User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সমাজের মাপে যে মানুষেরা ক্ষুদ্রাতিক্ষুদ্র তাদের জন্ম, জীবন, সংগ্রাম ও মৃত্যুর সাক্ষী হয়ে শহর বড়ো হতে থাকে অবিরাম। মাটির গভীরের শিলাস্তরের অজানা বিন্যাসের মতই শহরবাসীর জীবন অজানা-অদৃশ্য-অস্পষ্ট স্তরে ভর করে দাঁড়িয়ে থাকে, যেন এই পুরো শহরটা চেপে বসে আছে মানুষের সিনার উপর, চাপটা সরিয়ে নিলেই উগরে বেড়িয়ে আসবে নিজ নিজ রূপে। স্তরগুলোর উন্মোচন শুরু হলে একেকটা জগদ্দল পাথর কেঁপে ওঠে, প্রবাহিত হয় জীবন, আর শুরু হয় একেকটি গল্প। হঠাৎ চাকরি হারানো কর্পোরেট একজিকিউটিভ, বেতন-না-পাওয়া শিক্ষক, ব্র্যান্ড-প্রেমী ব্যবসায়ী কন্যা, ভালবাসার কাঙাল জুতাশ্রমিক, গন্তব্যহীন বহুগামী মানুষ, নৈকট্যহীন নারী-পুরুষ, জীবনসঙ্গীর খোঁজে উচ্চশিক্ষিত মানুষ, পরিচয় সংকটে থাকা কৃষক সন্তান, সন্তানের আকাঙ্খায় গৃহবধু, কোথাও-না-থাকা ইয়াবা ব্যবসায়ী, বিদেশি-বিনিয়োগ নির্ভর মৌসুমী ব্যবসায়ী, অভিযান-পিপাসু যুবক, ক্ষুদ্র ঋণে জর্জরিত মা, আশ্রয়হীন পাগল, কিংবা তলায় থাকা গৃহকর্মী, ড্রাইভার, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক - এসব গল্পে নড়েচড়ে ওঠে, জানান দেয় তাদের অস্তিত্ব, তারপর অনড় পাহারের মতো মানুষের হৃদয়ে ঘাপটি মেরে থাকে একেকটি গল্প হয়ে। ‘বড়ো শহরের ছোট গল্প’ বইটি এই সময়কে ধারন করে এমন পনের টি ছোট গল্পের একটি সংকলন। সরল স্বঃতস্ফূর্ত বর্ণনায় লেখা গল্পগুলো এগিয়ে যায় সাবলীল গতিতে আর দাঁড় করায় অব্যক্ত অনুভূতির মুখোমুখি। মোশাহিদা সুলতানা ঋতুর জন্ম ঢাকায়। পড়াশুনা করেছেন তুরস্ক, ক্যানাডা ও যুক্তরাষ্ট্রে। ২০০৫ সালে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে মাস্টার্স ডিগ্রী শেষ করে তিনি ঢাকায় ফিরে প্রথমে অর্থনীতি পড়িয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, তারপর ২০০৮ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে অর্থনীতি পড়াচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও খন্ডকালীন শিক্ষক হিসাবে পড়িয়েছেন কিছুদিন। বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ দিয়ে লেখকের লেখালেখির শুরু। তার গবেষণাধর্মী লেখা বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হয়েছে দেশি বিদেশি বিভিন্ন জার্নাল, বই ও পত্রিকায়। তিনি ‘সর্বজনকথা’ নামে রাজনীতি অর্থনীতি বিষয়ক একটি ত্রৈমাসিক সংকলন প্রকাশ করেন নিয়মিত। তার প্রথম উপন্যাস ‘লবণপানি’ প্রকাশিত হয়েছিল ২০১৪ সালে। উপকুলীয় এলাকায় পানি ব্যাবস্থাপনা নিয়ে তার গবেষণাধর্মী বই "Participation is Water Management Organizations: The Case of Shrimp Farmers and Crop Farmers in the Polders of Khulna" ২০১৭ সালে প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুর্যো অফ বিজনেস রিসার্চ। ‘বড়ো শহরের ছোট গল্প’ তার তৃতীয় বই।