User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ক্যাঙ্গারুর দেশ বা ডাউনআন্ডার বলতে যেমন অস্ট্রেলিয়াকে বােঝায়, কিংবা কিউই’র দেশ বলতে যেমন নিউজিল্যান্ডকে বােঝায়, ঠিক তেমনই পান্ডারদের আপন দেশ বলতে শুধু চীনকেই বােঝায়। যদিও কয়েক হাজার বছর আগে থেকে ব্যবহৃত চীন নামকরণের ইতিহাস খুঁজে পাওয়া দুষ্কর, তবে বিশেষজ্ঞদের মতে চীন বা চায়না শব্দের উৎপত্তি ‘চায়নাস্থান’ (অর্থাৎ ভারতবর্ষের পূর্ব পাশের দেশ]। অন্যদিকে অনেকে মনে করেন, চীন শব্দটি হয়তাে ‘চীন’ রাজতন্ত্রের (খ্রিস্টপূর্ব ২৫৯-খ্রিস্টপূর্ব ২১০] সঙ্গে সম্পৃক্ত। বলা বাহুল্য, চীন রাজতন্ত্রের আগে বর্তমানের চীন দেশ একাধিক এলাকায় বিভক্ত ছিল এবং আলাদাভাবে সেসব এলাকা শাসন করা হত। তবে ইতিহাস থেকে জানা যায়, চীন রাজতন্ত্রের প্রথম সম্রাটের একত্রীকরণের আগে থেকেই দেশটি চীন নামে পরিচিত ছিল। যাহােক, প্রাচীনকাল থেকে শুরু করে গত শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে চীনের একাধিক নাম ছিল। চীনের ইতিহাস কয়েক হাজার বছর আগের। বিশ্বে যে চারটি প্রাগঐতিহাসিক সভ্যতা গড়ে উঠেছিল, তার মধ্যে চীনের সভ্যতা একটি। বাকি তিনটি হল গ্রিসের সভ্যতা, রােমের সভ্যতা এবং মেসােপটেমিয়ান সভ্যতা। প্রাচীন যুগ থেকে চীনারা জ্ঞান-বিজ্ঞানে অগ্রসর। তারা অনেক কিছু আবিষ্কার করে মানবসভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। এ কথা বিশ্ববাসী অকপটে স্বীকার করে যে, প্রাগ-ঐতিহাসিক যুগে চীনাদের আবিষ্কৃত চারটি জিনিস নিঃসন্দেহে তুলনাহীন। এগুলাে হল— দিকনির্দেশনা যন্ত্র (কম্পাস], বারুদ [গানপাউডার), কাগজ এবং মুদ্রণ পদ্ধতি [প্রিন্টিং। চীনাদের মধ্যে একটা প্রবাদ প্রচলিত আছে, যা সি’আনের ট্যুর গাইড (সাদা বাংলায় ছড়িদার] সুজান আমাদের বলেছে। প্রবাদটি এরকম— কেউ যদি দু’হাজার কিংবা তার আগের চীনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী এবং সভ্যতার প্রাচীন নিদর্শন দেখতে চায়, তাহলে তাকে যেতে হবে বর্তমানের শানসি প্রদেশের রাজধানী সি’আন শহরে, হাজার বছরের ইতিহাসের সাক্ষী চাক্ষুষ দেখতে চাইলে যেতে হবে বেইজিং-এ এবং বিগত একশ’ বছরের ইতিহাস খুঁজতে হলে তাকে যেতে হবে সাংহাই-এ।