User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ ছিল।
Was this review helpful to you?
or
Must-read book.
Was this review helpful to you?
or
খুব একটা বেশি ভালো না বইয়ের সারসংক্ষেপ। আমার কাছে বেশিভালো লাগেনি।
Was this review helpful to you?
or
আমার কাছে তেমন ভালো লাগে নি।
Was this review helpful to you?
or
life is very easy
Was this review helpful to you?
or
খুব যত্ন নিয়ে লিখেন নাই। আমার পছন্দ হয়নাই।
Was this review helpful to you?
or
গুড বুক
Was this review helpful to you?
or
? ভাইয়ার কাছে কৃতজ্ঞ থাকব
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
মোটামুটি ভালো।
Was this review helpful to you?
or
পড়ার মতো একটা বই।
Was this review helpful to you?
or
Best motivational book ever.
Was this review helpful to you?
or
জীবন শুরু হয় স্বাভাবিক নিয়মে, শেষও হয় স্বাভাবিক নিয়মে। মাঝখানে শুধু একটু সমস্যা। আমাদের করতে হবে জীবন-সমস্যার সমাধান। আর সেখানেই আমাদের সাফল্য।
Was this review helpful to you?
or
NOT EXPECTED QUALITY
Was this review helpful to you?
or
বইটা পড়েছি। ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
টাকা উশুল হওয়ার মতো একটা বই
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
onek valo ekta boi
Was this review helpful to you?
or
মঝা পেলাম বইটি পড়ে
Was this review helpful to you?
or
আমে কেছো জানিনা।বোন্কে কিনে দিছি বোন বলেছে ভালা বই।?৩ পাবে টেনেটুনে।
Was this review helpful to you?
or
atar dam ta komano holona. onno apps to ai boytar dam kom
Was this review helpful to you?
or
বই: লাইফ ইজ ভেরি ইজি লেখকঃ মাশাহেদ হাসান সীমান্ত প্রকাশনীঃ বর্ণ প্রকাশ প্রকাশকালঃ ২০১৮ সাল ক্যাটাগরিঃ আত্ম-উন্নয়ন মুদ্রিত মূল্যঃ২০০ টাকা এটি একটি মোটিভেশন বই। এই বইয়ে লেখক সকল শ্রেণীর মানুষের হতাশা আর জটিলতা থেকে মুক্তি পেতে, প্রত্যেক মানুষের জীবনকে ইজি করতে, মানুষের জীবনের পরিস্থিতি গুলো ক্রমে ক্রমে ব্যাখ্যা দিয়েছে।পৃথিবীতে বেঁচে থাকতে কোন সময়ে আমাদের ভিতরে কোন অনুভূতি কাজ করে এবং সেই সময় কি করা উচিৎ তার বর্ণনা দিয়েছেন।
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ লাইফ ইজ ভেরি ইজি লেখকঃ মাশাহেদ হাসান সীমান্ত প্রকাশনীঃবর্ণ প্রকাশ প্রকাশকালঃ২০১৮ সাল ক্যাটাগরিঃ ব্যক্তি উন্নয়ন । মুদ্রিত মূল্যঃ২০০ টাকা এটি একটি মোটিভেশন বই। এই বইয়ে লেখক সকল শ্রেণীর মানুষের হতাশা আর জটিলতা থেকে মুক্তি পেতে, প্রত্যেক মানুষের জীবনকে ইজি করতে, মানুষের জীবনের পরিস্থিতি গুলো ক্রমে ক্রমে ব্যাখ্যা দিয়েছে।