User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
darun boi
Was this review helpful to you?
or
I like this site. This site is good for ours.
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
কাজী নজরুল ইসলাম কে অপমান করেছে এই লেখক। সম্পূর্ণ একপেশে লেখনি দিয়ে নজরুল কে হিন্দুয়ানীতে বর্ণনা করা হয়েছে। নজরুল ইসলামের জীবনী লেখার কোন যোগ্যতায় নেই এই গর্দভ লেখকের। নজরুল ইসলামের প্রতি কোন শ্রদ্ধা বা ভালবাসা নেই এই গোলাম মুর্শিদের।
Was this review helpful to you?
or
onek kichhu aro janar chhilo.
Was this review helpful to you?
or
কাজী নজরুল ইসলামের জীবনীগ্রন্থ হিসাবে সঠিক তথ্য প্রদানে সচেষ্ট বইটি নজরুলের লেখনীর ভক্তদের জন্য আকর্ষণীয় একটি বই। ইতোপূর্বে কাজী নজরুল ইসলাম সম্পর্কে এতোটা সঠিক তথ্য কোনো বইয়ে পাওয়া যায় নি এবং যেগুলো পাওয়া গেছে সেগুলোর সঠিক কোনো প্রমাণ ছিল না। এই বইয়ের লেখক প্রমাণ ও বিশ্লেষণের মাধ্যমে কাজী নজরুল ইসলামের একটি সুন্দর আত্মজীবনী লিখতে সক্ষম হয়েছেন।
Was this review helpful to you?
or
বাঙালি মাত্রই ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলামের নাম শুনে বড় হয়। কিন্তু দুর্ভাগ্য নজরুলের জীবনের কিছুই জানা হয় নি। “বিদ্রোহী রণক্লান্ত : নজরুল-জীবনী” বইটা পড়ে মনে হল নজরুল সম্পর্কে যেন শূন্য থেকে জানলাম। গোলাম মুরশিদ লিখেছেন এই বই কিংবদন্তির নজরুলকে নিয়ে নয় এটা রক্ত মাংসের নজরুলকে নিয়ে। কিন্তু নজরুল নিজেই যখন সবার চেয়ে আলাদা, তখন তাঁর জীবনীও যে অসাধারন হবে এটাইতো স্বাভাবিক। এই বইয়ে নজরুলকে দেখা যায় সৈনিক, কবি, প্রেমিক, স্বাধীনচেতা, খাম-খেয়ালি, পুত্র হারা বাবা, স্ত্রী সুস্থতা কামনায় স্বামী কিংবা মানসিক শান্তির পিছনে ছোটা অসহায় একজন এবং সবশেষে অসুস্থ মানুষ হিসাবে। পাঁচ শতাধিক পৃষ্ঠার এই বইয়ের চারশ পৃষ্ঠা নজরুলের চল্লিশ বছর নিয়ে। পরের একশ পৃষ্ঠা তাঁর দীর্ঘ ৩০ বছরের অসুস্থ জীবন নিয়ে। নজরুল দীর্ঘ সময় অসুস্থ ছিলেন, এটা সবাই জানে। কিন্তু তাঁর অসুস্থতার সময়টা যে তাঁর নিজের এবং পরিবারের বাকি সদ্যসদের জন্য কতটা কষ্টের ছিল এই বই না পড়লে হয়তো কোনদিন জানা হতো না। মনের অজান্তেই তখন সেই দুরন্ত বিদ্রোহী কবির জন্য খারাপ লাগে।
Was this review helpful to you?
