User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শাহরিয়ার এর রচিত বেসিক আলী এর কথা সবাই জানেন । বেসিক আলী বইয়ের নাম্বার সিরিজের বাহিরের কমিক্স বই এটি । বেসিক আলীর অদ্ভুত মজার ঘটনা নিয়ে লেখা বেসিক আলীর ভৌতিক অভিযান বইটি ? বেসিক আলী লাভারদের জন্য এই বইটি অনেক মজার হবে! আর বেসিক আলীর Adventure যে কাউকেই অনেক আনন্দ দিবে এবং নিয়ে যাবে অন্য এক জগতে ?
Was this review helpful to you?
or
Kahini valo. funny and interesting
Was this review helpful to you?
or
কয়েকটি ভাল লাগল
Was this review helpful to you?
or
yas
Was this review helpful to you?
or
Amazing ❤️
Was this review helpful to you?
or
ভাল বই।
Was this review helpful to you?
or
ভালো উপভোগ করেছি
Was this review helpful to you?
or
ভালোই মামা !
Was this review helpful to you?
or
বেসিক আলীর ভৌতিক অভিযান আমার অনেক পছন্দ হয়েছে।
Was this review helpful to you?
or
অনেক মজার বই।
Was this review helpful to you?
or
বেসিকআলীর এই বইটি পড়ে আমার খুব ভাল লেগেছে। ?
Was this review helpful to you?
or
আমি কখনো ওইভাবে কমিক বুকস পড়ি নাই "বেসিক আলীর ভৌতিক অভিযান" পড়ার আগে। আর তার পরে বিশেষ কোনো আকর্ষণ থাকলেও কখনো ওইভাবে দেখিনি। যাই হোক সব মিলিয়ে বুইটি আমার খূবই ভালো লেগেছে ।স্টোরিটাও ছিল চমৎকার ১০০ তে 95 দিবো । ৫ মার্ক কেনো কম দিয়েছি পরে বলছি। আর ড্রয়িং কেমন ছিলো তা নিয়ে তো কেনো প্রশ্ন উঠতেই পারে না। সব মিলিয়ে চমৎকার ।আমি একদম মুগ্ধ হয়ে গেছি।আর যেই ছোট্ট জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে শেষের দিকে ২টি আলিঙ্গনের দৃশ্য ছিল এইটা কিছুটা আপত্তিকর।তবে এটা বাদে সবকিছুই ভালো ছিলো।বাবা আর আমি দুজনেই ২ বসাতেই বই শেষ। মাঝে ডিনার করলাম।এটাকে শুধু কমিক বুক না বলে গ্রাফিক নোভেল বললে ভালো হবে।
Was this review helpful to you?
or
বেসিক আলী নিয়ে কিছু বলার নেই। Besic alir sob comics i xoss eta kharap hbe kno? onek moja chilo?
Was this review helpful to you?
or
exillent
Was this review helpful to you?
or
Best of
Was this review helpful to you?
or
Very good to read
Was this review helpful to you?
or
Of the Other books of basic ali series, I like this the least. the the story of this is very weak, the jokes are very poor. The main story is about a person named Siraj who was killed by a Gang Leader of his village . after his death Basic incidentally found his skull where shiraja's spirit was captive. can basic and Siraj have revenge on the Gang Leader?
Was this review helpful to you?
or
Aro erokom boi chai..osadharon
Was this review helpful to you?
or
Khub bhalo story. Shahriar er quality hocche uni onek panel den nijer comics gulay which I love very much. এই গল্পে বেসিক একটি মাথার খুলি পায় যেটা কথা বলতে পারে। খুলিটা সিরাজ নামের এক লোকের। গল্পটা সিরাজ এর অসমাপ্ত প্রেম কাহিনী আর বেসিক এর সহায়তায় সকল ভিলেন কে হারিয়ে তা সমাপ্ত করা নিয়ে। আর বিশ্বাস করুন খুব মজার আর হাসির। That's all. You can buy it. I hope you'll not be disappointed..
Was this review helpful to you?
or
যারা বেসিক আলী কমিক্স সিরিজ এর ভক্ত। তাদের এই বই সফল ভাবে নিরাশ করবে। আমি বইটা পড়ে নিরাশ হয়েছি।
Was this review helpful to you?
or
শাহরিয়ার খান বাংলাদেশের একজন খ্যতিমান কার্টুনিসট।অাহসান হাবিবের সাথে তিনিও বাংলা সাহিত্যে কার্টুন বিষয়ক রচনা স্থান দিতে নিঃসাথপরের মত চেষ্টা চালিয়ে নিয়েে যাচ্ছন।শিক্ষাকজীবন পার করছেন ঢাকা বিশবিদ্যালয় থেকে।সাংবাদিকতা নিয়ে। বর্তমানে তারা লেখ কয়েকটি সিরিজ বেশ জনপ্রিয়। যেমন, বেসিক আলি,বাবু, সোমো।সাংবাদিকতায় মার্স্টারস করা এই আর্টিস্ট ১৯৯১সালে The Daily Star পত্রিকায় রিপোর্টার হিসেবে যোগদান করেন।বর্তমানে তিনি ঐ পত্রিকারই সিটি এডিটর এবং কার্টুনিস্ট হিসেবে কার্যরত আছেন।
Was this review helpful to you?
