User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষে প্রকাশিত হয়েছে সময়ের প্রতিশ্রুতিশীল লেখক মাইদুর রহমান রুবেলের ব্যাতিক্রমি ছোটগল্প সংকলন কন্যারাশি।সম্পূর্ন ভিন্ন মেজাজের ১২টি গল্প বিভিন্ন বয়সী পাঠকের কথা বিবেচনা করে লিখেছেন রুবেল। গল্পগুলোতে এই সমাজের মানুষের চরিত্র ফুটে উঠেছে। এই বইটি প্রকাশ করেছে মেরিট ফেয়ার প্রকাশন। প্রচ্ছদ করেছেন আক্কাস খান। কমিশন বাদে বইটির দাম পড়বে ১শ টাকা। মানব মনের নানা টানাপড়েন, দ্বন্দ-সংঘাত, প্রেম-বিরহ সহ সমাজ ব্যবস্থার নানা অসংগতি উঠে এসেছে গল্পগুলোতে। মানব মনের গতিপ্রকৃতি আর বিভিন্ন রসায়নের সংমিশ্রনে তৈরি হয়েছে এসব গল্পের পটভূমি। শব্দচয়ন এবং গুল্পের নিখুত বুনন মুগ্ধ করবে পাঠকদের। কোন গল্প পড়ে হাসবে কোন গল্প পড়ে চোখের কোনে অজান্তেই জল চলে আসবে। কোন গল্পে হারিয়ে যাবে অতীতের আবেগময় জীবনে। গল্পের শিরোনামগুলো হলো- ভালোবাসার কাছে আসা, যন্ত্রণা সমগ্র, বডি-স্প্রে, বেদনা বিলাস, কন্যারাশি, ঈশ্বরের কাছে খোলা চিঠি, কবজ, ম্যারেজ র্কাড, সানগ্লাস, টানাপড়েন, অ-পদার্থ বিজ্ঞান ও বিবর্ন জীবন।। পেশায় সাংবাদিক মাইদুর রহমান রুবেল অবসর সময়ে করেন লেখালেখি । তার গল্পে তৈরি হয়েছে নাটক বডি-স্প্রে। লেখকের উল্লেখযোগ বই টেলিভিশন সংবাদ ও সংবাদিকতা, ভূতের রাজ্য, দুষ্টু ভূতের কান্ড, ফ্রেন্ড রিকোয়েস্ট ইত্যাদি। সম্পাদিত বই হন্টেড এক্সক্লুসিভ ও সায়েন্স ফিকশন এক্সক্লুসিভ । নিয়মিত সম্পাদনা করেন সাহিত্য বিষয়ক পত্রিকা কালস্রোত ভূত বিষয়ক পত্রিকা ভূত ডট কম। লেখালেখির জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছেন প্রতিশ্রুতিশীল এই লেখক।