পৃথিবীতে বেঁচে থাকতে কোন সময়ে আমাদের ভিতরে কোন অনুভূতি কাজ করে এবং সেই সময় কি করা উচিৎ তার বর্ণনা দিয়েছেন।সব চেয়ে মজার ব্যাপার হচ্ছে বইটি যতক্ষণ পড়বেন,ঠিক ততক্ষণ মনে হবে আপনি আপনার জীবনের কথা গুলো কাউকে পড়ে শুনাচ্ছেন। কয়েকটি পরিস্থিতিঃ 0।আমরা সকল মানুষ শিশু হয়ে জন্ম গ্রহণ করি। তাই লেখক ০ পরিস্থিতির মাধ্যমে 'জীবনে শুরু থেকে নেয়া' পরিস্থিতিতে আমরা কখন কি করেছিলাম,কি করা উচিৎ খুব সুন্দর ভাবে লিখেছেন। ২।'মাঝে মাঝে নিজেকে একা মনে হয়' আসলেই তো কিছু কিছু সময় আমরা নিজেকে একাই মনে করি।আর একাকীত্ব সময়ে আমাদের কি করা উচিৎ লেখকের ভাবনা যেন নিজের ভাবনায় খুঁজে পাই। ৩।'আচ্ছা আমি কি এত টাই মূল্যহীন 'আমরা যখন বড় হতে শুরু করি,তখন আমরা বন্ধু,ফ্যামিলি, আর প্রিয় মানুষদের কাছে নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে না পেরে নিজেকে মূল্যহীন মনে করি। ৪।'জীবনটা হঠাৎ এলোমেলো লাগে'আমরা প্রেমে ব্যার্থ হয়ে,পরিক্ষায় রেজাল্ট খারাপ করে,পারিবারিক সমস্যায় পড়ে একটা সময় দেখা যায় জীবন টা অনেক এলোমেলো লাগে। বইটির কিছু উক্তি হৃদয় পেরিয়ে মস্তিষ্কে ভাবনার ফলন ফলায়। বইটিতে উল্লেখযোগ্য কিছু লাইনঃ ★পৃথিবীতে একাই চলতে হয়, চলার পথে কাউকে যদি পাশে পান সেটা আপনার জন্য বোনাস। ★আপনার পাশে কেউ থাকবে না,যদি আপনি নিজেই নিজের পাশে না থাকেন। তাই আগে নিজেকে অনুভব করুন আর জীবনের প্রতিটি মুহূর্তেই বাঁচুন। ★জীবনটা কখনো অন্যের জন্য না, নিজের জন্য। ★তাদের প্রয়োজনে আপনি পাশে থাকলেও,আপনার প্রয়োজনে তাদের সবাইকে পাশে পাবেন না। ★অধিকাংশ মানুষই আপনার ভালো থাকার দায়িত্ব নেবে না।
Was this review helpful to you?
or
সংসার সাগরে দুঃখ তরংগের খেলা আশা তার একমাত্র ভেলা। এই বইয়ের মাধ্যমে সেই আশার ভেলায় ভেসে নতুনভাবে জীবন চলার অনুপ্রেরণা পেয়েছি। প্রতিটি লাইন গভীর মনোজগ দিয়ে পড়েছি, উপলব্ধি করার চেস্টা করেছি। অধিকাংশ লিখাই আমার জীবনে ঘটে জাওয়া জগটনার সাথে মিলে যাওয়ায় তন্ময় হয়ে লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞ্যাপন করেছি।
Was this review helpful to you?
or
খুব ভাল একটা বই। রেটিং ৮/১০। আমার খুব পছন্দের একটা বই।তো বন্ধুরা, বইটি ভাল লাগলে রকমারি থেকে আজই অর্ডার করতে পার।
Was this review helpful to you?
or
onak helpful..
Was this review helpful to you?
or
oshadharon ekti boi
Was this review helpful to you?
or
It's a good book for self motivation. It can be life changing for someone. You can collect this if you think so... It will add some fuel in your life.
