User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পুরা ডিপ্রেসিভ বই, দুই লাইনের বাক্য ৪ পেজ ভরে লিখেছেন। কাহিনী সাজাইছেন স্কুল থেকে ইউনিভার্সিটি। শুরুর দিকে ভালো গতিতে যাচ্ছিল কিন্তু পরে তার স্বাদ ভালো পাওয়া গেল না। রিভিউ দেখার পরেই কিনেছিলাম কিন্তু জিনিস নিজে পড়ে বোঝা যায়। যাই হোক লেখার ধরন ভালো, সে হিসেবে ভালো লিখেছেন বলে সাধুবাদ জানাই।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর বইয়ের নাম: অস্পৃশ্যতা লেখকের নাম: নজরুল ইসলাম প্রকাশনির নাম: বাতিঘর প্রকাশনী পৃষ্ঠা সংখ্যা: ২৫৫ মুদ্রিত মূল্য: ২৪০ টাকা রিভিউ রেটিং: ৪.৫/৫.০ জনরা পরিচিতি: সাসপেন্স থ্রিলার : থ্রিলারের অনেক গুলো শাখার মধ্যে মার্ডার মিস্ট্রি নিয়ে লেখা হয়েছে অনেক বই।এই বইটিও সেই ধাঁচের।সেক্ষেত্রে আমরা এই বইটিকে থ্রিলারের একটি সাবজনরা সাসপেন্স থ্রিলার বলতেই পারি।যেখানে প্রতি পাতায় পাতায় টুইস্ট না থাকলেও চলে। তবে একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করেই গড়ে উঠতে পারে আগাছার মতো অনেকগুলো জটিল বিষয়।লেখক নজরুল ইসলামের ''অস্পৃশ্য'' তে আপনি খুঁজে পাবেন তেমনি এক কাহিনী।গৎবাঁধা মিস্ট্রি বা কেস সল্ভড নয়, বরং যেখানে পাঠককে কিছুক্ষন ভাবতে হবে, আসলেই ব্যাপারটা কি হতে চলেছে।সাসপেন্স যেহেতু থ্রিলারের মূল, আপনাকে নড়ে চড়ে মাঝে মাঝেই বসতেই হবে।তো বোঝা গেছে, সাসপেন্স হজম করতে হলে চোখের পলক ফেলা যাবে না, বইয়ের শেষটা অব্দি।ওকে। সারসংক্ষেপ - তদন্ত চলছে। সিলিঙের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল জামাল আহমেদের লাশ। জামাল সাহেব নিজেও লোকটা ভালো ছিলেন না। জুয়ার আড্ডা, আর অবৈধ উপায় টাকা, এই তার পরিচয়। তবুও পুলিশের কেস স্টাডিতে সবাই আত্নহত্যা বলে চালিয়ে দিতে চাইলেও মানতে নারাজ তরুণ সাব-ইন্সপেক্টর ফাইয়াজ। বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য, যা মেলাতে গেলে বেরিয়ে যাবে অনেক গুমোট সত্য।স্বামীর খুনির সন্দেহভাজন হত্যাকারীকে প্রতি মাসে টাকা পাঠাতেন আফসানা আক্তার। ছেলের নিখোঁজ হওয়া নিয়ে যার মাথা ব্যাথা নেই। এদিকে হোমিসাইড ডিটেকটিভ ফারুক আবদুল্লাহ, ডিটেকটিভ চিফ হওয়ার বদলে অবসরে আছেন। আট বছর আগে ধামাচাপা পড়ে যাওয়া এক হত্যার তদন্ত তাকে অপরাধবোধে আষ্ঠেপৃষ্ঠে খাচ্ছে। চলছিল দিন জীবনের নিয়মে। কিন্তু জামাল আহমেদ-এর কেসটা নিয়ে কি তবে ফাইয়াজ সাহেব একটু বাড়াবাড়িই করে ফেলছেন? আফসানা আক্তার কোন গোপন সম্পর্ক চাইছেন