User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নাম- মমিন উদ্দিনের বিপদ লেখক- রাতুল আমীন প্রকাশনী- পার্ল পাবলিকেশন্স পৃষ্ঠা সংখ্যা- ৯৫ মুদ্রিত মূল্য- ২০০ টাকা গল্পটাকে অতিপ্রাকৃত বলা যেতে পারে। মমিন উদ্দিন আর দশটা সাধারণ বাঙ্গালী ছাপোষা ব্যক্তির মতই। একলা মানুষ। কারো আগে পিছে নেই। আপন বলতে পোষা কুকুর ভোলা। চাকরি করেন একটা এনজিওতে। চাকুরীর শেষ মাস চলছে। তাকে সংবর্ধনা দেবার ব্যবস্থা করা হচ্ছে। এরকম অজপাড়া গায়ে এসব আগে কখনো ঘটেনি। তাই গ্রামের সাধারণ মানুষ সকলেই ব্যাপারটা নিয়ে অতি উৎসাহী। একদিন হঠাৎ বাড়ি ফেরার সময় মমিন উদ্দিনের মাথায় বাজ পরল। সাধারণত বজ্রাঘাতের পর কোনো মানুষ বাঁচে না। তবে এক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। উনি দিব্যি বেঁচে রইলেন। তারপরেই তার সাথে শুরু হতে লাগলো অদ্ভুত সব সমস্যা। সমস্যা গুলোর কথা অফিসের বড় বাবুকে বললে উনি তাকে পাগল ঠাউরালেন। সুরুজ মিয়ার ইচ্ছা সে গায়েন হবে। কিন্তু তেমন কোনো সুযোগ পাচ্ছিলেন না। অনেক কাঠ-খড় পুড়িয়ে সংবর্ধনা অনুষ্ঠানে গান গাবার সুযোগ পেলেন। তারপর কি হলো? গল্পটা আলেয়ার। যার রয়েছে এক ভয়াবহ অতীত। সুরুজ মিয়াকে ভালোবাসে সে। কিন্তু কি তার পরিণতি? পাঠ পতিক্রিয়া- লেখকের তৃতীয় বই এটা। প্রফেসর ঝমলুকে নিয়ে তার লেখা আগের দুটি বই শিশু-কিশোররা গোগ্রাসে গিলেছে। সেটা থেকে বেরিয়ে ভিন্ন একটা কাজ সত্যি প্রশংসার দাবিদার। মজার ব্যাপার এটাতে উনি লেখার স্টাইলটাই চেঞ্জ করে ফেলেছেন। কাহিনীটা আরও বড় করা যেত। চরিত্রগুলোকে আরেকটু স্পেস দেয়া যেত। কিন্তু যতটুকু প্রতিফলিত হয়েছে তা যথেষ্ট আনন্দদায়ক। ভবিষ্যতে আরো দারুণ দারুণ বই পাবো আশা করছি। বইয়ের মাঝে মাঝে বেশ কিছু বাক্য দারুণভাবে দাগ কেটে যায়।
Was this review helpful to you?
