User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
I love it. Thanks a lot.
Was this review helpful to you?
or
মাহবুবুল হাসানের সম্পাদনায় ২০১০ সালে অ্যাডর্ন পাবলিকেশন থেকে প্রকাশিত হয় চট্টগ্রাম বাংলার। অভিধান নামে চট্টগ্রামী বাংলা থেকে প্রমিত বাংলার একটি অভিধান। সেই অভিধানটি প্রকাশিত হওয়ার পরপরই আরও গ্রহণযােগ্য ও পরিপূর্ণ ইংরেজি অর্থসহ একটি অভিধান প্রণয়নের পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় সম্পাদকের দীর্ঘ পরিশ্রমের ফসল চট্টগ্রামী বাংলা-ইংরেজি অভিধান Chattogrami Bangla-English Dictionary । বর্তমান অভিধানটিতে। সংযুক্ত করা হয়েছে চট্টগ্রামী বাংলার বিপরীতে প্রমিত বাংলার পাশাপাশি ইংরেজি শব্দও। এছাড়া সন্নিবেশ করা হয়েছে ২১৬৬ নতুন ভুক্তি, উপভুক্তিসহ অসংখ্য প্রবাদ-প্রবচন, লােকছড়া, ধাধা ইত্যাদি। আঞ্চলিক ভাষার শব্দ সংগ্রহ ও অভিধানের পরিকল্পনা নিঃসন্দেহে একটি বড়মাপের কর্মোদ্যোগ। বাংলা ভাষার। আঞ্চলিক শব্দ সংগ্রহের কাজ প্রাতিষ্ঠানিকভাবে শুরু করে বঙ্গীয় সাহিত্য পরিষৎ। ঢাকার বাংলা একাডেমি আঞ্চলিক শব্দের অভিধানও প্রকাশ করেছে। ব্যক্তিগত পর্যায়ে যেসব। উৎসাহী মানুষ আঞ্চলিক শব্দ সংগ্রহের ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন মাহবুবুল হাসান তাদের একজন। বর্তমান অভিধানটি শব্দপ্রেমিক ও ভাষা-গবেষকদের কাছে আরও বেশি সমাদৃত হওয়ার পাশাপাশি ইংরেজি। অনুবাদ থাকায় চট্টগ্রামী ভাষাপ্রেমিকদের জন্য অথবা। চট্টগ্রামী ভাষা না-জানাদের জন্য বিশেষভাবে সহায়ক। হবে। এই অঞ্চলের মানুষের ভাব-ভাষা বুঝতে সহজ হবে। অভিধানের ইতিহাসে এইরকম কাজ সম্ভবত খুবই দুর্লভ।