User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মুগ্ধতা কেটে যাওয়ার পর যা থাকে তা খারাপ কবিতা, তা-ই জীবন। হৃদয়ে থাকে প্রেম, ওখানেই থাকে ঘৃণা। কল্পনা, কেবল কল্পনায় থাকে এ কবিতা। কবিতা যখন নিজের বশে আসে না, তখন কবিতা সম্পর্কে কে কী বলে বা ভাবে তার বশবর্তী হয়ে চলতে হয়। কিংবা আরও এক কাঠি অথর্ব হলে নিজেকেই বলতে হয় কবিতা হচ্ছে এই এ-ই রকম। মক্কায় যাওয়ার অনেক রাস্তা। কবিতাও তাই।। তাই আমি লিখেছি খারাপ কবিতা। তবে কবিতা ছাপাছাপি ও প্রশংসা দিয়ে যতই মহিমান্বিত করি। আসলে আমরা যতটুকু বলতে বা লিখতে পারি। এর চেয়ে বেশি মূল্য কবিতার নেই। প্রকৃতপক্ষে জীবনই বড়, জীবন কবিতার চেয়েও সুন্দর। আমি কোনাে কিছুকে অপরিহার্য মনে করি না। এমনকি আমার কবিতা। এগুলাে ছিড়ে ফেলে দিলেও কিছু যায় আসে না। তবু লিখি, কারণ মানুষের শােনার আগ্রহ না থাকলেও আমার আগ্রহ আছে কিছু বলবার। ভালাে কবিতা একজন ভালাে সম্পাদক বা প্রকাশক খোঁজে, যেমন করে অপরাধ খোঁজে একজন আইনজীবীকে। তবে শিল্প উন্মুক্ত। সবার চাইতে ভালাে লেখার লােভ যেমন কারও আছে, কারও খারাপ লেখারও অধিকার আছে।। ‘কবিতাটা ভালাে বা সুন্দর বা চমৎকার হয়েছে এভাবেই আসে বিশেষণগুলাে।