or
নজরুল নিজেকে একসময় বিদ্রোহী বলে ঘোষণা করেছিলেন। বিদ্রোহের প্রথম দুই-তিন বছর প্রকৃত বিদ্রোহীর মতোই আচরণ করছিলেন। তবে ১৯২৭ সালের শুরু থেকে তিনি পরাজিত হতে থাকলেন, পরাজিত হলেন দারিদ্র্যের কাছে। দারিদ্র্যের কাছে পরাজিত হয়ে তিনি রণক্লান্ত হলেন, রণে ভঙ্গ দিলেন। যার জন্য ১৯২৭ সালের মে মাসে নওরোজ পত্রিকায় তিনি চাকরি নিলেন একটি শর্ত মেনে। শর্তটি হচ্ছে, তিনি যা কিছু লিখবেন তার সবই ওই পত্রিকায় প্রকাশিত হবে। কোনো স্বাধীনচেতা লেখক বা কবি এ রকম দাসত্ব-দশা মেনে নিয়ে চাকরি সাধারণত করবেন না। কিন্তু নজরুলের মতো বিদ্রোহীও সেই বশ্যতা স্বীকার করে নিলেন। ওই বছরেরই ডিসেম্বরে নওরোজ ছেড়ে যোগ দিলেন সওগাত-এ। এবারে বেতন বেড়ে হলো দেড় শ টাকা। আর বিনিময়ে সেই একই রকম শর্ত। এভাবেই নজরুলের পরাজয়ের শুরু। সেই পরাজয় আরও বিস্তৃত হলো যখন তিনি ১৯২৯-৩০ সালে গ্রামোফোন কোম্পানির জন্য গান লিখতে শুরু করলেন। তখন গান লিখতে গিয়ে তো নিজের মনের মধ্যে কী প্রেরণা আসছে, তা তিনি চিন্তা করছেন না। অন্তরের এই ভাব থেকে আমি এই গানটি লিখব—এমনটি কি আর ঘটছে? তখন তাঁর কাছে নিছক ফরমাশ দেওয়া হতো। কবি সে সময় লিখছেন অন্যের ফরমায়েশে—এর চেয়ে বড় পরাজয় আর কী হতে পারে? তবে তাঁর লেখা অধিকাংশ গানই যে রসোত্তীর্ণ ও চমৎকার হয়েছে, তাতে দ্বিমত নেই, থাকা সম্ভবও নয়। কিন্তু আত্মিক পরাজয় স্বীকার করেই তিনি এই ক্ষেত্রে এসেছিলেন। এ কারণেই বলেছি, তিনি বিদ্রোহী ঠিকই, কিন্তু রণক্লান্ত। পরাজিতও বটেন।
Was this review helpful to you?
or
গোলাম মুরশিদ একজন গর্ধব। কি করে এতো সাহস হয় তার, সে নজরুলের পায়ের ধুলোর ও সমান নয়। নজরুলকে সে বিকৃত করেছে। অনেক লেখক গোলাম মুরশিদকে বদমাশ বলেছেন।
Was this review helpful to you?
or
নিজের নামের থেকেও বেশি পরিচিত তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে। জন্ম একটি প্রত্যন্ত গ্রামের অতিদরিদ্র এবং স্বল্পশিক্ষিত পরিবারে। এ হেন পরিবেশে জন্মে এবং দারুণ দারিদ্রে্যর বিরুদ্ধে লড়াই করে কী করে তিনি বলতে পারলেন তাঁর সামনে হিমালয়ও নতশির? প্রবল ইংরেজ সরকারকে অগ্রাহ্য করে কী করে কবিতা লিখে কারারুদ্ধ হলেন তিনি? কী করে হতে পারলেন, যা তিনি হয়েছিলেন? লেটোর দলে গান লেখায় যাঁর হাতেখড়ি, তিনি কী করে সবচেয়ে বেশিসংখ্যক বাংলা গান রচনা করলেন পরবর্তীকালে? ভাবলে বিস্মিত হতে হয় কী করে তিনি একই হাতে লিখলেন ইসলামি গান, কীর্তন আর শ্যামাসংগীত। তাঁর সম্পর্কে এন্তার লেখা হয়েছে। কিন্তু তাঁর সম্পর্কে রটনা যত শোনা যায়, ঘটনা তত জানা যায় না। তাঁর সত্যিকার জীবন-কাহিনি ঢাকা পড়েছে শত কিংবদন্তির ঘন ধোঁয়াশায়। অতিরঞ্জিত নজরুল নন, কিংবদন্তির নজরুল নন—এই গ্রন্েথ নজরুলকে দেখা যাবে তাঁর সত্যিকার স্বরূপে। কবি ও সংগীতকার নজরুলকে ছাড়াও দেখা যাবে এক বিবর্তনশীল প্রতিভাকে, একজন রক্তমাংসের মানুষকে। জানা যাবে তাঁর রাজনৈতিক জীবন এবং তাঁর রোগ সম্পর্কে নতুন কথা।
Was this review helpful to you?
or
ধারণা নির্ভর মন্তব্যে ভরপুর। এত অশ্রদ্ধা নিয়ে কাজী নজরুল ইসলাম কে নিয়ে লেখা সম্ভব তা আগে বুঝিনি। সত্যের সাথে মিথ্যার মিশেল দিয়ে কবিকে অপমান করার এ ব্যর্থ চেষ্টা লেখকের নিচু মানসিকতার পরিচয় দেয়।