User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
best.. just superb♥️♥️♥️
Was this review helpful to you?
or
গল্পটা নব্বই দশকের রংপুর শহরের। শহরে হঠাৎ করে গুজব রটে এক বহুরূপী বাঘ নেমেছে। সেই বাঘ যাঁকে আঁচড় দেয়, শরীরে থেকে যায় তিনটা দাগ। সে কী আতঙ্ক শহরজুড়ে! সন্ধ্যা হলেই পথঘাট ফাঁকা। গুজবের ডালপালা প্রতিদিনই বাড়ে। স্টেশন রোডের গলিতে বেওয়ারিশ পড়ে থাকা এক লাশ থেকে গুজবের শুরু। কে যেন মুখটা থাবা দিয়ে খুলে খুবলে নিয়েছে। বের হয়ে আছে মাথার খুলি, থেঁতলে আছে থিকথিকে মগজ। ভনভন করে উড়ছে মাছি। কী বীভৎস দেখাচ্ছে! সেই রাতেই রংপুর শহরে ঘটে যায় একটা আত্মহত্যার ঘটনাও! এই গল্প হরর হতে পারত। রহস্য উপন্যাসের দিকেও মোড় নিতে পারত। কিন্তু আশ্চর্য হয়ে পাঠক আবিষ্কার করবে, এই গল্প পড়ে তাঁর ভয় জাগছে না; জাগছে মায়া! কারণ, এখনও আমি যখন পেছন ফিরে তাকাই, অনেকের শরীরে তিনটা আঁচড়ের দাগ দেখতে পাই। শনাক্তকরণ চিহ্নের মতো। এই দাগগুলো তাহলে কে দিল, কোত্থেকে এল। সেটা খোঁজার গল্পই হলো আমাদের শহরে বাঘ এসেছিল।
Was this review helpful to you?
or
রাজীব হাসানের ফ্যান ছিলাম অনেক আগে থেকেই। "আমাদের শহরে বাঘ এসেছিল" বইটি পড়ে তার লেখার ফ্যান হলাম নতুন করে। চারপাশের অপ্রিয় কিছু সত্য উঠে এসেছে বইটির পাতায় পাতায়। আমাদের চারপাশের সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে বসে থাকা বাঘগুলোকে চিনিয়ে দিয়েছে আরেকবার। রংপুর শহরের এক বহুরূপী বাঘের গুজবকে কেন্দ্র করে এগিয়ে যায় গল্পের ধারা। অবাক হয়ে আবিষ্কার করবে পাঠক আমাদের শহরেও তো বাঘ রয়েছে অন্তরালের মুখোশ ঢেকে! রাজীব হাসানের লেখা বলেই ভালোলাগার নিশ্চয়তা নিয়ে উপন্যাসটি পড়তে শুরু করা যায় দ্বিধাহীনভাবে। অপূর্ব লিখনীতে মুগ্ধ হই বারবার। চমৎকার একটি উপন্যাস বলাই যায় "আমাদের শহরে বাঘ এসেছিল।"
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই?
Was this review helpful to you?
or
ভালো একটি বই, পড়ে ভালো লেগেছে ।
Was this review helpful to you?
or
not for shishu kishore
Was this review helpful to you?
or
অসাধারণ। বইটা পড়ার পর বুকের ভেতর কোথাও হাহাকার জেগে ওঠে। আপনার চারপাশের খুবই পরিচিত গল্প। এখনও যখনই বইটার কথা মনে পড়ে কষ্ট, মায়া নিজেকে গ্রাস করে নেয়।অত ভালো রিভিউ লিখতে পারি না। এখন পর্যন্ত আমার পড়া অন্যতম সেরা বই।
Was this review helpful to you?