or
মানুষ সর্বদা একটি গোছানো ও পরিপাটি সুখের জীবন চায়। কেউ টাকা পয়সা চায়, কেউ ক্ষমতা চায়; সবই এই শুখের জন্য। কিন্তু মানুষ কি সুখি হতে পারে? সে যেভাবে চায় সেভাবে কি জীবন চলে? মমিন উদ্দিন একজন সাধারন মানুষ। গ্রামের এক এনজিও তে চাকরি করেছেন ৩০ বছর। তাকে কি সুখি বলবেন? হ্যা, বলা যায়। একজন সৎ ও সাধারন মানুষ, যাকে সবাই ভালোবাসে, তাকে সুখি মানুষ বলতে আমার আপত্তি নেই। তবে সবার জীবনেই কিছু অপূর্ণতা থাকে। মমিন উদ্দিনেরও আছে। একমাত্র কুকুর ভোলাকে নিয়ে তার সংসার। সাদাসিধে এই মানুষটার চাকরির মেয়াদ শেষ হচ্ছে। সেটা নিয়ে তিনি সামান্য চিন্তায় আছেন।। এরই মাঝে হটাৎ তার সাথে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেলো। এক ঝড়ের রাতে তার উপর বজ্রপাত হলো কিন্তু তিনি বেচে রইলেন। আর অদ্ভুত কিছু ঘটেছিলো তার অজান্তেই।। তিনি কিন্তু জানেন না! অতিপ্রাকৃতিক ঘরনার একটি বই মমিন উদ্দিনের বিপদ। প্রথমে কিছু সমালোচনা করে নেই, কি বলেন? প্রধান চরিত্র মমিন উদ্দিনের চরিত্রের আরেকটু গভিরে নিয়ে যেতে পারতেন লেখক। হয়ত তার প্রয়োজন মনে করেননি। বেশ কিছু জায়গায় মনে হচ্ছে চরিত্রগুলো মধ্যকার সম্পর্ক আরেকটু বিস্তারিত হতে পারতো। সোবহান সাহেবকে প্রথমে যেমন মনে হয়েছে পরে তার প্রতি ধারনা পরিবর্তন হয়েছে। এটা হতো না যদি চরিত্র ও সম্পর্কগুলো একটু বিস্তারিত আলোচনা হত। পরিচ্ছেদগুলো খুবই ছোট ছোট। এক একটা পরিচ্ছেদ মাত্র দুই পৃষ্ঠা হলে ভালো লাগে কিভাবে? প্রতিটা পরিচ্ছেদে বাড়ানোর মত যথেষ্ট সুযোগ ছিলো। লেখক কেন এত ছোট ছোট পরিচ্ছেদ দিলেন সেটা আমার বোধগম্য না। সুরুজ মিয়া নামক এক চরিত্র একটু খাপছাড়া লেগেছে। গল্পে বলা হচ্ছে যে, তার ইচ্ছা সে বড় গায়েন হবে। লালন গীতি করে সে। তার বড় গায়েন হওয়ার ইচ্ছা থাকলেও এখনো হয়ে ওঠেনি। পরে দেখি যে, সে যাকেই গান শোনাচ্ছে সেই মন্ত্রমূগ্ধের মত তার অসাধারন গান শুনছে। আমার খটকা লেগেছে যেখানে সেটা হলো, এতদিন সে গ্রামে আছে, অথচ সবাই তার গান প্রথন শুনে অভিভূত হচ্ছে। শেষ সমালোচনা করি। বইটা আরেকটু বড় হতে পারতো। কেন যেন মনে হচ্ছিলো লেখকের তাড়া আছে, তাই তারাতারি শেষ করে দিলেন সমালোচনা করলাম, এবার একটু ভালো দিক গুলো বলতে হয়। বইটা শুরু করার পরে কয়েকবার ভেবেছি যে রেখে ঘুমিয়ে পড়বো। কারন রাত হয়ে যাচ্ছিলো। তাছারা সারাদিনের ক্লান্তি। তার পরেও শেষ না করে উঠতে পারি নাই। গল্পে আটকে গেছিলাম। খুব অসাধারন প্লট বলবো না। তবে সাধারন প্লট নিয়ে পাঠককে গল্পে আটকে রাখার জন্য লেখক অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। লেখার বর্ণনা সাবলিল ছিলো। তবে ভাষার ব্যবহার আরেকটু ভালো হতে পারতো। তাহলে আরো উপভোগ্য হত। সমালোচনায় যেটা বলেছি সেটা আবারো বলি প্রশংসা হিসেবে; বইটা আরেকটু বড় হতে পারতো। আমার ভূল না হলে এটি লেখকের তৃতীয় বই। সেক্ষেত্রে বলতে হবে মোটামুটি ভালো। লেখক যদি সমালোচনা হাসিমুখে গ্রহন করে লেখার মান বাড়াতে পারেন তাহলে ভবিষ্যতে ভালো ভালো বই পাবো বলে আশা করা যায়। লেখকের প্রতি শুভকামনা থাকলো।