User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
This is an excellent book written on the bast history of Indian culture and people for last thousand years. There are several short stories that takes place at different time periods. Each story embodies the culture and way of living of the respective time period in indian subcontinent. Highly recommended for anyone who is interested in indian history.
Was this review helpful to you?
or
ভোলগা থেকে গঙ্গা অসংখ্য ইতিহাস ও পুরাণ গ্রন্থের সহায়তায় লেখা। ভাল লাগার মূল জায়গাটা হল এঁর একেবারে নৈর্ব্যাক্তিক ভাবে বলা খুবই আবেগবহুল কাহিনী। বইয়ের একটা কথা মনে দাগ কাটেঃ "এই পৃথিবী যদি তার বুকে ঘটে যাওয়া সব কথা বলতে পারত তবে ইতিহাস অন্য রকম হত।- হুবহু এমন ছিলো না , স্মৃতি থেকে লিখছি। কিন্তু কথাটার ভাবটা এইরকমই ছিল"। আপাত দৃষ্টিতে সরাসরি অধ্যায়গুলি গল্পগুলির যোগাযোগ না থাকলেও আবার কোথায় যেন তারা ধারাবাহিক একটাই গল্প। প্রাচীন রাশিয়ান ঊনমানুষদের ধীরে ধীরে ভারতবর্ষে ছড়িয়ে পড়ার গল্প, আর্য জাতির উত্থানের গল্প, বৈদিক যুগের গল্প। সবার উপরে- মানুষের গল্প। ইতিহাস নৃতত্ত্ব ও বিদেশী পর্যটকদের ভ্রমনবৃত্তান্ত থেকে তথ্য উপাত্ত নিয়ে লেখক তার নিজস্ব ভঙ্গিতে গড়ে তুলেছেন ভোলগা থেকে গঙ্গা। এর শেষ রচনাটি শেষ হয়েছে এভাবে- " এখনও উঁচু নিচু জগতের মধ্যে যে বিভেদটুকু বজায় আছে আশা করি অদূর ভবিষ্যতে সে বিভেদও থাকবে না। সকলে মিলে সমান হয়ে যাবে সকলের পরিশ্রমলব্ধ ফসলের অন্ন সকলে গ্রহন করবে মিলেমিশে হাঁসিমুখে। যারা প্রাচীন ইতিহাস, সমাজ ও নৃতত্ত্ব ভালোবাসেন তাদের জন্যে সবসময় সাথে রাখার মত একটা বই এই ভোলগা থেকে গঙ্গা।
Was this review helpful to you?
or
শুরুতে মনে হচ্ছিলো কোনো Geographic Documentary শুরু হচ্ছে। আমরা Geographic টিভি চ্যানেলে যেমনটা দেখে থাকি। তবে কিছুদূর পড়ার পর ভুল ভাঙলো। লেখকের কল্পনা শক্তি প্রখর। প্রাগৈতিহাসিক যুগের গল্পগাথা বলা হয়তোবা সাহিত্যিকের কাছে সহজ তবে History ও Sociology এর সাথে তাল মিলিয়ে বর্ণনা করা ব্যাপারটা অতটা সহজ নয়। ভাবতেও অবাক লাগে যে ৬০০০ খ্রিস্টপূর্বের সামাজিক প্রেক্ষাপট নিয়ে গল্প তাও সেটা সমাজবিজ্ঞানের সাথে তাল রেখে। 'ভোলগা থেকে গঙ্গা' নাম শুনে মনে হতে পারে এটা ভোলগা নামক স্থান থেকে গঙ্গা পর্যন্ত ভ্রমন গল্প। আসলে ঠিক সত্যিকার অর্থে ভ্রমন কাহিনী না হলেও, পাঠকের মন কে ভ্রমণ করানো হয়েছে যুগ থেকে যুগান্তরে। বইটি দুই খণ্ড মিলিয়ে মোট ২৯ টি গল্পের সমাহার। আর বলা হয়ে থাকে এই গল্প গুলো আর্যদের ভোলগা থেকে গঙ্গায় আসার ইতিহাস। তবে শুধু ইতিহাস আমি বলবনা আমি বলবো এটি Historical Fiction. আর Fiction বলেই হয়তো বইটি প্রকাশের পর থেকেই প্রচুর আলোচিত আর সমালোচিত. গল্পগুলোর সময়ের রেঞ্জ ৬০০০ খ্রিস্টপূর্ব থেকে ১৯৪২ সাল পর্যন্ত. প্রাগৈতিহাসিক গল্পগুলো বোধহয় পুরোপুরি লেখকের মস্তিষ্কপ্রসূত (সমাজবিজ্ঞানের সামঞ্জস্যতা রেখে) আর পরবর্তী যুগের গল্পগুলো বিভিন্ন সোর্স থেকে নেয়া যেমন : বেদ, মহাভারত, পুরান, বৌদ্ধ শাস্ত্র প্রভৃতি। ইতিহাস ও সমাজবিজ্ঞানের যথেষ্ট জ্ঞান না থাকায় আমার অনেক বিষয়বস্তু পরিপাক হয়নি বটে তবে সত্যি বইটি সমালোচকদের উৎকৃষ্ট 'আহার্য বস্তু' বলেই মনে হয়। বি: দ্রু: ভোলগা রাশিয়ার জাতীয় নদী এবং য়ুরোপের দ্বিতীয় বৃহত্তম নদী. রাশিয়ানরা নদীটিকে ভোলগা মাতুসকা(ভোলগা মা) বলে সম্বোধন করে।