরিবেশক: rokomari.com/darikoma বিদেশ পরিবেশক: মুক্তধারা, জ্যাকসন হাইট, যুক্তরাষ্ট্র। মুদ্রিত মূল্য: ১৬০ টাকা মাত্র। পৃষ্ঠা সংখ্যা: ৮০ ISBN: 978 984 511 002 0. #লেখক পরিচিতি: মুরাদ ইমরান, ১৯৮৭ সালে ২৭ আগস্ট গাজীপুর জেলার গাজীপুর সদর থানার শিমুলতলীতে জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত পরিবারে জন্মানো মানুষটির শৈশব কাটে সেখানেই। ২০০৯ সালে টেক্সটাইল ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর বেশ কিছু জায়গায় চাকুরী করলেও খুব বেশি দিন কোথাও চাকুরী করা হয়ে উঠেনি। গ্রাফিক্স এন্ড এনিমেশন এর উপর শিক্ষা অর্জন করলেও এই স্বাধীন মনের মানুষটি আবারও পরাধীন জীবন থেকে বেরিয়ে আসেন। টানা নয় বছর সঙ্গীত জীবনে একজন গীটার বাদক হিসেবে করায় সবকিছু ছেড়ে তাকে সেখানেই যেতে হয়েছিল। অল্প বয়স থেকে লিখিলিখির অভ্যাস থাকলেও নানান প্রতিকূলতায় তা আর করা হয়নি। অবশেষে ২০১৭ সালে পুরো দমে লিখালিখি শুরু করেন। 'শেষ খেয়ার যাত্রী এবং অন্যান্য' বইটির মাধ্যমে অনলাইনে খুব সহজেই জয় করে নেন হাজারও পাঠকের ভালোবাসা আর শ্রদ্ধার সিংহাসন। #রিভিউ: গল্পের বই আমরা কম বেশি সবাই পড়ি। নিছক ভালো লাগা নয়। কারও কারও কাছে গল্পের বই পড়াটাও একটি নেশা। আর এই নেশাটাকে যদি শিক্ষণীয় কোনো কাজে লাগানো যায় তবে ক্ষতি তো নেই বরং পুরোটা লাভ। যদি আপনাকে বলি চলেন স্কুল কলেজের পাঠ্য বইয়ের মতো আপনারা কিছু শিখবেন। তবে আমি নিশ্চিত খুব কম মানুষই মনোযোগ দিবেন। আর যদি বলি চলেন আপনাকে একটা গল্প বলি। তবে দেখা যাবে গল্প শুনতে অনেকেই বসে গেছেন। লেখক তার এই গল্পের বইটিতে ছোট ছোট অনেক গল্প লিখেছেন। আর মজার বিষয় হচ্ছে প্রতিটা গল্পেই শিক্ষণীয় কিছু রেখে গেছেন। শেষ খেয়ার যাত্রী, ভালো থাকিস পাগলী এই দুটি গল্প যে কতটা হৃদয়স্পর্শী তা জানতে হলে আপনাকে অবশ্যই বইটি পড়তে হবে। #ব্যক্তিগত মতামত: সহজ কথায় গল্প বলতে শিক্ষা দেয়া। কখনও বা গল্পের মাঝে ডুবে যাবেন অথবা কোনো গল্পে কাউকে খুঁজবেন। এমন মনের খোড়াক জোগাতে এই বইটির কোনো বিকল্প নেই। বইটি একবারের জন্য হলেও পড়ে দেখুন। -নাতাশা বিনতে নিশা
Was this review helpful to you?
or
মুরাদ ভাইয়ের সম্পর্কে নতুন করে বলার মত কিছুই নেই। উনার রম্যগল্পগুলো বরাবরই ভালো হয়। এই বইয়েও তার ব্যতিক্রম হয়নি। গল্পগুলো সাধারণ,কিন্তু ভাবার্থ অসাধারণ। সাধারণের মাঝে অসাধারণ একটা বই!