User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গুড
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বুক_রিভিও_কনটেস্ট By: Dipu Sarkar এখন ক্লাশ ৯ এ উঠলেই সম্ভাবনা নামক একটা বিষয়ের সাথে পরিচিত হয়ে যায়। অবশ্য যারা বিজ্ঞান বিভাগে পড়াশুনা করে তারাই কেবল এই সম্পর্কে জানতে পারে। এই বিষয়টা খুব মজার। আমরা অনেক ক্ষেত্রেই বলি এই ম্যাচ জেতার সম্ভাবনা এর বেশি এর কম ইত্যাদি। কিন্তু সেটা কি কেবল ধারণার মাধ্যমে বলি বলে মনে হয়? সেটা তো না। আমরা আগে কিছু ফলাফল দেখি তার থেকে ধারনা করি যে এই রকম ঘটনা ঘটার সুযোগ বেশি। ক্রিকেট খেলার কথা বললে বলা যায়, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড আমাদের দেশে আসলে স্পিনের বিপক্ষে ভালো খেলতে পারবে না। আমরা কিভাবে জানলাম। এই তো অস্ট্রেলিয়া আমাদের উপমহাদেশের স্পিন উইকেটে যে খুব একটা ভালো খেলে না। এই রকম কোনো কিছুর সম্ভাবনা সম্পর্কে বলার জন্য আমাদের কিছু ধারণা থাকা আবশ্যক। এই বিষয়ের নাম গণনাতত্ত্ব আর ইংলিশে Combinatorics। আমাদের ক্লাশ ৯ – ১০ এ সম্পর্কে খুব বেশি আলোচনা না থাকলেও ১১-১২ শ্রেণিতে আমরা এই সম্পর্কে জানতে পারি। যারা এখনও Combinatorics কোনটা এখনও বোঝো নি তাদের জন্য বলি ঐ যে তোমরা বিন্যাস- সমাবেশ নিয়ে পড়াশুনা করো না ঐ অধ্যায়টা। আচ্ছা আমি বই রিভিউ দিতে গিয়ে এসব বলছি কেন ? কারণ হলো এই বইটিতে প্রথমে Combinatorics সম্পর্কে ভালো করে আলোচনা করা হয়েছে। এরপর এই সম্পর্কে কিছু সমস্যা দিয়ে খুব ভালো করে পাঠকের মনে বিষয় সম্পর্কে ধারণা দিয়েছে। এরপর বইটার মূল আলোচনা আসে। সম্ভাবনা জিনিসটা কী ? খায় না মাথায় দেয় সেটা ব্যাখ্যা করেছে। এরপর সম্ভাবনার কিছু বিশেষ ধর্ম আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর সবচেয়ে ভালো অংশ। বইটাতে সমস্যাগুলো বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। আমাদের পাঠ্য বইতে পৃষ্ঠা সংখ্যার সীমাবদ্ধতার জন্য যখন সকল বিষয় আলাদা আলাদা করে ব্যাখ্যা করা সম্ভব হয় তখন এই বইটা সাহায্য করে। এজন্যই সমস্যা গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দেয়া হয়েছে। পাঠকদের আগ্রহের জন্য ভাগগুলো দিয়ে দিচ্ছি - এক ঘটনা বিশিষ্ট সমস্যা - একাধিক ঘটনাবিশিষ্ট সমস্যা - বর্জনশীল ঘটনার সমস্যা - অবর্জনশীল ঘটনার সমস্যা - একটি ঘটনা ঘটার সাপেক্ষে আরেকটি ঘটার সমস্যা - বিশেষ সমস্যা সবশেষে বায়েসের সূত্র সম্পর্কে কিছুটা ধারনা প্রদান করা হয়েছে। যারা এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশুনা করছ তাদের সম্ভাবনা অধ্যায় সম্পর্কে যদি ভালোভাবে জানার ইচ্ছা থাকে বইটা পড়ে ফেলতে পারো। এবার একটু বইটার দোষ ধরি...। আমি সম্ভাবনার বইটাতে বায়েসের সূত্র সম্পর্কে আরো বেশি আলোচনা আশা করেছিলাম। আর সামান্য হলেও মার্কভ চেইন, জ্যামিতিক সম্ভাবনা, অবিচ্ছিন্ন সম্ভাবনা নিয়ে লেখা আশা করে ছিলাম। হয়তো বইটা পাঠকের বোঝার নাগালের মধ্যে রাখার জন্য এই আলোচনা গুলো এখানে করা হয় নি। লেখকের প্রতি শুভকামনা রইলো।