Was this review helpful to you?
or
এটি একটি অসাধারণ এবং যুগোপযোগী একটি বই। বইটি পড়ে মনে শান্তি পাবেন,ভালো লাগবে। আমি পড়ে দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই বলছি আপনিও একবার পড়ে দেখতে পারেন আশা করি আপনার কাছেও ভালো লাগবে। এই অল্প শব্দ দিয়ে এই বইয়ের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না,তাই আজ এই পর্যন্ত লিখলাম।
Was this review helpful to you?
or
জীবনের মানকে আরো উঁচু লেভেলে নিয়ে যেতে বইটি অনেকে সহযোগিতা করবে। বইটি অনেক ভালো। পড়ে দেখতে পারেন ।
Was this review helpful to you?
or
লাইফ ইজ ভেরি ইজি হ্যাঁ স্বীকার করতেই হবে, জীবনকে সহজ করার জন্য এই বইটির গুরুত্ব অত্যাধিক।
Was this review helpful to you?
or
অনেক কিছু শিখার আছে এই বই থেকে।
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
xoss .... this is such a great motivational book.!
Was this review helpful to you?
or
এই বইটা আমি ২০২০ সালে প্রথম পড়েছি।আর আমার পড়া বইগুলোর মধ্যে এটা ছিল আমার পড়া প্রথম বই ,যা আমার মন কেড়ে নিয়েছে।এই বইটা আমার খুবই প্রিয় একটা বই । কিন্তু দুর্ভাগ্যবশত এই বইটা হারিয়ে গিয়েছে। আমি বাইরে অনেক দোকানে খুঁজেছি তবে পাইনি। তাই আমি বইটা পুনর্মুদ্রিত করার অনুরোধ জানাচ্ছি
Was this review helpful to you?
or
বইটি এককথায় অসাধারণ ছিল।প্রতিদিন এর ভাষ্যমতে আমাদের জীবনের ছোট ছোট বিষয় গুলো তুলে ধরা হয়েছে। এর থএকে বেশি কিছু লেখা আমার পক্ষে সম্ভব না, কিন্তু বইটি আসম্ভব সুন্দর করে লেখা হয়েছে।
Was this review helpful to you?
or
চমৎকার একটা বই
Was this review helpful to you?
or
লাইফে অন্তত একবার বইটা পড়া দরকার! বইটা আপনাকে হতাশ করবেনা, এতটুকু বলতে পারি কারন ছেলেটি তার নিজের অভিজ্ঞতা থেকে লিখছে!
Was this review helpful to you?
or
এখন একদল লোকের আবির্ভাব হয়েছে যারা শুধুমাত্র চাপাবাজি করে নামডাক কামিয়ে ফেলে। এরা নিজেকে খুব ছোট থেকে অনেক গল্প বড় হওয়ার উদাহরণ হিসেবে ইনিয়ে বিনিয়ে প্রতিষ্ঠিত করতে চায়। এরাই হলো মোটিভেশনাল স্পিকার !!
Was this review helpful to you?
or
রকমারি.কম এ আমার প্রথম অর্ডার মাশাহেদ হাসান সীমান্ত ভাইয়ের লেখা লাইফ ইজ ভেরি ইজি বইটি। বইটি যেমন একদিক দিয়ে হতাশাকে ঝেঁটিয়ে বিদায় করে দেয় তেমনি পাঠকের মনকে করে তোলে রঙিন স্বপ্নবাজ মানুষের মনে। আমাদের মন ও মননে বরাবরই কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়।নানা প্রশ্নে বিদ্ধ হয় আমাদের ক্ষুদার্ত মন।এই সব প্রশ্নের চমৎকার সমাধানে সম্বলিত এই বইটি।বইটির বিশেষত্বে যে কোনো স্টেজের মানুষ অভিভূত হবে।বইটিতে অসংখ্য জীবন দর্শনমূলক উক্তি রয়েছে যা নিঃসন্দেহে যে কোনো পাঠকের মনে অনুপ্রেরণার খোরাক যোগাবে। আর হ্যা, এটা কিন্তু রকমারি বেস্ট সেলার বই।শেষ করবো প্রিয় একটি উক্তি দিয়ে- Turn your weakness into uniqeness.
Was this review helpful to you?
or
Boi ta Onek valo legeche.
