User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নাম- বাণ লেখক- রাফাত শামস প্রকাশনী- বাতিঘর প্রকাশনী পৃষ্ঠা সংখ্যা- ৯৪ মুদ্রিত মূল্য-১৪০ একটি প্রাচীন বাড়ি । অনেক অনেক কাল আগের। স্বর্ণালি অতীতকে ধারণ করে টিকে আছে এখনো। একটি সিনেমা হাউজ বাড়িটি ভাড়া নিল সিনেমার শুটিং এর জন্য। কিন্তু শুটিং এর সময় ঘটতে থাকলো নানা বিপত্তি। খুব অশুভ অতীতও নাকি আছে এ বাড়িটির। এরই মধ্যে ঘটে এক ভয়ংকর ঘটনা। শরণাপন্ন হতে হল এক আধিভৌতিক বিশেষজ্ঞ এর। তারপর? পাঠ পতিক্রিয়া- হরর পড়া একদমই হতো না আমার। অল্পকিছুদিন আগে শুরু করেছি। তাই এখনো এ জনরার ব্যাপারে বেশি কিছু জানি না। তবে যদি বলতে হয় তাহলে বলব বইটি উপভোগ্য। লেখনী ভালো লেগেছে। প্রথম বই হিসেবে বেশ ভালোই।
Was this review helpful to you?
or
☆☆☆
Was this review helpful to you?
or
নাম জেনেই পড়ার প্রতি আগ্রহ জন্মেছিল, সাথে ছিল বইয়ের পিছনের কাহিনী সংক্ষেপ। কিন্তু বই হাতে পেয়ে ভাবলাম এতো পাতলা বই? যাই হোক পড়া শুরু করলাম। কাহিনী ভালোই ছিল কিন্তু পান্ডবদের গোপন ঘাঁটি নিয়ে খুব বেশি কিছু পেলাম না তবে আশা করেছিলাম। নায়না, নখড়া শব্দগুলো যতদূর জানি বিজাতীয় ভাষা। দেশীয় শব্দ ব্যবহার করলেই ভালো হত বলেই মনে হয়। আবিরকে বেশি ভালো লেগেছে, করিতকর্মা/করিৎকর্মা ছেলে। সাদি-ও ভালো। আর অরণ্যকে মনে হয়েছে যে যেমন সে তেমন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মামুন সম্পর্কে আরও জানার ইচ্ছে ছিল। সিক্যুয়েল/প্রিক্যুয়েলে জানা যাবে নাকি?