User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ডাঃ টি রহমান কার্ডিয়াক কেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ও অধ্যাপক ডাঃ তৌফিকুর রহমান রচিত হৃদরোগ বিষয়ক সচেতনামূলক বই হৃদস্পন্দন একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত । হৃদস্পন্দন বইটিতে মোট -৫১ টি বিষয় আলোচিত হয়েছে । কিছু বিষয় হৃদরোগের উপসর্গ সম্পর্কিত , কিছু বিষয় হৃদরোগের কারন ও বিভিন্ন ঝুঁকি সম্পর্কে , কিছু বিষয় হৃদরোগ নির্নয়ে বিভিন্ন ল্যাবরেটরী পরীক্ষা - নীরিক্ষা কেন করা হয় ও কিভাবে করা হয় তা সম্পর্কিত , কিছু বিষয় হৃদরোগের বিভিন্ন চিকিত্সা পদ্ধতির সুবিধা ও অসুবিধা সম্পর্কে এবং কিছু বিষয় হৃদরোগ প্রতিরোধ করার বিভিন্ন কৌশল সম্পর্কিত । হৃদরোগ ছাড়াও কি অন্য কোন কারনে বুকে ব্যথা হতে পারে? ইসিজি স্বাভাবিক থাকলেও কি হৃদযন্ত্রের করোনারী রক্ত নালীতে ব্লক থাকতে পারে ? বুকের বামপাশে ব্যথা হলেই কি তা হৃদরোগের জন্য ব্যথা , হৃদযন্ত্রের রক্ত নালীতে ব্লক হলে বুকের কোথায় কোথায় ব্যথা হতে পারে বা ব্যথার ধরণ কেমন হবে ? লবন খেলে কি রক্তচাপ বাড়ে ? উচ্চ রক্তচাপ থাকলে কি লবন ভেজে খাওয়া যাবে ? ইটিটি নেগেটিভ মানে কি হৃদযন্ত্র পুরোপুরি ভাল , কোন ব্লক নাই? ইটিটি নেগেটিভ হলেও কি হার্ট অ্যাটাক হতে পারে ? চর্বি জাতীয় খাবার খেলেই কি রক্তে চর্বির মাত্রা বাড়ে ? হার্টে ব্লক থাকলেই কি তেল চর্বি সম্পূর্ণ নিষেধ ? হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্রের রক্তনালীতে রিং বসালে বা বাইপাশ সার্জারী করলে কখনোই স্বাভাবিক জীবনে ফেরা যাবে না? তৃণভোজী প্রাণী যেমন গরু বা ছাগল কখনোই তেল জাতীয় খাবার না খেলেও তাদের পেটে বা মাংসে এত চর্বি কিভাবে বা কোথা থেকে হয়? মাংসাশী প্রাণী যেমন বাঘ, সিংহ প্রতিদিন প্রচুর পরিমানে চর্বিসহ মাংস খাওয়া সত্ত্বেও তাদের শরীরে এত কম চর্বি কেন? কোন্ জাতীয় খাবার শরীরের ওজন বাড়ায় - শর্করা , প্রোটিন না চর্বি জাতীয় খাবার ? রান্নায় কি তেল ব্যবহার একদম নিষেধ , কোন্ কোন্ তেল স্বাস্হ্যকর ? একদম তেল- চর্বি না খেলে কি শরীরের কোন ক্ষতি হতে পারে ? কম বয়স্ক মানুষের কেন হৃদরোগ হয় ? হৃদরোগ কিভাবে প্রতিরোধ করা যায় ? এনজিওগ্রাম কি , কেন করা হয়, কি কি সাবধানতা নিতে হয়? নাক ডাকা কি হৃদরোগ করে ? ওজন কমানোর জন্য কি কি পদ্ধতি নেয়া যায় ? ডায়াবেটিস , উচ্চ রক্তচাপ ও হৃদরোগ হলে কি কি খাবার খাওয়া যাবে বা কিভাবে খেতে হবে ? হার্ট ফেইলার রোগ হলে কি কি খাবার নিয়ন্ত্রণে খেতে হবে? কোন লক্ষণ ছাড়াই কি উচ্চ রক্তচাপ হতে পারে বা থাকতে পারে ? উচ্চ রক্তচাপকে কেন নীরব ঘাতক বলা হয়? কি কি কারনে হৃদরোগ বা ব্রেইন ষ্ট্রোক হতে পারে ? ইকোকার্ডিওগ্রাম ও ইটিটি পরীক্ষা কখন ও কাদের করা হয় ? ইকোকার্ডিওগ্রাম পরীক্ষায় হৃদযন্ত্রের কি কি দেখা হয় ? কোন্ কোন্ ক্ষেত্রে ইটিটি করা যায় না? লাল মাংস কি সত্যই ক্ষতিকর ? জন্মনিয়ন্ত্রণ বড়ি কি হৃদরোগ করতে পারে ? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ কোন্ কোন্ ক্ষেত্রে ভবিষ্যৎে পুরোপুরি বাদ দেয়া যায় ? বাসায় বা বাড়ীতে রক্তচাপ মাপার সঠিক নিয়ম কি? বুক না কেটে অত্যাধুনিক কি কি পদ্ধতিতে হৃদযন্ত্রের কি কি রোগের চিকিৎসা করা সম্ভব ? হৃদযন্ত্রের রক্ত নালীর ব্লক চিকিৎসায় কি কোন ঔষধ কার্যকর , কখন কখন ব্লক চিকিৎসায় শুধুমাত্র ঔষধ দেয়া হয় ও তা অত্যন্ত কার্যকর । হৃদযন্ত্রের করোনারী রক্ত নালীতে ব্লক চিকিৎসায় কখন রিং বসানো হয় , কখন বাইপাশ সার্জারী বা কখন শুধুমাত্র ঔষধ চিকিৎসা দেওয়া হয় ? কোন্ কোন্ নেশা কি কি ধরনের হৃদরোগ করতে পারে ? মাথা ঘোরা, মাথা ব্যথা , অতিরিক্ত ঘাম, নাক দিয়ে রক্ত পড়া , পা ফোলা , গলা ব্যথা , মেয়েদের মাসিক বন্ধ হওয়া , হাত পা ঠান্ডা হয়ে আসা, চোখে ব্যথা , অজ্ঞান হয়ে যাওয়া , শরীর ব্যথা করা , ঘাড়ে ব্যথা করার সাথে কি হৃদরোগের কোন সম্পর্ক আছে কিনা বা কোন্ ধরনের হৃদরোগের সম্পর্ক? হরমোন ঘটিত কোন রোগের সাথে হৃদরোগের কোন সম্পর্ক আছে কিনা ? উড়োজাহাজ ভ্রমণে কোন হৃদরোগের ঝুঁকি বাড়ে কিনা ? কি কি ধরনের জন্মগত হৃদরোগ আছে , তাদের কিভাবে নির্নয় করা বা কি কিভাবে চিকিৎসা করা যায় ? এ সংক্রান্ত বিষয়ে সুন্দর ও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে । এ বইটি হৃদরোগীদের , সাধারন মানুষদের হৃদরোগ চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে সচেতনতা তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়ক হবে। এছাড়া সহজ ও সাবলীল লেখনী ও উপস্থাপনার জন্য জুনিয়র চিকিৎসক , কার্ডিওলজিষ্ট নন এমন চিকিৎসক, প্যারামেডিকস্, নার্স, ডায়েটিশিয়ান ও হৃদরোগের ব্যাপারে আগ্রহী সচেতন সাধারন পাঠককুল ও জনতার হৃদরোগ বিষয়ক সঠিক জ্ঞান বৃদ্ধি ও জ্ঞান বিস্তারে অশেষ অবদান রাখবে এই প্রত্যাশা ।
Was this review helpful to you?
or
Very helpful for general practitioners, medical students, health professionals