লুকাতে? সম্পর্কগুলো কি তবে আবার এলোমেলো করে সাজাতে হবে? পুরোনো কাসুন্দির মতো আবার আট বছর আগের কেসটা কি তবে ঝাঁঝালো হয়ে উঠবে? উত্তর মেলাতে আবির আহমেদ,রিয়ান খান, লাবনী শারমিন, ফারজানা আলম সবাইকে ইন্সপেক্টর ফাইয়াজ-এর সবগুলো ধাপ পেরিয়ে যেতে হবে। আর পাঠককে এক রুদ্ধশ্বাসে সলভ করতে হবে মিস্ট্রি। সবই যেন ধোঁয়াশা, এ যেন এক অস্পৃশ্যতা। সত্যি যা শুধু অনুভব করা যায় কিন্তু ধরা যায় না। এ কি চক্রবুহ্য-এর মতোই দুর্ভেদ্য? নাকি তরুণ বয়সে যা পারেননি ,বৃদ্ধ বয়সে কি তা পারবেন প্রাক্তন হোমিসাইড ডিটেকটিভ ফারুক আবদুল্লাহ? নাকি সাব-ইন্সপেক্টর ফাইয়াজ মেলাতে পারবে জটিল অংকের ধাঁধা? #পাঠ_প্রতিক্রিয়া: সত্যি টুইস্ট ভরা ব্রিলিয়ান্ট স্টোরি। ব্রিলিয়ান্ট, মাইন্ডব্লোয়িং ওয়ার্ক। বইটি জাপানিজ থ্রিলার-কিং কিয়েগো হিগানিশিনো-র 'জার্নি আন্ডার দ্য মিডনাইট সান' অবলম্বনে লেখা, কিন্তু এর শক্তপোক্ত গাঁথুনি আর সমন্বয় আসলেই বাংলা ভাষায় থ্রিলারে অনন্য সংযোজন। বইটি প্রত্যেকটা বাক্য খুব স্বতঃস্ফূর্ত।এক নাগাড়ে অনেকটা বই বসে পড়েfela যায়।দ্বিতীয়বার আমাকে পেছনে পড়তে হয়নি। খন্ড খন্ড অনেক ঘটনার সাথে ধারাবাহিকতা আর টাইমিং ঠিক রেখে লেখক খুব ভালো ভাবেই এগিয়েছেন। প্রথম থেকেই কাহিনী ধরে বুঝে চলতে বিশেষ বেগ পেতে হয়নি।বরং প্রত্যেকটি চরিত্র আলাদা করে মনেই আটকে ছিল। চরিত্রের নাম পছন্দের ব্যাপারটাও বেশ প্রশংসনীয়।আমার থ্রিলার বরাবর পছন্দ। আর ছন্দপতন হলে ভালো লাগে না। লেখকের কিছু কাজ আমি পড়েছি। তার সাথে তুলনা করলে লেখার মান আসলেই ভালো ছিল। শেষ পাতা পর্যন্ত মনোযোগ ধরে রাখতে সক্ষম, যদিও অনেক থ্রিলার পড়ার অভিজ্ঞতা থাকলে আপনি ধরতে পারবেন মূল খলনায়ক কে বা করা, সেটা ভিন্ন কথা। তবে থ্রিলার যেহেতু তাই আরো টান টান উত্তেজনা থাকা বাঞ্চনীয়। একেবারে ঘেমে নিয়ে যাবে পাঠক, ঘুমের ঘোরেও বইয়ের রেশ থাকবে। আর সেই প্রত্যাশা আগামী দিনের জন্য। বাতিঘরের বইতে যে ভুলটি দেখা যায় তা এই বইতেও আছে।আর তা হলো বানান ভুল।মজার ব্যাপার হলো প্রচ্ছদ দেখে রোমান্টিক মনে হলেও এটি দুর্দান্ত থ্রিলার।কিন্তু পাঠ শেষে আপনাকে বলতেই হবে প্রেমেরই নাম বেদনা।............. মাস্ট রিড এন্ড হ্যাপি রিডিং
Was this review helpful to you?
or
লেখনি বড় না হয়ে যতটা একাগ্রতা ধরে রাখবে গল্প ততটাই প্রানবন্ত আর পাঠক মুখি হবে। যদিও একজন লেখক বা লেখনী সম্বন্ধে সমালোচনার মত জ্ঞান কিংবা যোগ্যতা কোনটাই নেই তবু পাঠক হিসেবে আকাংখা গুলো বলা ধন্যবাদ।