User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
very good book, focusing both history and story. Anyone can know about our freedom fighting
Was this review helpful to you?
or
vary vary nice
Was this review helpful to you?
or
যারা ভোর এনেছিল, উষার দুয়ারে এবং আলো-আঁধারের যাত্রী। আলাদা আলাদা বই। প্রথমটা ১৯৫২ পর্যন্ত, পরেরটা ১৯৫৫ পর্যন্ত, এবার ১৯৬৬ পর্যন্ত। পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন, বাঙালির স্বাধিকার আন্দোলন, শেরে বাংলা, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, শেখ মুজিব, তাজউদ্দীন, বেগম মুজিব... বরকত, রফিক, সালাম, জব্বার। মণি সিংহ, ফরহাদ। ধীরেন্দ্রনাথ দত্ত, সরদার ফজলুল করিম, আনিসুজ্জামান, আবু জাফর শামসুদ্দীন। ফয়েজ আহমদ, ওয়াজেদ মিয়া, শেখ মনি, হায়দার আকবর খান রনো, এম আর আখতার মুকুল। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা। জন্ম নিল রাসেল। বেলি ফুলের মালা বিনিময় করে বিয়ে করলেন তাজউদ্দীন আর লিলি। ছয় দফা ঘোষিত হলো। ছয়দফার সংগ্রামে জীবনবাজি রেখে লড়াইয়ে নামল বাঙালি।
Was this review helpful to you?
or
লেখক আনিসুল হক এর লেখা প্রিয় বই আলো-আঁধারের যাত্রী এর ফ্লপে লেখা কিছু কথা- কেন্দ্রিও মন্ত্রীর অনুরোধেও মৌলানা ভাসানি অনশন ভঙ্গ করেননি। শেখ মুজিব ছুটে গিয়েছিলেন তাঁর কাছে, তাঁকে সোজা পাঁজাকোলা করে তুলে নিয়ে উঠিয়েছিলেন গাড়িতে, তারপর একটানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাস্পাতালেও তিনি অনশন চালিয়ে যাচ্ছিলেন। পাকিস্থানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। তিনি মুখ্য মন্ত্রী আবু হোসেনের মাধ্যমে তারবার্তা পাঠিয়েছিলেন ভাসানির কাছে। তারবার্তায় বলা হয়েছিল, পূর্ব পাকিস্থানের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে। ভাসানি যার কথা বলবেন, তাকেই দায়িত্ব দেওয়া হবে বিদেশ থেকে চাল আমদানি করার। ভাসানি অনশন প্রত্যাহার করেছিলেন।
Was this review helpful to you?
or
পড়ে শেষ করলাম, পড়তে পড়তে কিছু অংশ পড়তে গিয়ে বারবার মনে হয়েছে ,যদি এটা সবার সাথে শেয়ার করা যায়, তাহলে সবাই জানতে পারবে। তাই ফেসবুকে শেয়ার করেছি। হয়তো উপন্যাস বলে কিছু রঙ চং যোগ হয়েছে। তবে ৩২ নং বাড়ি, মাওলানা ভাসানীর ভক্ত, বঙ্গবন্ধুর জেলের দিনগুলি ঐতিহাসিক সত্য। বইটি না পড়লে অনেক কিছু অজানা থাকতো। তারপরে আবার উপন্যাসের বেশে থাকায় পড়ার আগ্রহ পাওয়া গেল। আবার বলা থাকে-হয়তো অনুকুল সরকার আছে বলেই এই ধরনের উপন্যাস ছাপানো গিয়েছে, বা লেখক লেখার সাহস পেয়েছেন। দামটা একটু বেশি-তবে প্রথমা কে জিজ্ঞেস করলে বলে-আমাদের বইয়ের কাগজ ভাল। যাই হোক পড়ের পর্বের অপেক্ষায় থাকলাম।
Was this review helpful to you?
or
ইতিহাসআশ্রয়ী এই উপন্যাসের কাহিনি বাংলাদেশের ১৯৫৬ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত উত্তাল সময়ের প্রেক্ষপটে এগিয়ে গেছে। বাংলাদেশের অভ্যুদয়ের নায়কদের নিয়ে লেখা এ বইয়ে ইতিহাস প্রেক্ষাপট হিসেবে এলেও এটি ইতিহাস নয়; উপন্যাস। এই কাহিনি রচনার সময় বিভিন্ন বই থেকে উদার হাতে গ্রহণ করা হয়েছে। কোথাও কোথাও তা সরাসরি উদ্ধৃতির পর্যায়েই চলে গেছে। কোথাও-বা পুনর্লিখন করা হয়েছে মাত্র। বইটা উপন্যাস বলে তথ্যসূত্র দেওয়া হয়নি। আশা করি, বিজ্ঞ ও বিবেচক পাঠক এই ব্যাপারটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশের স্বাধীনতা যে এক দিনে আসেনি, এক বছরেও নয়, এই কাহিনি তা মনে করিয়ে দেবে আবারও। আমাদের স্বাধীনতার মহান যাত্রী, অভিযাত্রী ও অধিকানয়কদের জানাই সালাম।