Was this review helpful to you?
or
মাশহেদ হাসান সীমান্ত ভাইয়ের বক্তৃতা শুনেও খুব ভালো লাগলো। উনার অসাধারন বক্তৃতা গুলোও বইয়ের প্রতিফলন। উনার বক্তৃতা শুনে বইটার নাম জানতে পারলাম। দেন গুগল করে রকমারিতে বইটি অর্ডার করতে চলে এলাম। ধন্যবাদ সীমান্ত ভাই ও রকমারিকে
Was this review helpful to you?
or
yes
Was this review helpful to you?
or
সুন্দর
Was this review helpful to you?
or
shei
Was this review helpful to you?
or
মাশাহেদ হাসান সীমান্ত ভাইয়ের লাইফ ইজ ভেরি ইজি বইটির নামেই স্বর্থকতা রয়েছে। বইটির নাম উপলদ্ধি করলেই মনে হয় এখান থেকে অনেক কিছুই শেখার আছে। আর বইটি পড়েছি । বইটি খুবই ভাল। নিজের আত্নবিশ্বাস যোগাতে বইটি খুবই সহায়ক হবে। অনেক কিছুই শেখার আছে বইটিতে।
Was this review helpful to you?
or
শুধু এতটুকু বলবো, বইটা না পড়লে জীবনে অনেক কিছুই মিস করতাম....২০১৯সালে আমার পড়া বই গুলোর মধ্যে অনেক উপরে এই বইটির অবস্থান।
Was this review helpful to you?
or
মোটিভেশনাল বই এইটা। সিমান্ত ভাইয়া এই বইটা পড়ে একটি ব্যাপারে আমি ক্লিয়ার হইলাম,জীবনে যদি কোন পরিবর্তন আনতে হয় তাহলে এইটা আনতে হবে নিজেকেই।এই বইটা থেকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায়।
Was this review helpful to you?
or
Thanks
Was this review helpful to you?
or
থমে যখন বইটা পেয়েছিলাম-কেমন জানি একটা অবজ্ঞা ছিল মনে।ধুর এতটুকু ছেলে কি আবার মোটিভেশন দিবে। নিশ্চয়ই বিদেশি বই টই পড়ে-সারাংশ টাইপ হবে। তবে পড়তে পড়তে লেখক প্রথমে মনে হয় সেই উত্তর প্রথমেই দিয়ে দিয়েছেন। একদম জীবন থেকে মোটিভেশনার, ডিপ্রেশন থেকে বেচে উঠার বই।
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
সাম্প্রতিক বছরগুলোতে বাংলা ভাষার বইয়ের ব্যাপক বৈচিত্র এসেছে । বিদেশী ভাষার অনুবাদের পাশাপাশি তরুন লেখকরাও নানা বিষয়ে মৌলিক বাংলা বইও লিখছেন । সে সব বই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছেও বেশ। ২০১৮ সালের একুশের বইমেলায় গল্প , কবিতা উপন্যাসের পাশাপাশি আত্মউন্নয়ন , নেতৃত্ব ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে । নেতৃত্ব কিংবা আত্ম উন্নয়নের আসলে কোন নির্দিষ্ট একটি পথ নেই । মানুষের স্থান , কাল এবং ব্যক্তিভেদে যে অসীম বৈচিত্র তার প্রভাব দেখা যায় সফল মানুষদের জীবনে। তারা একেক জন ভিন্ন ভিন্ন পথে নিজেদের আত্ম উন্নয়নের কাজটি করেছেন। একেক জন একে ভাবে নেতৃত্ব