User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটা বই। অনেক ভালো লেগেছে। ❤️?
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_নভেম্বর (২) বইঃ নিজস্ব কারাগার লেখকঃ অসিত দেবনাথ অন্তু প্রকাশকঃ বাংলার প্রকাশন পৃষ্ঠাঃ ৪৮ মূল্যঃ ১৩৫টাকা কবি পরিচিতিঃ অসিত দেবনাথ অন্তুর ঠিকানা পৃথিবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। তিনটি প্রেমিকা নিয়ে বেশ সুখে আছেন। ভাবছেন যেখানে একটা প্রেমিকাকে সময় সুখে থাকা মুশকিল সেখানে তিনটা প্রেমিকা কে সময় দেয়া! জ্বি উনার ক্ষেত্রে এটিই সত্য। কবিতা, রাজনীতি ও পদার্থবিজ্ঞান এরাই হলো উনার তিন প্রেমিকা। বেশিরভাগ কবিই জীবন নিয়ে উদ্বিগ্ন হয় না, বিশেষ চাওয়া পাওয়াও তাঁদের থাকে না। উনিও উনার জীবন নিয়ে উদ্বিগ্ন নন। কারণ উনার ভাষায়ঃ- "একদিন সব ক্লান্তি শরীরে মাখিয়ে হিসেবের খাতা চেয়ে থাকবে মৃত মাছের চোখের মতন; আমি নিদ্রার চেষ্টায় অনিদ্রায় কাটানো রাতের পর দুপুরবেলায় জেগে দেখবো, মরে গেছি।" নিজস্ব কারাগার বইটি একটি কবিতার বই। পৃথিবীরতে যখন গদ্য বলে কিছু ছিলো না, তখনো কিন্তু কবিতা ছিলো। মানুষ মনের ভাব প্রকাশ করতো কবিতা লিখে। কত বিখ্যাত কবি এই কবিতার মাধ্যমেই তাঁদের ভাব প্রকাশ করে গেছেন। হাজার বছর আগে অন্ধ কবি হোমার লিখে ফেলেছেন ইলিয়াড ও ওডিসির মত মহাকাব্য। এছাড়া মহাকবি আলাওল, মহাপণ্ডিত কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত এনারা তো কবিতার মাধ্যমেই প্রতিষ্ঠা পেয়েছেন। নজরুল কবিতার মাধ্যমে বিদ্রোহ করেছেন, জীবনানন্দ জাগিয়েছেন প্রকৃতিপ্রেম। কিন্তু এখন আমরা এই যুগে বসে সেই কবিতাকেই ভুলে বসে আছি। এখন মেলায় কবিতার বই কম বিক্রি হয়। কবি অসিত দেবনাথ এর মতে, "কবিতার জীবন বড় অদ্ভুত। সিংহভাগ লোক কবি আর কবিতাকপ বাতিলের খাতায় ফেলে রাখে। কবিদের বখাটে, নিষ্কর্মা ইত্যাদি বিশেষায়িত করে নির্মল আনন্দ পায়। আবার একই সময়ে প্রেমে পরে। নব্য প্রেমিক-প্রেমিকাকে নিয়মমাফিক কোনো কবির দু'চারটে লাইন লিখে পাঠায় এবং একসময় মনে হয় আরে! এসব তো আমারই কথা!" নিজস্ব কারাগার কবিতার বইটি কবির একক কবিতার বই। এটা সম্ভবত উনার প্রথম বই। এখানে ভিন্ন সাধের মোট ৩০টি কবিতা রয়েছে। কবিতার বইয়ের রিভিউ লেখা খুব সহজ কিছু নয়। আর আমি এর আগে কখনো কবিতার বইয়ের রিভিউ লিখিনি। এটাই প্রথম। "সকরুণ সাধ, আমাদের একটা নিজস্ব কারাগার থাকবে। আমরা আজীবন কয়েদি থাকবো।" অধিকাংশ কবি লেখকরা বোধহয় নিজের চারপাশে একটা দেয়াল তৈরি করে, সেখানেই তাঁরা তাঁদের নিজস্ব জগৎ তৈরি করে। পরিশেষে কবির ভাষায় বলতে হয়:- "শেষরাতের ঘুম মস্তিকের চিৎকারে ভেঙে যায়। রাতের শেষ চিৎকারটি দিয়ে ঘুমানোর অভিনয় করি আমি।" কবিতা প্রেমী লোকদের আশা করি বইটা ভালো লাগবে খুব।