User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মহিউদ্দিন কাউসার এবার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেললেন। তিনি তার ডাক্তার পরিচয়ের, ডাক্তার স্বরুপের, ডাক্তারদের নিয়ে একটা বই লিখে ফেললেন। না হয় প্রেমের কাহিনী লিখতেন, লিখতেন দুর্ধর্ষ থ্রিলার। নাহ। অথচ বইমেলায় কয়জন ডাক্তার বই কিনেন? দেশের সাধারন জনগনকে অপরাধী বানিয়ে এই বই পড়লে, কেউ কী দ্বিতীয়বার আপনার বই কিনবে? প্রসংগ ডাক্তার রা কতটুকু এই বই কিনবে? আপনি এই বইতে ডাক্তার বা ইন্টার্ন দের নিয়ে যে কথা বলেছেন, তা কমবেশি আমরা জানি। সাধারন মানুষ জানেনা, মনে হয় জানতে চায় ও না। তোমাদের এত কষ্ট, ঠিকাছে, আমি ইন্ডিয়ায় যাচ্ছি। যে হতাশার কথা, যে অবিচারের সুবিচারের কথা লিখেছেন-তা প্রতিনিয়ত ফেসবুকে গ্রুপে চর্বিত চর্বন হচ্ছে। যাই হোক আপনি মনের ভাব প্রকাশ করেছেন, দুইটা মানুষ তো আপনার নামের জন্য হলেও বইটা কিনে কিছু বুঝবে। ডায়েরী স্টাইলে লিখে আরো কিছু সত্য বলার ও সুযোগ মিলেছে বৈকি। এবার নিজের কথা, আমি যে উপজেলায় কাজ করি, সেখানে গতবছরেও ডাক্তার শ্যামল ভাই ছিলেন, এলাকার স্থানীয়। এবং নরম মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এমনকি রোগীদের কথা চিন্তা করে তিনি চেম্বার ও লকরতেন না। কেননা ভিজিট নিবেন কার কাছ থেকে? তা, তার ভাগ্যে কি জুটল। দুই দুই বার হাসপাতালে অপমান ও মাইর। একজন নেতা আবার আমাকে গর্ব করে গল্প শোনান, যে তার মা হাসপাতালে পরের দিন কাদতে কাদতে এসে বলেছেন, তোমরা আমার ছেলেকে কি ফুটবল পাইছো, যে ইচ্ছা লাথি মারবা। আমিও স্থানীয়, আমিও লোকাল। কিন্তু আমি আগের থেকে শিক্ষা নিয়ে চলা ডাক্তার। আমাকে জয়েনিং এর আগের দিন হাসপাতালের লোকজন অভিনন্দন জানায় এভাবে, আপনার আগের লোকাল কিন্তু দুইবার মাইর খাইছে। বুঝেন অবস্থা। অবস্থা পরিস্থিতিতে উপজেলায় সরকারি মেডিকেল অফিসার আমি একাই এখন। বাকিরা সব অপমানিত হয়েছেন, বা অপমানের ভয়ে মান সম্মান নিয়ে পালিয়েছেন। দুই একজন নেতাদের সাথে ভাব রেখে সম্মানের সাথে গিয়েছেন। আমি তাই চেম্বার করি, রোগীর লোকদের আগেই শাসিয়ে রাখি। দুর্ভাগ্যবশত আমাকেও ডাক্তার রুমে হকি স্টিক, দা রাখার মনোভাব পোষন করতে হয় আর কি। উপন্যাসের শেষটা প্রসঙ্গে বলি, নেতারা সবসময়ই ঠিক। তারা যদি কাউকে প্রহার করেন, কোন দিক থেকে না থেকে তার কারন ও বের হবে। ৩৩ তম বিসি এসে যখন অনেক ডাক্তার তখন স্বাস্থ্যমন্ত্রী বললেন এলাকার ডাক্তারদের দ্বায়িত্ব নিজ এলাকার এমপিদের হাতে তুলে দিলাম। এমপি রাই তাদের দেখভাল করবেন, তাদের ট্রান্সফার করবেন। হুমকি ধামকি দিবেন। ডাক্তার সংকট। আমি আমার এমপি র কর্নপ্রহরে তা প্রবেশ করালাম। এমপি আকাশে তাকালেন। আসিতেছে ১০ হাজার ডাক্তারের নিয়োগ। তখন আমি ডাক্তার লইয়া আসিব। আপাতত আমি চাতক পাখির ন্যায় চেয়ে থাকি।
Was this review helpful to you?
or
♥️♥️প্লাবন.....মহিউদ্দিন কাউসার❤❤ প্রকাশনা....বর্ষাদুপুর। বইটি একবার পড়ে রিভিউ দিচ্ছি না, বেশ কয়েকবার পড়ে রিভিউ দিচ্ছি। অসাধারণ মানুষের অসাধারণ লেখা, কেউ মনে হয় এমন করে আমাদের দেশের মেডিকেলে পড়া স্টুডেন্টস এর জীবন নিয়ে লিখতে পারবেন না। লেখক সম্পর্কে শুধু এতটুকু বলব এমন মানুষ খুব জন্মায়। কারণ এরকম একটি লেখা লেখার জন্য যেমন চিন্তা ক্ষমতা দরকার তা সবার মধ্যে নেই। এতদূর চিন্তা করা মানুষ আমি কমই দেখেছি। সমস্যা,দু:খ,বেদনাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে, যে কারো ভাল লাগবে। যারা মেডিকেল এ পড়েন তাদের জন্য এটি একটি অনবদ্য সৃষ্টি। যারা ভাষার যথাযথ ব্যবহার করতে চান তাদের জন্য গ্রেট ক্রিয়েশন। প্রেম সম্পর্কে যেভাবে বলা হয়েছে আমার মনে হয় এরপর আর কিছু নেই। এই বইটি আমি সবসময় মাথার কাছে রাখি যেন একটু অবসর পেলেই পড়তে পারি। যারা এখনো প্লাবন বইটি পড়েননি তাদের কে পড়ার জন্য আমন্ত্রণ দিয়ে রাখলাম। সবশেষে শুধু এতটুকু বলব,প্লাবন বইটি না পড়লে আমি অপরাধ বোধে ভুগতাম।