দিয়েছেন । ভিন্ন ভিন্ন ভাবে করলেও আত্ম উন্নয়নের মুল সুত্র গুলো কিন্তু আসলে একই ধরণের। ২০১৮ সালে বই মেলায় প্রকাশিত আত্ম উন্নয়ন বিষয়ক এরকম একটি বই “লাইফ ইজ ভেরী ইজি” । বইটি লিখেছেন তরুন একজন লেখক ,মাশাহেদ হাসান সীমান্ত । যিনি এখনও একজন শিক্ষার্থী , কিন্তু যার বিচরণ শিক্ষা গ্রহনেই থেমে নেই । পাশাপাশি আত্মউন্নয়নের মুলসুত্র গুলো প্রসারে , তরুনদের মানসিক শক্তি প্রদানের জন্য প্রতিষ্ঠা করেছেন LIVE- Life is Very Easy সীমান্ত একজন বক্তা , প্রশিক্ষক , পার্সোনাল ডেভলপমেন্ট কোচ । দেশে বিদেশে বিভিন্ন ফোরামে বক্তব্য দিয়েছেন । সম্ভবত তিনি বাংলাদেশের সর্ব কনিষ্ঠ পেশাদার প্রশিক্ষক। আর এই বইয়ের মাধ্যমে নাম লেখালেন লেখকের কাতারে । বইটিতে ব্যাক্তিগত জীবনের হতাশা , দুর্ঘটনাকে পেছনে ফেলে তিনি কিভাবে সামনে এগিয়েছেন সেই গল্প বলেছেন । পাশাপাশি অন্যরা কিভাবে সামনে এগিয়ে যেতে পারে তার পথনির্দেশনা দিয়েছেন । লেখকের জীবনের ৩টি দুর্ঘটনা : ক. ২০০৯ - কলেজ থেকে বহিষ্কৃত খ.২০১২ বিশ্ববিদ্যালয়ে ড্রপ আউট এবং গ. চেহারা ও শারীরীক গড়নের জন্য অজস্র কটুক্তি ও হ্যারাসমেন্টের শিকার হয়ে জীবনে তিনি তিনটি প্রশ্নের উত্তর খুজেছেন : ১. তোমার কি বেঁচে থাকা উচিত ? ২. বেঁচে থেকে চারপাশের মানুষ গুলোকে কষ্ট দেয়ার কোনও মানে হয় ? ৩. তোমার কি এমন কিছু করা সম্ভব যেটা নিয়ে একদিন সবাই গর্ব করবে ? এ সব প্রশ্নের উত্তর খুজতে তার যে যাত্রা তার আলোকে বইটিকে সাজিয়েছেন । সহজ ভাষায় লেখা বইটির প্রচ্ছদও অত্যন্ত আকর্ষনীয় । বইটিতে পাঠক নিজের জীবনে কিভাবে হতাশাকে কাটিয়ে সামনে যেতে পারেন তার একটি মডেল ও লেখক উপস্থাপন করেছেন । বইটির অজস্র শক্তিশালী লাইন থেকে কয়েকটি পাঠকদের জন্য তুলে ধরার লোভ সামলাতে পারছি না : • ,আপনার পাশে কেউ থাকবে না,যদি আপনি নিজেই নিজের পাশে না থাকেন। তাই আগে নিজেকে অনুভব করুন আর জীবনের প্রতিটি মুহূর্তেই বাঁচুন। • নিজেকে কষ্ট দিয়ে কাউকে জবাব দেয়া যায় না। জবাব দিতে হয় বেঁচে থাকার চেয়েও ভালভাবে বেঁচে থেকে। • যদি আপনার মনে হয় সৃষ্টিকর্তা আপনাকে সুন্দরী বা সুদর্শন করে পাঠান নি তার মানে এই নয় যে তিনি চান না কেউ আপনার অবয়বের প্রশংসা করুক। বরং তিনি এমন একজনকে রেখেছেন যে শুধু আপনার জন্যই সৌন্দর্যের প্রতিষ্ঠিত সংজ্ঞাকে বদলে দেবে। • আপনার জীবনে যদি অনেক বেশি পরিমাণে 'ব্যর্থতা, বৈষম্য আর দুর্ঘটনা' থাকে তার মানে ভবিষ্যতে কোন একটা মঞ্চে দাঁড়িয়ে বলার জন্য আপনার হাতে অসংখ্য 'গল্প'আছে। শুধু মঞ্চ থেকে আপনাকে ডাকার একটি 'উপলক্ষ আর কারণ' আপনাকে তৈরি করতে হবে। • আপনার সমস্যা সমাধান অন্য কারো প্রথম প্রায়োরিটি নয়। • জীবন ও কর্মক্ষেত্রে 'অভিজ্ঞতা'এটি নয় যে 'আপনি কতটা সময় অতিবাহিত করলেন'।'