User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নাম- মনসা লেখক- শাহনাজ পান্না প্রকাশনী- বাতিঘর পৃষ্ঠা সংখ্যা-১৯০ মুদ্রিত মূল্য- ২০০ টাকা হারপেটোলজিস্ট লারা ও তার লেখক ভাই মিলে চন্দ্রবোড়া নিয়ে গবেষণা করতে যাচ্ছিলেন ঢাকা থেকে অনেক দূরের কোনো এক অঞ্চলে। সেখানে যাবার আগে বিস্তারিত তথ্য জানতে সাভারের সাপুড়ে পল্লীর এক বয়োজ্যেষ্ঠ সাপুড়ের সাথে কথা বলে তারা। চন্দ্রবোড়ার সম্বন্ধে জানতে গিয়ে তারা জানতে পারে সোয়া’শ বছরের প্রাচীন এক ভয়ংকর কিংবদন্তির কথা। ব্যাপারটা আগ্রহী করে তোলে তাদের দুজনকেই। সেই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জানতে পারে সেখানকার মানুষেরা দেবী মনসাকে নিয়ে ভীত। মনসা মন্দিরের পূজারির কাছ থেকে পাওয়া যায় কিছু বিস্ময়কর তথ্য। আদতে কি ছিল সেই কিংবদন্তি? কেনই বা সে অঞ্চলের মানুষ মনসাকে ভয় পায় এত? পাঠ পতিক্রিয়া- বইটা ধরার আগে এর বিষয়বস্তু ও প্রিভিউ বেশ আগ্রহী করে তুলেছিল। তবে তেমন একটা ভালো লাগলো না পড়ে। ছোট একটা গল্পকে অহেতুক ১৯০ পৃষ্ঠা করা হয়েছে মনে হল আমার। বিষয়বস্তু খুব আগ্রহী করার মত হলেও প্লট টা বেশ সাদামাটা। মোটামুটি বলা যায়। লেখকের পরবর্তী বইয়ের জন্য শুভকামনা।
Was this review helpful to you?
or
☆☆☆
Was this review helpful to you?
or
নেতা বলে বিষহরি হেথা রহিয়া কিবা করি মর্ত্যভূমে চল যাই। মর্ত্যভুবনে যাইয়া ছাগ মহিষ খাইয়া সেবকেরে বর দিতে চাই।। নেতারে সঙ্গতি করি মধ্যেন নামে বিষহরি হাসে পদ্মা রচনা দেখিয়া। হেটে ধান্যের শরা উপরে বিচিত্র ঝরা সোনার ঘটে চন্দন দিয়া।। (মনসার জন্ম পালা) বিজয়গুপ্তের মনসামঙ্গল মনসা দেবীর নাম আগে শুনলেও কখনো ব্যাপারটা নিয়ে জানতে ইচ্ছা হইনি। তবে গতমাসে ফুয়াদ ভাইয়ের “চন্দ্রাহত” পড়ার পরে স্বাভাবিকভাবেই মনসার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। সেই আগ্রহ থেকেই বইটা পড়া। ঘটনার সূত্রপাত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার এক সুপ্রাচীন কিংবদন্তী নিয়ে। প্রায় ১৩০ বছরেরও আগে এক জমিদার তার সম্পদ রক্ষার জন্য বলি দেন এক নিষ্পাপ শিশু কন্যাকে। তারপরেই শুরু হয় অভিশাপ। সেই শিশু কন্যাই কি সাপে রূপান্তরিত হয়েছিলো? জানা যায়নি। তবে সেই কিংবদন্তি থেমে থাকেনি। সেই স্থানে এখনো জেগে আছে মহা শক্তিধর মনসা। হঠাৎ করেই যেন তার ভক্তকুলের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তা যদি নাই হবে তবে কেন হঠাৎ এই অঞ্চলে এত সাপের উৎপাত? কেন সাপের অত্যাচারে অতিষ্ট মানুষ? দলে দলে লোকে দেবীকে তুষ্ট করার চেষ্টা করলেও দেবী তুষ্ট হচ্ছেন না। সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে যাত্রা করা তরুণী হার্পেটোলজিস্ট লারা আর তরুণ লেখক রুমী আটকা পড়লো কিংবদন্তীর ফাদে? সত্যিই কি সেখানে ওৎ পেতে আছে অতিপ্রাকৃতিক কিছু? রহস্য উদঘাটন করতে গিয়েও পারছে না। এর সাথে মিশে আছে স্থানীয় মানুষের ধর্মীয় অনুভুতি। তারা কেন চাইবে দেবীর শান্তি নষ্ট করতে? কিন্তু সোয়া’শ বছরের জাল ভেদ করে চলে আশা কি এত সহজ? বেশ কিছুদিন দর্শনের মত কাটখোট্টা বিষয় পড়ে মাথা হ্যাং হয়ে ছিলো। সেই জট ছাড়াতেই ফিকশানাল কিছু পড়ছি। পরপর দুইটা বই পড়া হলেও মন ভরছিলো না। “মনসা” পড়ার পরে সেই আক্ষেপ কেটে গেলো। লেখিকার প্রথম মৌলিক উপন্যাস হলেও কোথাও একবারের জন্যও তা মনে হয়নি। এটা এমনই একটা প্লট যে, লেখা আনাড়ি হলে গল্পের আমেজটা থাকত না। পুরো গল্পে একটা গা ছমছমে ভাব ছিলো। এই ছমছমে ভাবটাই বইটা ছেড়ে উঠতে দিচ্ছিলো না। প্রছদটা সুন্দর ও গল্পের সাথে মানানসই। তবে আরো আকর্ষনীয় করা যেত মনে হয়। বিভিন্ন পরিচ্ছেদের শুরুতে ছোট ছোট কাব্যাংশ বইয়ে বাড়তি অলংকার যোগ করেছে। আর টুইস্ট? থাক আপনারা পড়ে নিবেন।