or
বেসিক আলী’র ভৌতিক অভিযান পড়ে ফেললাম। এটা বেসিক আলী কে নিয়ে প্রথম ‘ফুলস্কেপ’ কাহিনী, তাই বেসিক আলীর অন্যান্য ডাইজেস্ট-এর চেয়ে এই বইয়ের প্রতি আলাদা আগ্রহ ছিল। শাহরিয়ার খান বেসিক আলী’র অগনিত পাঠককে খুশি করার যথাসাধ্য চেষ্ঠা করেছেন। এই কমিক্স নিয়ে গোছানো রিভিউ লেখার দুঃসাহস এই মুহূর্তে করছি না, তবে বেসিক আলী পড়ার অভিজ্ঞতা অভিজ্ঞতা- আমার মতই বেসিক আলীর ভক্তদের সাথে শেয়ার করছিঃ ১. শাহরিয়ার খান, ‘বেসিক আলী’কে পরিবার, বন্ধুত্ব ও অফিস কেন্দ্রিক গতানুগতিক চরিত্র থেকে বের করে ঝুঁকি নেয়ার মত সিরিয়াস চরিত্র দিয়েছেন। উপন্যাসের বেসিক আলী, প্রথম আলোর ডেইলী কমিক স্ট্রিপের চিরচেনা বেসিক আলীর চেয়ে বেশী রোমান্টিক, একশন হিরো, রিস্ক টেকার, এডভেঞ্চারপ্রেমী। তবে বেসিকের ফাতরা দুষ্টুমী বাদ যায়নি। প্রথমবারের মত বেসিক আলীকে একদল সশস্ত্র ভিলেনের মোকাবিলা করতে হয়েছে। সব মিলিয়ে পাঠকরা একজন নতুন বেসিক আলীর সাথে পরিচিত হবেন। ২. উপন্যাসের মূল চরিত্রে বেসিক আর রিয়ার ভূমিকা বেশী, হিল্লোল অনেকটা পার্শ্ব চরিত্রে ছিলো। হিল্লোলকে যারা কখনো গার্লফেন্ডের সাথে দেখেননি, তারা এবার তা দেখতে পারবেন। এছাড়া মলি, তালিব, নেচার, ম্যাজিক, দখিনা থানার ইন্সপেক্টর ‘নরজুল’ ভাই, বাঙ্গু ব্যাংকের চেয়ারম্যান, দেলোয়ার ভাইদের আনাগোনা ছিল। রেগুলার কমিক স্ট্রিপের কয়েকটি আলোচিত চরিত্র উপন্যাসে আসেনি। বোধ করি, গল্পের প্রয়োজনে ঐ রেগুলার চরিত্রদের শাহরিয়ার খান উপন্যাসে আনেননি। ৩. ছোট্ট স্পয়লারঃ উপন্যাসে শাহরিয়ার খান প্রথম বারের মত বেসিক আলীকে তার ফিকশানাল জায়গা-(দখিনা, বাদেকুশা) থেকে বের করে এনেছেন। বেসিক আলীর এই এডভেঞ্চারের বড় অংশ শ্রীমঙ্গলে ‘চিত্রায়িত’ হয়েছে। ৪. পুরো কাহিনীটা কমেডির পাশাপাশি, এডভেঞ্চার, একশন, ক্ষেত্র বিশেষে থ্রিলারের প্যাকেজ। গল্পের প্যাটার্ন দেখে মনে হয়েছে এই কাহিনীকে অনায়াষে এক ঘন্টার একটি টেলিফিল্ম বা চলচিত্রের রূপান্তর করা যাবে। শাহরিয়ার খান হয়তো এমনই এক চিত্রনাট্যকে কমিক্স আকারে উপস্থাপন করেছেন। তার উপস্থাপনা অসাধারণ হয়েছে। ৫. শাহরিয়ার খান একবার কমিক্সের ‘ইংকিং’-কে বেশ ‘পেইনফুল জব’ বলেছিলেন। এই ‘পেইনফুল জব’ তিনি অনেক ধৈর্য্য এবং নিষ্ঠার সাথে করেছেন। যার প্রতিফলন পাঠকরা প্রতিনিয়ত ফেসবুকের পাতার পাচ্ছেন, এবার পাবেন বেসিক আলীর প্রিন্টেড ভার্সন-এ। প্রতিদিন পত্রিকা পড়ার আগে ফেসবুকে লগ-ইন করি বেসিক আলীর রঙ্গীন সংস্করণ পড়ার জন্য। কারণ, প্রথম আলোর সাদাকালো বেসিক আলীর চেয়ে রঙ্গীন বেসিককে আমি বেশী পছন্দ করি। সেই রঙ্গীন বেসিক আলী আরো ঝলমলে রূপ নিয়েছে, প্রিন্টেড ভার্সনে। সব মিলিয়ে বেসিক আলীকে নিয়ে ‘চিত্রিত’ ৯২ পৃষ্ঠার গ্রাফিক নভেল আমাকে নিরাশ করেনি। Cheers! -FaysaL Bin DaruL ifaysal.blogspot.com/2018/02/basic-ali-graphic-novel-experience.html