অভিজ্ঞতা 'হলো আসলে আপনি কতটা সময় 'কাজে'লাগালেন। কোন কোন ঘটনার সম্মুখীন হলেন,সেগুলো কিভাবে মোকাবেলা করলেন আর সেখান থেকে কি শিখলেন। • জীবনে বেঁচে থাকার জন্য,বড় কিছু করার জন্য আপনার স্বার্থপর হবার দরকার নেই,নি:স্বার্থও হবার দরকার নেই। স্বার্থপর মানুষেরা স্বার্থের জন্য মানুষকে আঘাত করে,নিঃস্বার্থ মানুষেরা নিজেদের সরলতার জন্য আঘাত পায়। • যে কোন কাজ তাড়াতাড়ি শুরু করার উপকার হলো,আপনি ভুল করার পাশাপশি ভুল শোধরানোর সুযোগ পাবেন। দেরি করে শুরু করলে শুধু ভুল করার সময় পাবেন, শোধরানোর নয়। • ড্রপআউট হলেই বিশ্ব জয় করা যায় না। বরং ড্রপআউট হলেও বিশ্ব জয়ের সম্ভাবনা মারা যায় না। তবে বইটির শেষটা মনে হয়েছে একটু তাড়াহুড়ো করে লেখা এবং অল্পকিছু বানান ভূল রয়েছে, সেগুলো আশা করি লেখক এবং প্রকাশক পরবর্তীতে সংশোধন করে নেবেন । বইটি তরুণদের জন্য সবচে বেশী কাজে লাগবে । বিশেষত যারা জীবনের ঘাত , প্রতিঘাতে বিপর্যস্ত , তাদের জন্য এ বইটি একটি ভালো পথ নির্দেশনা হতে পারে । এছাড়া খোলা মনের যে কোন পাঠক বইটি থেকে শিক্ষনীয় কিছু অবশ্যই পাবেন ।
Was this review helpful to you?
or
আপনি যদি মনে করেন যে, এই বইটা পড়লে আপনার জীবন পালটে যাবে, তাহলে আপনি ভুল। আপনাকে এই বইটা জিবনে কখন কি করতে হবে তা ই শেখাবে, বাকিটা আপনার কাজ।
Was this review helpful to you?
or
ব্যক্তিজীবনে পাঠ্যপুস্তক থেকে শুরু করে বেশ কয়েক টা গল্পের বই,উপন্যাস, কবিতা সহ কিছু মোটিভেশন বই পড়লাম।আমার কেন যেন মনে হচ্ছে আমার পড়া সব বই থেকে "লাইফ ইজ ভেরি ইজি"এই বই টা আমার কাছে একটু বললে ভুল হবে অনেক বেশিই স্পেশাল।আমি যত গুলি বই পড়েছি,আমার জানা মতে সব বইতে দেখলাম বই গুলা অনেক গুলি 'পরিচ্ছেদ' এ ভাগ করা থাকে। কিন্তু 'লাইফ ইজ ভেরি ইজি' বইটিতে ১০ টি 'পরিস্থিতি' নিয়ে আলোচনা করেছেন লেখক এবং এর সমাধান দিয়ে গেছেন।যার মধ্যে ৮ টি 'পরিস্থিতির' সাথে আমার ব্যক্তিজীবনের মিল খুঁজে পেলাম। কয়েকটি পরিস্থিতি গুলার ব্যাখ্যাঃ 0।আমরা সকল মানুষ শিশু হয়ে জন্ম গ্রহণ করি। তাই লেখক ০ পরিস্থিতির মাধ্যমে 'জীবনে শুরু থেকে নেয়া' পরিস্থিতিতে আমরা কখন কি করেছিলাম,কি করা উচিৎ খুব সুন্দর ভাবে লিখেছেন। ২।'