User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই - বৃষ্টি ধোওয়া চটপটি লেখক - নেয়ামুল নাহিদ প্রকাশনী - অয়ন প্রকাশন অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ প্রচ্ছদ - অচিনপাখি মুদ্রিত মূল্য - ১২০ টাকা পৃষ্ঠা - ৭২ 'সহজ কথা বলতে গিয়ে ঘোড়াও কেন ভায়া এল আবার কেমন করে হয়ে যায় ছায়া? কথার জেরে কথার ফেরে একই তো সব ঘুরেফিরে, জগৎজুড়ে মায়া।' ছোট্ট লিমেরিক কবিতা পড়ে আপনাকেই কাহিনী চিন্তা করে নিতে হবে এমন ধরণের সব গল্পে ঠাসা। কিছু কবিতা রূপকথার গল্পের মতো, কিছু শিশুসাহিত্য, কিছু রোমাঞ্চকর, কিছু রোমান্টিক, কিছু আবার বাস্তবধর্মী। তবে সবটাই আপনাকে আনন্দ দেবে। প্রমথ চৌধুরীর সেই উক্তিটি এখানে খাটে---- ''কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব একথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই, সে কথাও তেমনি সত্য।'' তাই আনন্দের সাথে গ্রহণকৃত সাহিত্য মনের খোরাক যোগায় এ কথা বিশ্বাস করতেই হবে। অনেকেই লিমেরিক সম্পর্কে জানেন না, তাদের জন্য লিমেরিক কি তা তুলে ধরা হলো। লিমেরিক গ্রন্থাকারে বাংলাদেশে খুব বেশি আছে বলে জানা নেই। অনেকে হয়তো এই শব্দটির সাথে তেমন পরিচিতিও নন। “লিমেরিক” নামের বিশ্বসাহিত্যের এ নাগরিক ছোট কবিতার এক বিশেষ ধরণের রচনা শৈলী। ছোট কবিতার এ অনন্য ধরণটি ৫ চরণবিশিষ্ট হয়ে থাকে। লিমেরিকের অন্ত্যমিলের বিশেষ বিন্যাস হল - ক ক খ খ ক। ১ম, ২য় ও ৫ম চরণ, ৩য় ও ৪র্থ চরণের চেয়ে মাপে বড় হয়। এতে প্রথম দুই চরণের অন্ত্যমিল থাকে এবং এর সাথে শেষের চরণ অর্থাৎ পঞ্চম চরণের অন্ত্যমিল বিদ্যমান থাকে। আর মাঝের তুলনামূলক ছোট দুই চরণের আলাদাভাবে অন্ত্যমিল থাকে। হাস্যরসাত্মক ছোট কবিতার এই বিশেষ রচনার বক্তব্য সাধারণত অর্থবোধক হয় না, তবে দ্যোতনাযুক্ত হয়। লিমেরিকে স্বাভাবিক অর্থ প্রকাশ করা মূল কথা নয়, বরং রচনার বিশেষ নিয়ম মেনে মজার লেখাই হলো লিমেরিক। কি মজার না ব্যাপারটি? আচ্ছা, বইয়ের নামটি এমন কেন? সেটি না হয় পড়েই জেনে নেবেন। #পাঠ_প্রতিক্রিয়া: পুরো বই জুড়ে ১৯২টি লিমেরিক কবিতা রয়েছে। প্রত্যেকটিই হাস্যরসাত্মক। সাহিত্যের একটি শাখা হিসেবে লেখক খুব চমৎকার কাজ দেখিয়েছেন। লেখক নেয়ামুল নাহিদের হাত ধরেই কাব্য সাহিত্যের একটি আলাদা শাখা নতুন মাত্রা যোগ করেছে, যা অনেক পাঠকের কাজেই অজানা। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংযোজন অনেকটা নতুনই বলা যায়।যেমন ৭৭, ১৭৭, ১৭৯ নং কবিতার ছন্দে লিমেরিক আরেকটু সৃজনশীলতার প্রয়োজন ছিল। তেমন ৪৩, ৬৮, ৭৪ আমার কাছে দারুন লেগেছে। অবশ্য কিছু কিছু কবিতা খুবই চমৎকার ছন্দ বিশিষ্ট, দোত্যনার সৃষ্টি করে। বইটি বড়দের জন্য যেমন সুখপাঠ্য, ছোটদেরকেও পাঠক আনন্দের সাথে গল্পের আকারে ছোট্ট ছোট্ট কবিতাগুলো পড়ে শোনাতে পারেন। এদিক থেকে প্লাস পয়েন্ট। সাহিত্যের রসবোধ, আলাদা ঘরানার কাব্যিক ছন্দের বই ' বৃষ্টি ধোওয়া চটপটি'। আপনি যদি বইপোকা হোন, অবশ্যই চেখে দেখার অনুরোধ রইলো। সুখপঠন! ব্যক্তিগত_রেটিং: ৪/৫