User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটিতে নিখুত বর্ণনা রয়েছে প্রথম সুলতান থেকে অষ্টাদশ সুলতান পর্যন্ত। বিভিন্ন রকমের তথ্যসম্বলিত একটি বই কোনো সন্দেহ নেই। তবে আপনি যদি অটোমান নিয়ে একটি ওভারভিউ নলেজ পেতে চান তবে বইটি আপনার জন্য নয়। ডিটেইল্ড স্টাডি করার ইচ্ছা থাকলেই বইটি কিনতে পারেন। বইটির লেখার ধরণ ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি, সাবলিল ভাবে লেখার চেয়ে তথ্যের বাহুল্যতাকে প্রাধান্য দেয়া হয়েছে বেশি। আমার মতে, একজন পাঠক তখন ই এটি পড়তে সাচ্ছন্দ্য অনুভব করবে যখন সে অটোমান সম্বন্ধে আগে থেকেই মোটামুটিভাবে জানে, ইন্টারমিডিয়েট লেভেলের নলেজ যাদের আছে তাদের জন্য বইটা, বিগিনার দের জন্য নয়।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি। লেখকের যুদ্ধের বর্ণনা ভঙ্গি অত্যন্ত চমৎকার। বইটিতে ওসমানী সুলতানদের নানা জানা অজানা তথ্যে পরিপূর্ণ। ইতিহাস পড়ায় ইচ্ছুকদের জন্য বইটি highly recommended!
Was this review helpful to you?
or
খুব সুন্দর বই বইটি পড়ে ইসলাম সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়েছি
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
বাংলাদেশের লেখক। সেরা বই উসমানী সাম্রাজ্যের ইতিহাস নিয়ে
Was this review helpful to you?
or
বইগুলো অসাধারণ
Was this review helpful to you?
or
দুটো বইয়েরই প্যাকেজিং খুব ভালো হয়েছে। বইগুলোর পৃষ্ঠাগুলোও ভালো ও লেখাগুলোও সুন্দর।
Was this review helpful to you?
or
সুন্দর বই
Was this review helpful to you?
or
আমার মতো পাঠকের জন্য দামটা একটু বেশি হলেও উসমানি সাম্রাজ্য সম্বন্ধে প্রবল আকর্ষণ ও অথেনটিক তথ্য জানার জন্য জমানো টাকা দিয়ে অত্যন্ত আগ্রহ নিয়ে বইটা কিনেছিলাম। কিন্তু আফসোস!প্রায় ৭০০ পৃষ্ঠার বইটিতে কেবল সুলতানদের নামকরণ(পঞ্চদশ সুলতান ১ম মোস্তফা পর্যন্ত),তাদের পরিবার সম্বন্ধে ঈষৎ বর্ণনা আর প্রায় পুরো বই জুড়েই ছিল যুদ্ধ আর অবরোধের বর্ণনা। যুদ্ধে-অবরোধের তথ্যগুলো রেফারেন্সসহ নিরপেক্ষভাবে(মানে যতটুকু সম্ভব কেননা কোনোকিছুইতো সম্পূর্ণ নিরপেক্ষ হয়না) দেওয়া হলেও বর্ণনাভংগি ছিল সম্পূর্ণ বিরক্তিকর ও কেমন জানি ঘুম-ঘুম ভাব;যেন লেখক মুখস্থ করে সব বলে দিচ্ছেন।অথচ সবার জানা কথা অটোমানদের একেকটি যুদ্ধ বা অবরোধ ছিল লোমহর্ষক,যুদ্ধে ব্যাবহৃত হত অভিনব সব রণকৌশল ও আশ্চর্য সব প্রযুক্তি এবং অভিযানগুলো রীতিমতো রক্তে আগুন জ্বালিয়ে দেয়ার মতো।উদাহরণস্বরূপ ভার্নায় ক্রুসেডে বিজয়,আংকারায় শোচনীয় পরাজয়,কন্সটান্টিনোপোল বিজয়,মামলুকদের পতন,চালদিরান যুদ্ধ,রোডস দ্বীপ অধিকার,মোহাচ যুদ্ধে বিজয়,বেলগ্রেড অধিকার,ভিয়েনা অবরোধ,প্রিভেজায় অভূতপূর্ব নৌ-সাফল্য,ওট্রান্টো ও লিপান্টোর নৌঅভিযান,১৬৮৩ সালে পুনরায় ভিয়েনায় ব্যার্থতা ইত্যাদি দুর্ধর্ষ ও অকল্পনীয় সব অভিযানের বর্ণনা পড়তে গিয়ে তাদের প্রেক্ষাপট ও তথ্যের ধারাবাহিকতায় খেই হারিয়ে ফেলতে হয়। তাছাড়া সাম্রাজ্যের সমাজ-সংস্কৃতি,কৃষি,পরিবারব্যাবস্থা,মূল্যবোধ,আইন-বিচারব্যাবস্থা,প্রশাসন,শিক্ষাব্যাবস্থা,সালতানাত,আঞ্চলিক রাজনীতি,নাগরিক সুবিধা,সাম্প্রদায়িক অবস্থা,ধর্মীয় অবস্থা,সাম্রাজ্য সুসংহতকরণ ইত্যাদি সম্বন্ধে ন্যুনতম ধারণাও নেই।এগুলো সম্বন্ধে কিছু তথ্য আশা করেছিলাম।তাছাড়া এতে করে বইয়ের নামকরণের স্বার্থকতাও প্রশ্নবিদ্ধ হয়,কারণ সাম্রাজ্যের উথ্যান কি কেবল যুদ্ধাভিযানে জয়লাভের দ্বারাই হয়ে থাকে? তবে এগুলো সব ব্যাক্তিগত মতামত,যুদ্ধাভিযান-অবরোধ ছাড়াও আরো বেশি কিছু জানার জন্যই কিনেছিলাম,কিন্তু তারপরও কিছুটা ভালো লাগতো যদি অভিযান-অবররোধের বর্ণনাগুলো আরো একটু সুখাপাঠ্য করে উপস্থাপন করা হতো। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
চমৎকার বই।