User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পেন্সিলের উদ্যোগে জাগৃতি প্রকাশনী থেকে অমর একুশে বইমেলা ২০১৮ উপলক্ষ্যে প্রকাশ হয়েছে 'দীপন স্মৃতি পুরষ্কার' জয়ী বই ‘গল্পটা কাল্পনিক’। লেখিকা হিসেবে শিল্প ও সাহিত্য বিষয়ক গ্রুপ 'পেন্সিল' এ অত্যন্ত জনপ্রিয় একটি নাম সালমা সিদ্দিকা। নিজ কর্ম গুণেই তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো সুযোগ তিনি রাখেননি। তাঁর লেখার যে অংশটা আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে তা হলো গল্পের মধ্যে সমসাময়িকতা কে ধারণ করার চমতকার ক্ষমতা এবং অতি অবশ্যই সম্পর্কের জটিলতা নিয়ে ছবি আঁকায় লেখিকার অসামান্য দক্ষতা। লেখিকার গল্পের আরেকটি আকর্ষণীয় দিক হলো গল্পে সাসপেন্স ধরে রাখা। গল্পের শেষে কী হবে এটা জানার একটা টান পাঠককে সব সময় গল্পে ধরে রাখে। একটু টেকনিক্যাল ভাষায় বললে বলা যায় উনার গল্প ফ্ল্যাট নয়। টেনশনের ওঠানামা থাকে গল্পে। থ্রিলার লেখক হিসেবে লেখিকা অত্যন্ত ভালো করার যোগ্যতা রাখেন একথা অকপটে বলা যায়। এরই সাথে আছে জটিল সম্পর্কের সরল উপস্থাপনের দক্ষতা। ও আরেকটি ব্যাপার। লেখিকার লেখার মধ্যে এক প্রকার ইন্ডিভিজ্যুয়ালিটি আছে। কার ও ছায়া নেই। এই বিষয়টি লেখিকাকে বাঙলা সাহিত্যে স্বতন্ত্র জায়গা করে দেবে একথা নিঃসন্দেহে বলা যায়।