User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বুক রিভিউ বইঃবৃদ্ধাশ্রমে মা লেখকঃমঈনুদ্দিন কাজল ধরনঃউপন্যাস প্রচ্ছদঃফারিয়া হোসেন প্রচ্ছদ মূল্যঃ১৫০ টাকা কাহিনী সংক্ষেপঃ- ২ টি সন্তান নিয়ে কবির ও জমিলার সংসার বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল।কিন্তু পাকসেনারা দেশের মানুষের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তা দেখে কবির স্থির থাকতে পারলো না।কবির তার বন্ধুদের সাথে ঝাঁপিয়ে পড়লো যুদ্ধে।দেশ স্বাধীন হলো।জমিলা এবং তার সন্তানেরা স্বাধীন ভূখণ্ড পেল কিন্তু ফিরে পেল না কবিরকে।কবির শহীদ হওয়ার পরে অনেক কষ্টে জমিলা তার সন্তান দুটোকে বড় করেছে।কিন্তু সন্তানেরা বিয়ে করে তাদের মায়ের কাছ থেকে দূরে সরে যেতে থাকে।তারা বিলাস বহুল ফ্লাট কেনার জন্য প্রথমেই মায়ের সাথে প্রতারণা করে।কী ছিল তাদের এই প্রতারণা? মাকে ধোঁকা দিয়ে তারা ফ্লাটে উঠে।কিন্তু ফ্লাটে বসবাসের পর থেকেই ছেলেদের বউয়েরা জমিলাকে সহ্য করতে পারে না।তারা জমিলার ছেলের কাছে জমিলার বিরুদ্ধে সর্বদা অভিযোগ করতে থাকে।ছেলেরা অভিযোগ শুনতে শুনতে এক পর্যায়ে সিন্ধান্ত নেয় মাকে তারা বৃদ্ধা আশ্রমে রেখে আসবে।কিন্তু ছেলেদের কথা শুনে জমিলা বৃদ্ধা আশ্রমে যেতে রাজি হয় না।কিন্তু ছেলেরা মাকে তাদের কাছে কিছুতেই রাখতে চায় না।জমিলা নিরুপায় হয়ে ছেলেদের মনে করিয়ে দিতে থাকে তাদের কষ্টের দিনগুলোর কথা।কষ্টের দিনের কথা মনে করে ছেলেরা কী জমিলাকে তাদের কাছে রাখবে না তাদের সিন্ধান্তে অটুল থাকবে?জমিলা কী শেষ বয়সে তার ছেলেদের সাথে বাকী জীবন কাটাতে পারবে না বৃদ্ধা আশ্রমে কেটে যাবে তার বাকী জীবন?এ সকল প্রশ্নের উত্তর পেতে হলে পাঠককে অবশ্যই বইটি পড়তে হবে।
Was this review helpful to you?
or
ঘড়ির কাঁটায় রাত একটা। জমিলার চোখে ঘুম নেই। নিবিড় অন্ধকার ঘরে নিস্তবদ্ধতাকে ভঙ্গ করে একা জেগে আছে। দিশেহারা, নিঃসঙ্গ, একাকী, অসহায় বয়ােবৃদ্ধা জমিলার দম বন্ধ হয়ে আসতে চায়। একাকী জীবন বয়ে বেড়ানাে কষ্টকর মনে হয়। কষ্ট ও বেদনায় ভারাক্রান্ত সে আজ একা, বড় একা। বৃদ্ধনিবাসের ছােট্ট এই অন্ধকার ঘরে কেউ নেই চোখের সীমানায়। গভীর এক ভাবনার সমুদ্রে ক্লান্ত জমিলার দু'চোখ জুড়ে শুধু কষ্ট ও বেদনার জল। শেষ রাতের নিস্তব্ধতায় বৃদ্ধাশ্রমের ছােট্ট ঘরের বিছানায় কিংকর্তব্যবিমূঢ় জমিলার কিছুতেই আর দু’চোখে ঘুম আসতে চায় না। অতীত দিনের স্মৃতি বিস্তৃত যন্ত্রণায় ঘুমােবার চেষ্টা করেও কিছুতেই আর ঘুমােতে পারে না। অসহ্য বেদনার পাহাড় সমান কষ্ট নিয়ে বৃদ্ধাশ্রমের বিছানায় ছটফট করতে থাকে সে। অচমকা সব স্বপ্ন যেন শেষ হয়ে গেছে। সাজানাে গুছানাে স্বপ্নগুলােকে চুরমার করে দিয়েছে নিজের সন্তানেরা। নিয়তির অদৃশ্য হিংস্র থাবায় জমিলা আজ একা। অবুঝ এক কষ্টে মােচর দিয়ে উঠে বুকের ভেতরটা। জমিলা বেগমের শূন্যতাবােধ যেন যেন টুটি চেপে ধরতে চায়। বিবর্ণ রঙে জমিলা বেগমের নিরব হতাশা যেন বুক ঠেলে বেড়িয়ে আসতে চায়। নিঃশব্দে, নিরবে অবশেষে নির্মম বাস্তবের মুখােমুখি দাঁড়িয়ে বৃদ্ধাশ্রমকেই আজ বরণ করে নিয়েছে। নিজের সংসার ছেড়ে বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ জীবন বয়ে বেড়ানাে সত্যিই বড় কষ্টদায়ক।