or
"আমাদের শহরে বাঘ এসেছিল" নামটা শুনে প্রথম প্রথম মনে হতে পারে ছোট বাচ্চাদের কোনো বই বুঝি। শিশুতোষ গল্প। তবে এটা তেমন কোনো গল্প নয়। এই গল্প বাঘের গল্প, বহুরূপী বাঘ। যাদেরকে আমরা চিনি। যেই বাঘ আমাদের আশেপাশেই থাকে, আঁচড় দিয়ে যায় সুযোগ পেলেই! লেখক রাজীব হাসানের জন্ম, বড় হওয়া - সবই রংপুরে। উপন্যাসের কাহিনীও গড়ে উঠেছে সেই রংপুর শহরকে ঘিরে। গল্পের প্রতিটি জায়গায় শুধু বাঘ আর বাঘ! যে বাঘ শরীর খুবলে খায়, চিহ্ন হিসেবে দিয়ে যায় তিনটি আঁচড়ের দাগ। গল্পে অনেকগুলো মানুষ বাঘের শিকার হয়। কত রকম সেসব বাঘ! নব্বই দশকের রংপুর শহরের সে গল্পে অভাবের বাঘে পড়া এক পরিবারের গল্প বলে লেখক। সেই পরিবারের শাওন নামের শিশুটির ভেতর হয়তো লেখক নিজেকে লুকিয়ে রেখেছেন! উপন্যাসটিতে আছে ফুলবানুর গল্প, আছে চিত্রার গল্প। তাদের শরীরেও আঁচড়ে দিয়েছে বহুরূপী সেই বাঘ। লোভী সেই বাঘের আঁচড়ের পর বুকের ভেতর থেকে পচা মাংসের গন্ধ পায় চিত্রা, আগে যেখান থেকে পেত আতরের গন্ধ! সর্বনাশা সেই বাঘ আতরের গন্ধকেও বদলে দিতে পারে পচা মাংসের কটু গন্ধে, এমনই তার নখের ধার, এমনই তার শক্তিশালী থাবা! আরও আছে বু'য়ের গল্প। বকসাদা চুলের এক বু। সারাদিন ঘুরে ভিক্ষা করেও যার এক টাকা মেলে না। তবু সেই বু বেঁচে থাকে, বাঁচার স্বপ্ন দেখে। কারো মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখে। একটা সংসারের স্বপ্ন দেখে। নিজের জন্য না, নাতির জন্য। নারীর রক্তে বোধহয় লুকিয়ে থাকে একটা সংসারের স্বপ্ন, আজন্ম তাড়া করে বেড়ায় সেই স্বপ্নটাই! বাঘ নিয়ে শুরু হওয়া গল্পটা পড়া শুরু করলে আপনি বুঝবেন গল্পটা আপনার পরিচিত। আপনার আশেপাশেই লুকিয়ে আছে এমন অনেক বাঘ, বাঘটাকে আপনি চেনেন। ঘাপটি মেরে লুকিয়ে থাকা সেই বাঘের গল্প পড়তে গিয়ে আপনার শুধুই মায়া জাগবে, চোখে আসবে জল! রাজীব হাসানের লেখার সাথে যারা পরিচিত তারা জানেন তার লেখা খুবই সাবলীল। এই উপন্যাসের ক্ষেত্রেও তাই। শুধু সাবলীলতা নয়, পরিপূর্ণ আবেগ দিয়ে ভরা প্রতিটি লাইন! শুধুমাত্র উৎসর্গের কয়েকটি লাইন পড়লেই লেখকের আবেগটা ধরতে পারা যায়। এত আবেগ, এত যত্ন করে লেখা প্রতিটি লাইন পড়তে গিয়ে মায়া জাগতে বাধ্য! মনে হবে, 'আরে! এ তো আমারও গল্প!' অদ্ভুত এই বাঘের গল্প জানতে হলে আপনাকে "আমাদের শহরে বাঘ এসেছিল" বইটি পড়তেই হবে! পড়ার পর নিশ্চিতভাবেই আপনি ভাবতে বসবেন, আপনিও আপনার জীবনে দেখা পেয়েছেন এমন কতশত বহুরূপী বাঘের!