User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারন কাহিনি। জেমস রোলিন্স তার এই বইয়ের মাধ্যমে তার জাত চেনালো। দুর্দান্ত এক থ্রিলার।
Was this review helpful to you?
or
Concept was good.. enjoy my time to reading it.
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
I am a huge fan of triller and horror. So I really enjoyed this book very much. This book is the first part of the trilogy. So I am eagerly waiting for the other books. Unfortunately those are not translated and published in bengali yet.
Was this review helpful to you?
or
ডক্টর ইরিন গ্রেঞ্জার কাজ করছিলেন তার টিম নিয়ে । হঠাত করেই তাকে উড়িয়ে নিয়ে আসা হয় এক রহস্যের সমাধানের জন্য । তার সাথে এক সৈনিক সার্জেন্ট জর্ডান স্টোন । তার সাথে ছিল ফাদার রন করজা । তার ভূমিকম্প হয়ে যাওয়া এক এলাকায় রহস্যের অনুসন্ধানে এসেছে । তবে ফাদার একটু কেমন জানি । শুরু থেকেই ইরিনের তাকে রহস্যময় মনে হয়েছে । সার্জেন্ট জর্ডান স্টোন, সুঠাম দেহের এক সার্জেন্ট । তাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে ডক্টর ইরিন গ্রঞ্জারের নিরাপত্তার । কারণ এক বিশেষ অভিযানের জন্যই তাকে এখানে আনা হয়েছে । তার নিরাপত্তার দায়িত্ব এখন থেকে তার । কিন্তু এর শেষ কোথায় হবে । জর্ডান স্টোন জড়িয়ে পরেছে এক রহস্যে । বিজ্ঞান মনস্ক জর্ডান ও ইরিন দুজনের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেও অনেক কিছুর সমাধান করতে পারে না । অতি প্রাকৃতিক বিষয় নিয়ে দোটানা এগিয়ে চলেছে । শেষ পর্যন্ত কি হবে । ফাদার রন করজা কে দায়িত্ব দেয়া হয়েছে বুক অব ব্লাড বইটা উদ্ধার করার জন্য । কিন্তু সে মানুষের কাছ থেকে সব সময় দুরেই থেকেছে । তার চেয়ে বড় কথা কোন মেয়ের কাছ থেকে নিজে গুটিয়ে রেখে । নিজের অপরাধ বোধ থেকে যেন বের হতেই পারেননি । সব সময় অনুশোচনার আগুনে পুরেছেন । তবুও তার উপর ই ভরসা একমাত্র তিনি পারবেন এই বইটি উদ্ধার করতে । তার ভেতরের রহস্যই টা বা কি । তিনি কি মানুষ নাকি আত্মা । বাথেরি ও তার দল ও দ্য বুক অব ব্লাড বা ব্লাড গাসপেল খুজে বেরাচ্ছে । কিন্তু কেন জানি আসি আসি করেও হাতে আসছে না । সব জায়গাতেই যেন কিসের অদৃশ্য দেয়াল । শেষ পর্যন্ত হয়ত বইটা পাওয়া যাবে না । তবে রন করজার সাথে তার পুরোন বোঝা পরাও আছে । অতীতের স্মৃতি তাকে আজও মনের কোনে প্রতিশোধের আগুন জ্বালায় । কি কারনে সে ফাদার করজা কে মারতে চায় । কি সেই অতীত । হঠাত ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইজরায়েলের মাসাডা অঞ্চল। পাহাড়ের গভীরে লুকোনো এক সমাধি বেরিয়ে এলো ভূমিকম্পের ফলে হওয়া ধ্বসের কারণে। সার্জেন্ট জর্ডান স্টোন, ভ্যাটিকান পাদ্রি ফাদার রান করজা ও আর্কিওলজিস্ট ডক্টর ইরিন গ্রেঞ্জার সমাধি স্থলে আটকা পরল। একটি ছোট্ট মেয়ের মমিকৃত লাশকে ক্রুশবিদ্ধ অবস্থায় পাওয়া গেল সেখানে। হঠাৎ প্রাণঘাতী হামলা হলো ওদের উপর। হামলাকারীদের বিশ্বাস, এই সমাধিক্ষেত্রেই লুকায়িত রয়েছে একটি বিতর্কিত গ্রন্থ। দ্য বুক অব ব্লাড। যা কিনা যীশুর নিজ রক্তে ও নিজ হাতে লেখা! সেই গ্রন্থের পেছনে লেগেছে দুটো দল। প্রাণ বাঁচাতে করজা, জর্ডান ও ইরিন ছুটল ইহুদী, খ্রিস্টান এবং ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র স্থান জেরুজালেম-এ। আমি মোটা বই ভালবাসি । রহস্য থ্রিলার বই আমাকে বেশি আনন্দ দেয় । তাই চেষ্টা করি থ্রিলার পড়ার । " দ্য ব্লাড গাসপেল " বইটি আমাকে অনেক অতিপ্রাকৃতি বিষয় নিয়ে ভাবতে সাহায্য করেছে । তাছাড়া এখানে একটি বইয়ের কথা বলা হয়েছে । তবে আদৌ কি এই বই আছে নাকি নেই আমার জানা নেই । তবে যদি থাকে তবে সেটা মোটেও ভাল বিষয় হবে না । এবার গল্পের বিষয় নিয়ে বলি । যেহেতু এটি অনুবাদ তাই আমি পড়ার আগে কোন আশা রাখিনি । কারন অনেক অনুবাদক কাঠ খোট্টা অনুবাদ করেন । তবে আমি সাইম শামস কে ধন্যবাদ দেব অনুবাদ সবলিল করার কারনে । বই আমি ধীর লয়ে পড়েছি । কারন বইটি দ্রুত শেষ হয়ে যাচ্ছিল । তাই আস্তে আস্ত পড়েছি । হ্যা এর পাতায় পাতায় টুইস্ট নেই । তবে আপনি পড়ার সময় বলেবেন আর এক পাতা পড়ি । দেখবেন কখন যেন বইটি শেষ হয়ে গিয়েছে । আশা করি বইটি আপনাদেরও ভাল লাগবে । বই অনেক আগেই পড়া শেষ । রিভিউ দেরিতে দিলাম । বইঃ দ্যা ব্লাড গাসপেল লেখকঃ জেমস রলিন্স ও রেবেকা ক্যানট্রেল অনুবাদঃ সাঈম শামস রিভিউঃ আরিফ রায়হান অপু