User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
গল্প বলার ধরণটি ভালো।
Was this review helpful to you?
or
একজন সাধারণ মানুষচেষ্টা করলে যে অনেক কিছু পারে সেটা খুব সুন্দর ভাবে এই বইটিতে আপনারা পাবেন
Was this review helpful to you?
or
ভবঘুরে জামাল। দরিদ্র হলেও বেশ সৌখিন।। মাথায় সাহেবি টুপি, কালাে শার্টের সাথে লাল। টকটকে প্যান্ট পরে থাকে। হাতে রুপার ঘড়ি। পকেটও খালি থাকে না। আরজুর বয়স বিশ কি একুশ হবে। না হলুদ না লাল তেমনি রঙ্গের শাড়িতে যাচ্ছিল। যেন। একটা অচিন পাখি পাখা মেলে এখানে সেখানে ছুটছে। সে রূপ জামালকে অভিভূত করল। আরেক ভবঘুরে ছেলে মিলন। বলতে গেলে জামালের চেলা। মিলন অবাক হয়ে শুধু | জামালের কাণ্ড দেখে। লাইলী এদিকে বড় হয়েছে। তার সারা দেহে। কানায় কানায় যৌবন ভরে রয়েছে। যেন ফুটন্ত। গােলাপ। আরেক আমুদে মানুষ ফারুক সাহেব। সব ব্যবসা বাণিজ্য ফেলে লাইলীর পিছনে ঘুরছে। লাইলীর পেটে সন্তান এলে তার দায়িত্ব কে নিবে? এদিকে সেলিমের বয়স যখন চৌদ্দ বছর তখন এক ভয়ংকর জোছনা রাতে মাতাল হয়ে বাড়ি ফিরে। ধীরে ধীরে ভয়ংকর খুনি হয়ে উঠে। শহর, গ্রাম, সব কিছুই তার জন্য বিপদ। সে এক গভীর জঙ্গলে কাঠুরের। বাসায়, এক বুক বিশ্বাস নিয়ে কড়া নাড়লাে।। পিনক কুইন এর লর্ড ফ্রান্সের সবচেয়ে ধনী পরিবার মধ্যে একটি। খুব শান্ত স্বভাবের। মানুষ। আজ শান্ত থাকতে পারছে না। মধ্য রাতে তারেক ব্রাউন ফোন করে তাকে বলেছেন, জাহাজের ঘটনাটি তার প্লানিং কিনা। জাহাজটাতে প্রফেসর কে হ্যানসন আছেন। নভেল প্রাইজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। একশ বছরের কন্যা ইলেন। সে এক অনিন্দ সুন্দরী। যেন স্বর্গের সুষমা। ইলেন হটাত। সেলিমের সামনে নিলাভ রঙের একটি বারােক মুক্তো ছুড়ে দিলাে...।
Was this review helpful to you?
or
উপন্যাস – শেষ স্পর্শ (অমর একুশে বইমেলা ২০১৮ ) প্রকাশক-প্রতিভা প্রকাশ ভবঘুরে জামাল। দরিদ্র হলেও বেশ সৌখিন। মাথায় সাহেবি টুপি, কালো শার্টের সাথে লাল টকটকে প্যান্ট পরে থাকে। হাতে রুপার ঘড়ি। পকেটও খালি থাকে না। আর্জুর বয়স বিশ কি একুশ হবে। না হলুদ না লাল তেমনি রঙ্গের শাড়িতে যাচ্ছিল। যেন একটা অচিন পাখি পাখা মেলে এখানে সেখানে ছুটছে। সে রুপ জামালকে অভিভূত করল। আরেক ভবঘুরে ছেলে মিলন। বলতে গেলে জামালের চেলা। মিলন অবাক হয়ে শুধু জামালের কান্ড দেখে। লাইলী এদিকে বড় হয়েছে। তার সারা দেহে কানায় কানায় যৌবন ভরে রয়েছে। যেন ফুটন্ত গোলাপ। আরেক আমুদে মানুষ ফারুক সাহেব। সব ব্যাবসা বাণিজ্য ফেলে লাইলীর পিছনে ঘুরছে। লাইলীর পেটে সন্তান এলে তার দায়িত্ব কে নিবে? এদিকে সেলিমের বয়স যখন চৌদ্দ বছর তখন এক ভয়ংকর জোছনা রাতে মাতাল হয়ে বাড়ি ফিরে। ধীরে ধীরে ভয়ংকর খুনি হয়ে উঠে। শহর, গ্রাম, সব কিছুই তার জন্য বিপদ। সে এক গভীর জঙ্গলে কাঠুরের বাসায় ,এক বুক বিশ্বাস নিয়ে কড়া নাড়লো। পিনক কুইন এর লর্ড ফ্রান্সের সবচেয়ে ধনী পরিবার মধ্যে একটি । খুব শান্ত স্বভাবের মানুষ। আজ শান্ত থাকতে পারছে না। মধ্য রাতে তারেক ব্রাউন্ ফোন করে তাকে বলেছেন, জাহাজের ঘটনাটি তার প্লানিং কিনা। জাহাজটাতে প্রফেসর,কে হ্যানসন আছেন। নোবেল প্রাইজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। একুশ বছরের কন্যা ইলেন। সে এক অনিন্দ সুন্দরী। যেন স্বর্গের সুষমা। ইলেন হটাত সেলিমের সামনে নিলাভ রঙের একটি বারোক মূক্তা ছুড়ে দিলো ....
Was this review helpful to you?
or
উপন্যাসটির নাম কেন "শেষ স্পর্শ" অামি ঠিক বুঝলামনা,,লেখক এই উপন্যাসের মাধ্যমে কি যে বোঝাতে চেয়েছেন তা ঠিক পরিষ্কার নয়, কোথা থেকে কি হয়ে যাচ্ছে তা স্পষ্ট নয়,, তবে একজন সাধারণ মানুষচেষ্টা করলে যে অনেক কিছু পারে সেটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, সব মিলিয়ে মাঝারি মানের একটি বই