User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিও_প্রতিযোগিতা প্রেম করে অনেকের সম্পর্কটা বিয়ে অব্ধি যায়। কিন্তু বিয়ের আগের সম্পর্কে যেমন শেয়ারিং, কেয়ারিং সহ অন্যান্য ছোট ছোট বিষয় গুলো যেভাবে মনে রাখে বিয়ের পরেও যদি সম্পর্কে এইসব বিদ্যমান থাকে তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই সম্পর্কের স্থায়িত্বকাল আজীবন অটুট থাকবে। একটা সংসার টিকিয়ে রাখতে স্বামী-স্ত্রী দুজনকেই সেক্রিফাইস করে যেতে হবে। ছোট ছোট ভুল গুলোকে আক্ষেপসূচক জমিয়ে না রেখে হেসে উড়িয়ে দিতে পারলেই সেই সংসার সুখী হবে। একটা সংলাপ খুব গভীর ভাবে ভালো লেগেছে সেটা হচ্ছে- " কেউ যদি তার স্বামী কিংবা স্ত্রীর মধ্যে কোন দোষ দেখে বিরক্ত বোধ করে, তখন সে তার এমন গুণের কথা স্মরণ করুক যার জন্য সে তাকে ভালোবাসে"। আসলেই তো! এমনটা ভাবলেই লেটা চুকে যায়। " স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন" তেমনি " সংসার জোড়ানোর চাইতে সেই সংসার রক্ষা করা কঠিন"। সত্যিকার অর্থে সংসার বলতে যৌথ পরিবারকে বুঝায়। যে সংসারে সবাই আলাদাভাবে থাকে সেটাকে সংসার বলে না। সেখানে কোন আনন্দ নেই, সুখ নেই, মায়া নেই, একজন আরেকজনের প্রতি ভালোবাসা নেই। সন্তানকে আধুনিকতার ছোঁয়া দিয়ে বড় করতে যারা পরিবার থেকে দূরে রাখে তারা কখনো পরিবারের মর্ম বুঝবে না, আর যেই সন্তানের জন্য এত কিছু সেই সন্তানটাই একদিন বড় হয়ে বাবা মায়ের স্থান কিংবা ডেফিনিশন বুঝবে না। একসময় সেই সন্তানের কাছে তারা বোঝা হয়ে যাবে, অবশেষে তাদের স্থান হবে বৃদ্ধাশ্রম। সংসারে বৃদ্ধরা হচ্ছে সংসারের মূল। অথচ আমরা অনেকেই সেই মূলের যত্ন নিতে ভুলে যায়, তাদেরকে অবহেলা করি। কেউ একজন বলেছিল মানুষ বৃদ্ধ হয়ে গেলে শিশু সুলভ আচরণ করে। তাই তাদের কেয়ারিংটা সেভাবেই করতে হয়। মনে রাখতে একদিন আমরাও বৃদ্ধ হবো, আমাদের সামনে এমন সময় এসে দাঁড়াবে। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে পারি তবে আমাদের সাথেও আমাদের সন্তানেরা সেই ভাবে আচরণ করবে। গত তিন দিন একাধারে " Maruf Rehman " ভাইয়ের "ভুল বারান্দা" বইটা পড়ে সংসারের ডেফিনিশনটা ভালোই আয়ত্ত করতে পেরেছি। কিছু কিছু বই আসলে মানুষের জীবনে ভালোই প্রভাব ফেলে। অন্তত হলফ করে বলতে পারি বইটা কেনার টাকা আমার বৃথা যায়নি। উনার লিখা "বিবাহিত ব্যাচেলর" এর চাইতে অনেক বেশি ভালো লেগেছে এইভাবের বই মেলায় বর্ষা দুপুর প্রকাশিত "ভুল বারান্দা"। "ভুল বারান্দা" লেখকঃ Maruf Rehman প্রচ্ছদঃ জাহিদুল হক অপু.. প্রকাশকঃ বর্ষা দুপুর! অনলাইন পরিবেশকঃ রকমারি
Was this review helpful to you?
or
ভুল বারান্দা মারুফ রেহমান " সকালে কোনমতে ঘুম থেকে উঠি। কোনদিন মোবাইল নিতে ভুলে যাই, কোনদিন মানিব্যাগ। কিন্তু গলির মাথায় গিয়ে মোড় ঘোরার আগে পিছনে তাকাতে ভুলিনা। এই পিছনে তাকানোটাই হল সংসার, আর তোমার বারান্দায় দাঁড়িয়ে থাকাটা সংসারের কন্ট্রিবিউশন।" মানুষের ঘরে ঝুল বারান্দা থাকে, কিন্তু কারো কারো ঘরে ভুল বারান্দাও থাকে, যে বারান্দায় বসে মানুষ শুধু আকাশের চাঁদ আর গাছপালাই দেখে না, তার প্রিয় মানুষ গুলা সারাদিন কি কি ভুল করল সেই লিস্ট গুলা করে। এই ভাবে তৈরি হয় ভুল বুঝাবুঝি। তৈরি হয় অভিমান। নিঃসঙ্গতা। কিন্তু মানুষ সব সময় একা থাকতে পারে না। একাকিত্তের যন্ত্রণা মৃত্যুর কাছাকাছি। তাইত একা মানুষগুলো মৃত্যুকে কাছে তেনে নেয়, কারণ তারা ভাবে- হয়তবা মৃত্যুও তাদের কিছুক্ষণের জন্য সঙ্গ দিবে! কিন্তু এভাবে মানুসের পরাজিত হওয়া উচিত না, চিৎকার করে বলা উচিত- "ভালবাসার দরকার নেই, ঝগড়া করার জন্য হলেও কেউ পাশে থাকুক" কেউ একজন থাকুক যার কন্ট্রিবিউশন তোমার লাইফে থাকবে । আর যদি তোমার কারো সংগে ভুল বুঝা বুঝি হয় তবে তার সাথে কাটানো সুন্দর মুহূর্ত গুলোর কথা ভাবো, অথবা তার এমন কোন গুনের কথা ভাবো যার কারণে তুমি তাকে তাকে পছন্দ কর। হয়তবা। তখন তুমি সেই জ্যামিতির খাতা থেকে বের হতে পারবে, যে খাতায় সরল রেখা, বক্র রেখা, আর ভুল বিন্দুকে কেন্দ্র করে অনেক গুলো ভুল বৃত্ত ছিল! ইব্রাহিম আর পুতুল নামের দুজন মানুষের ভুল বুঝা বুঝিকে কেন্দ্র করে একটি উপন্যাসের গতানুগতিক ধারায় মারুফ রেহমান আমাদের নিয়ে গেছে সেই ভুল বারান্দার কাল্পনিক জগতে, যেখানে মানুষ শুধু ভুল-ই করে না। ভুলের শেষে আবার একজন আরেকজনের কন্ট্রিবিউশনের দিকে খেয়াল রাখে এবং ফিরে আসে তাদের আগের সেই চেনা রাজ্যে। :)