User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আরেকটু ভালো লিখে বই বের কইরেন ভাই, কত আগে কিনেছি
Was this review helpful to you?
or
Amazing book. programming a jara aste chai tader sobar ucit ei book tah pora.
Was this review helpful to you?
or
??????? ৬৮ পৃষ্ঠার ছোট একটি প্রোগ্রামিং গাইডলাইন বই। প্রোগ্রামিং কেনো শিখব, কীভাবে শিখব, কী কী প্রোয়োজন ইত্যাদি বিষয় বস্ত নিয়ে লেখা। তামিম শাহরিয়ার স্যারের যেহেতু অন্যান্য বই পড়া শেষ তাই ভাবলাম এটা কেনো বাদ রাখবো, এটাও পড়ে শেষ করে পেলি। তাই পড়ে পেললাম। আমার কাছে বইটি অন্যান্য প্রোগ্রামিং গাইড লাইন বইয়ের মত মনে হয়েছে। এছাড়া এই বইয়ে গাইড লাইন বাদেও লেখক শেষ দিকে নিজের প্রোগ্রামিং জার্নি শেয়ার করেন। সেখানে ছোট একটা বিষয় লক্ষ্য করা যায় যে লেখক উনার জীবনে কখনই একটি নির্দিষ্ট Programming Language এর দিকে লেগে থাকেন নি বরং প্রোগ্রামিং এর বিভিন্ন concept এর উপর বেশী মনোযোগ দিয়েছেন, যেমন : object oriented programming, problem solving, data structure and algorithm ইত্যাদি। কথাই আছে না বিভিন্ন Programming Language এর syntax বিভিন্ন রকম হলেও Programming এর concept সব সময় একই থাকে।
Was this review helpful to you?
or
So very helpfull
Was this review helpful to you?
or
very good
Was this review helpful to you?
or
বইটি ভালো ছিলো তবে মাঝখানে কিছু পৃষ্ঠা বাদ পড়ে গেছিলো।
Was this review helpful to you?
or
All books are very informative and easy to learn from these books. Love it, looking forward to buy more books.
Was this review helpful to you?
or
All's good
Was this review helpful to you?
or
বইটি অনেক দ্রুত পেয়েছি । পড়ে দেখলাম অনেক ভালো একটা বই
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Good. Recommend to buy.
Was this review helpful to you?
or
অনেক ভাল গাইডলাইন দেওয়া আছে
Was this review helpful to you?
or
Nice guide for the beginners
Was this review helpful to you?
or
I love these book
Was this review helpful to you?
or
শিখতে হলে পড়ার বিকল্প নাই, কষ্ট তো আপনাকে করতেই হবে তবে একটি সুন্দর মানেই বই অনেক অংশেই আপনার সেই কষ্ট একটু কমিয়ে দিতে পারে এই জা! আপনি যদি প্রোগ্রামিং এ একেবারে নতুন হন তবে গল্পের ছলে কিছু জানা সাথে সাথে প্রোগ্রামিং এর গোড়ার কথা বা সাধারণ কিছু তথ্য ও দিকনির্দেশনা সম্বলিত একটি বই: প্রোগ্রামিং এর আশ্চর্য জগত - তামিম শাহরিয়ার সুবিন এর লেখা বইটি পড়তে বলবো, খুবই সুন্দর করে বলা hoyeche সেখানে নতুন দের কোন দিকে কিভাবে যাওয়া উচিত কিভাবে প্রোগ্রামিং এর পথে পা বাড়ালেন লেখক নিজে সে গল্প টি ও বাদ দেননি তিনি। এক কথায় আমার কাছে বইটি ভালো লেগেছে পড়ে দেখতে পারেন। দ্বিতীয়তঃ আপনার যদি একটু হাত খড়ি থেকে থাকে তবে আপনি C এবং তারপর C শিখুন তাতে করে যদি কোন প্রোগ্রামিং প্রতিযোগিতায় যেতে চান তবে উপকারে হবে। কেননা প্রতিযোগিতার অধিকাংশ ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ দুটি বেশি ব্যবহৃত হয়, এছাড়া অনেকে বলে বেশ পুরানো এগুলো সেক্ষেত্রে আপনি যদি এন্ড্রোয়েড অ্যাপস ডেভেপমেন্ট নিয়ে কাজ করতে চান তবে শিখুন java (OOP সহ) যদি এটি ও আপনার পছন্দ না হয় তবে যুগের সাথে তাল মিলিয়ে পাইথন শিখতে পারেন কেননা এটিই একনকার বহুল আলোচিত ও ব্যাবহারিত ল্যাঙ্গুয়েজ। তবে ব্যাক্তিগত ভাবে আমি আপনাকে বলবো আপনি C শিখুন তারপর C আর আমি মনে করি, এটি হবে আপনার সর্বোৎকৃষ্ট সিদ্ধান্ত। আর হ্যা, আরও কোন প্রশ্ন থাকলে আমাকে জানাতে দ্বিধা বোধ করবেন না আশা করি আপনাদের পাশে থাকবো (চাইলে ফলো করে রাখতে পারেন তবে সেটা optional ?) http://facebook.com/swdrana। ধন্যবাদ?
