User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বুক রিভিউ বইয়ের নামঃ রংমহল লেখকের নামঃ নঈম নিজাম বইয়ের ধরনঃ উপন্যাস প্রচ্ছদঃ ধ্রুব এষ প্রকাশনীর নামঃ অন্বেষা প্রকাশন প্রকাশকালঃ অমর একুশে গ্রন্থ মেলা ২০১৮ পৃষ্ঠা সংখ্যাঃ ৬৩ মুদ্রিত মুল্যঃ ১৬০ টাকা (মেলাতে ২৫% ও রকমারিতে ২৭% কমিশন পাবেন) কাহিনী সংক্ষেপঃ রাজনীতিবিদ ও ব্যবসায়ী গোলাম হোসেন। ছিলেন সফল ব্যবসায়ী। ব্যবসাকে পাকা পোক্ত করতে ও চাদাঁ না দেওয়ার জন্য এলেন রাজনীতিতে।একবার সংসদ সদস্য নির্বাচিত হন।এর পরেই আসে রাজনীতিবিদদের জন্য এক সংকট কাল ১/১১। সেই সময় প্রায় সকল রাজনীতিবিদদের জেলে যেতে হয় না হয় দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়। তেমনি গোলাম রহমানকে যেতে হয় কলকাতায়। সেখান গিয়ে বাঘা বাঘা দলীয় ও বিরোধী দলী রাজনৈতিক লোকদের সাথে সাক্ষাত। রাজনৈতিক মাঠে তারা একে অন্যের প্রতিদ্বন্দী হলেও কলকাতার রংমহলে তারা একে অন্যের আপনজন। ১/১১ তে শুধু রাজনীতিবিদ নয় ব্যবসায়ীদের পড়তে হয় তোপের মুখে যেতে হয় জেলে। গোলাম রহমানের একমাত্র কন্য রীয়া। খুব আদরের মেয়ে সব আবদার বাবা পুরন করেন নিমেষেই।গোলাম রহমান কলকাতা থাকা অবস্থায় তার স্ত্রী শরীফা অসুস্থ হয়ে পড়েন। শরীফ ও মেয়ে রীয়া সিঙ্গাপুরে যান, রহমান সাহেব ও পৌছান সেখানে। শরীফার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার শেষ ধাপে। শরীফাকে ভর্তি করানো হয় সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে। হাসপাতালে বসে শরীফা ডায়েরী লিখেন, মেয়ে দেখলে শরীফা ডায়েরী লুকিয়ে ফেলেন। কি লিখেন শরীফা ??? মেয়ে রীয়া জানতে পারেন গোলঅম রহমান তার বাবা নন। তাহলে কে রীয়ার বাবা?? সে সব জানতে হলে অবশ্যই যেতে হবে নঈম নিজামের রংমহলে। পাঠ-প্রতিক্রিয়াঃ রাজনৈতিক নেতারা রাজনৈতিক মাঠে একে অন্যের প্রতিদ্বন্দী হলেও বাস্তবে তারা একে অন্যের খুব কাছের মানুষ। সেখানে বাদ যান না সাংবাদিকরাও। লেখক একজন সাংবাদিক হলে ও সাংবাদিক আর রানীতিবিদদের মধ্যে যে একটি বন্ধুত্তের যোগসূত্র রয়েছে সেটা স্পষ্টতই বুঝা যায়। ব্যবসায়ীরা যে রাজনীতিতে প্রবেশ করেন তার নিজের ব্যবসায়ী স্বর্থে জন্য সেটাও লেখক সুনিপুন ভাবে তুলে ধরেন। রাজনীতিবিদরা যখন আত্নগোপনে চলে যান তখন তাদের জন্য অর্থ পাওয়া, ভিসা প্রাপ্তি, বিদেশে বসে অর্থ পাওয়া সবকিছুই যেন পানির মত। আর তাদের সাহায্য করার জন্যও একশ্রেণীর মানুষ প্রস্তুত থাকেন। বইটির ফ্লপে রাজনৈতিক ব্যক্তিদের প্রেমের কথা বলা থাকলেও আমার মনে হয় লেখক প্রেম না বলে এটাকে পরকীয়া বললে ভাল হত। সর্বপরি বইটি পড়ার আগে খুব আগ্রহ ছিল ১/১১েএর সময়কালের অনেক কিছু জানা যাবে। কিন্তু বইটি পড়ে একপ্রকার হতাশ। আমার মনে লেখক একটু তাড়াহুড়ো করে লিখেছেন। লেখক আরো একটু যত্ন নিয়ে লিখলে আরো সুখপাঠ্য হত বলে আমার বিশ্বাস। লেখক পরিচিতিঃ লেখক নইম নিজাম বর্তমানে দেশের সর্বাঠিক প্রচারিত দৈনিক বাংলােদেশ প্রতিদিন- এর সম্পাদক, পাশাপাশি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটাল - এর সিইও। ব্যক্তিগত রেটিংঃ ৩/৫