মাঝে মাঝে নিজেকে একা মনে হয়'আসলেই তো কিছু কিছু সময় আমরা নিজেকে একাই মনে করি।আর একাকীত্ব সময়ে আমাদের কি করা উচিৎ লেখকের ভাবনা যেন নিজের ভাবনায় খুঁজে পাই। ৩।'আচ্ছা আমি কি এত টাই মূল্যহীন 'আমরা যখন বড় হতে শুরু করি,তখন আমরা বন্ধু,ফ্যামিলি, আর প্রিয় মানুষদের কাছে নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে না পেরে নিজেকে মূল্যহীন মনে করি। ৪।'জীবনটা হঠাৎ এলোমেলো লাগে'আমরা প্রেমে ব্যার্থ হয়ে,পরিক্ষায় রেজাল্ট খারাপ করে,পারিবারিক সমস্যায় পড়ে একটা সময় দেখা যায় জীবন টা অনেক এলোমেলো লাগে। বইটির কিছু উক্তি হৃদয় পেরিয়ে মস্তিষ্কে ভাবনার ফলন ফলায়ঃ ১।আপনার পাশে কেউ থাকবে না,যদি আপনি নিজেই নিজের পাশে না থাকেন। তাই আগে নিজেকে অনুভব করুন আর জীবনের প্রতিটি মুহূর্তেই বাঁচুন। ২।নিজেকে কষ্ট দিয়ে কাউকে জবাব দেয়া যায় না। জবাব দিতে হয় বেঁচে থাকার চেয়েও ভালভাবে বেঁচে থেকে। ৩।পৃথিবীতে একাই চলতে হয়,কাউকে যদি পাশে পান সেটা আপনার জন্য বোনাস। ৪।চলতে ফিরতে অনেক মানুষ আপনাকে জিজ্ঞেস করবে,"ভালো আছেন"।"সত্যি বলতে আপনি ভালো আছেন কিনা তাতে তাদের কিছু যায় আসে না। ৫।জীবনে বেঁচে থাকার জন্য,বড় কিছু করার জন্য আপনার স্বার্থপর হবার দরকার নেই,নি:স্বার্থও হবার দরকার নেই। স্বার্থপর মানুষেরা স্বার্থের জন্য মানুষকে আঘাত করে,নিঃস্বার্থ মানুষেরা নিজেদের সরলতার জন্য আঘাত পায়। পৃথিবী অনেক চালাক,বিশ্ব অনেক ধূর্ত আবার প্রকৃতি কিন্তু অনেক বিবেকবান। তাই স্বার্থপর কিংবা নিঃস্বার্থ না হয়ে 'স্বার্থ-সচেতন'হই আমরা। যাতে অন্যের বিরুদ্ধে চক্রান্তও না করতে হয়,আবার স্বার্থপরদের দ্বারা আক্রান্তও না হই। ৬।.কেউ আক্রমনাত্বক উপায়ে যৌক্তিক ভুল ধরে তাহলে, Reject the person. Receive the point. ৭।.ড্রপআউট #হলেই বিশ্ব জয় করা যায় না। বরং ড্রপআউট #হলেও বিশ্ব জয়ের সম্ভাবনা মারা যায় না। ৮।জন্মের সময় খালি হাতে এসেছিলাম,চলেও যাবো খালি হাতে। মাঝখানে যা পাবো সবই বোনাস। ৯।আপনার গাল আপনার চোখের পানিতে হয়তো অনেক বার ভিজেছে। আপনি কি কখনো ভেবেছেন, আপনার গাল অন্য কারও চোখের পানিতে ভিজতে পারে? এটাই কিন্ত জীবনের সবচেয়ে বড় পাওয়া। বইটি পড়ে বুঝতে পারলাম,সকল শ্রেণীর মানুষের হতাশা আর জটিলতা থেকে মুক্তি পেতে প্রত্যেক মানুষের জিবনে কে ইজি করতে সবার বইটি পড়া উচিৎ। আর সব চেয়ে মজার বিষয় বইটি যতক্ষণ পড়বেন,ঠিক ততক্ষণ মনে হবে আপনি আপনার জীবনের কথা কাউকে পড়ে শুনাচ্ছেন।আপনি নিজেই বই হয়ে যাবেন।