Was this review helpful to you?
or
a good book. it will let you know about the programming culture of Bangladesh as well as the world. i found it so useful. because, before using it i had not that much idea about the programming contests happen around us. i knew about the awesome platforms of programming. i recommend this book if you want to know about the programming society
Was this review helpful to you?
or
সেই একটা বই।একটা মানুষকে কম্পিউটার এর প্রোগ্রামিং জগৎ এ আসার আগে এই বইটা একবার পড়া দরকার।অসাধারণ লেখা অল্পতে বুঝা যায় বিষয় গুলো। ধন্যবাদ সুবিন ভাইয়া
Was this review helpful to you?
or
আমাদের দৈনন্দিন জীবনে প্রোগ্রামিং কতটা গুরুত্তপূর্ণ হতে পারে এবং এই জিনিসটা আসলে কি লেখক তা খুব স্পষ্ট ভাবে বুঝিয়ে বলেছেন , যার ফলে নতুন জারা এই পেশায় আসবে তারা সবাই এই প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারবে। এর ফলে তারা এটিকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে পারবে।
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
Excellent awesome Book
Was this review helpful to you?
or
আলহামদু লিল্লাহ্ বইটি পড়ে আমার অনেক না জানা কিছু জানা হয়েছে , শুকরিয়া জানাই তামিম শাহরিয়ার সুবিন ভাইকে । এবং অনেক অনেক শুভেচ্ছা রকমারি (টিম ) কে। খুবই ভালো ১টি বই
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং এর প্রতি আগ্রহি সবাইকে প্রোগ্রামিং কি জিনিস বুঝতে সাহায্য করবে, এই বই।
Was this review helpful to you?
or
Iam very interested
Was this review helpful to you?
or
বইয়ে প্রোগ্রামিং কিভাবে আগাতে হবে,কিভাবে প্রোগ্রামিং এর হাত ধরে সামনে যেতে হবে এর ভাল খারাপ সবদিক তুলে ধরা হয়েছে। আর প্রোগ্রামিং এর বইয়ে তামিম ভাইয়ার লেখা অবশ্যই বেস্ট।
Was this review helpful to you?
or
This book is very nice
Was this review helpful to you?
or
বিসমিল্লাহির রাহমানির রাহীম। তথ্যের এই সহজলভ্যতার যুগে প্রোগ্রামিং শিক্ষতে আশা নতুন শিক্ষার্থীদের সঠিক গাইড লাইন পাওয়া খুবই দুস্কর। ভুল ভাবে প্রোগ্রামিং শেখার মাধ্যমে তাদের ভবিষ্যৎ হুমকি মুখে পড়তে পারে। তাই তামিম শাহরিয়ার সুবিনরের প্রোগ্রামিংয়ের আশ্চর্য জগৎ বইটি হতে পারে একটা ভাল বিকল্প। একজন শিক্ষর্থীর প্রোগ্রামিং শেখা থেকে শুরু করে সেরা প্রো গ্রামার (superior programmer) হওয়া পর্যন্ত এই বইটি হতে পারে তার সঙ্গি। বইটি পড়ার মাধ্যমে পাঠক যানতে পারবে প্রোগ্রামিং শেখার সঠিক এবং পরিক্ষিত ধাপ। যানতে পারবে প্রোগ্রামিং কি, কেন, কেন প্রোগ্রামিং শিখব? কিভাবে শিখব? কোন ভাষা প্রথমে শিখব? কতটুকু শিখব? কোথা থেকে শিখব? শেখার পরে কী করব? ইত্যাদি। আরও পড়ুন: https://shihabmahamud.medium.com/প্রোগ্রামিংয়ের-আশ্চর্য-জগৎ-বই-রিভিউ-92d6be821a58
Was this review helpful to you?
or
the book is very useful and helpful for the students who want to understand the programming concept and arena.
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং শিখার শুরু থেকেই বা শিখতে চাইলে অনেক অনেক প্রশ্ন মাথায় আসে....বইটি পড়ে এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে...অনেক দরকারী একটা বই..যার থেকে কিভাবে কি করতে হবে অনেক ধারনা পাওয়া যাবে...আমার মনে হয়,নতুন প্রোগ্রামার দের বইটি অবশ্যই অবশ্যই পড়া উচিৎ!
Was this review helpful to you?
or
বর্তমানে স্কুলের শিক্ষার্থি রা অনেক বেশী আগ্রহী কপম্পীউটার প্রোগ্রামিং এ। কিন্তু আসলে তারা সঠিক গাইড পায় না এবং এর সম্পর্ক জানতে চেস্টা করেও অনেক সময় সঠিক তথ্য পায় না। এই বই টি পড়ার পর মনে হয় সবারি Programming এর basic সম্পর্কে আরো স্বচ্ছ ধারনা চলে আসবে এবং বুঝতে পারবে কিভাবে শুরু করতে হবে এবং পরবর্তি পর্যায়ে কি করা যেতে পারে। বইটিতে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে এসব তুলে ধরা হয়েছে। বইটি পড়া আমি মনে করি সবার জন্যে অবশ্যক কেননা, বইটি পরে প্রোগ্রামিং না শিখতে পারলেও প্রোগ্রামিং সম্পর্কে পরিস্কার ধারনা পাওয়া যাবে।
Was this review helpful to you?
or
আমাদের সমাজের বর্তমান তরুণেরা কম্পিউটার প্রোগ্রামিং কে গট বাধা কঠোর ও খটকা ভেবেই শেখার সাধনা থেকে বেরিয়ে আসে। যার ফলে অনেক মেধাবী তরুণরাই ক্ষমতা থাকা সত্বেও ব্যর্থ হচ্ছে নতুন কিছু করতে। অথচ প্রোগ্রামিং কিন্তু মোটেও গৎবাঁধা কোনো বিষয় নয়। এটা অত্যন্ত আনন্দদায়ক একটা বিষয়। এই প্রোগ্রামিং জগতের মাঝে আশ্চর্য হওয়ার মত অসংখ্য দিক আছে। আমরা কখনো এসব মজা গুলো খুজি না। আর এই আশ্চর্য হওয়ার দিক গুলোকেই সুবিন ভাইয়া তার "প্রোগ্রামিং এর আশ্চর্য জগত" বইয়ে ফুটিয়ে তুলেছেন।