User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Erge
Was this review helpful to you?
or
its a great book, but translation is so so poor,,,,dont buy this book ,,another translator book recomanded
Was this review helpful to you?
or
এককথায় অসাধারণ ছিলো। অনেক কিছু জানার আছে বইটি থেকে।
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
Recommended
Was this review helpful to you?
or
ধন্যবাদ রকমারিকে
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
খুব ভালো লাগলো। মাত্র ২ দিনের মধ্যে ডেলিভারি পেয়েছি। পেকেজিং ও খুব ভালো হয়েছে ?
Was this review helpful to you?
or
Informative book.
Was this review helpful to you?
or
Nice of it
Was this review helpful to you?
or
not bad.
Was this review helpful to you?
or
সুন্দর একটা বই।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ খুব ভালো বই
Was this review helpful to you?
or
very very helpful
Was this review helpful to you?
or
থিংক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ন হিল এর বইটা আমি কিনবো বাট এক নামে এত বই কেন একি লেখোকের কোনটা নিব আমি।
Was this review helpful to you?
or
অবশ্যই পড়া উচিৎ, অসাধারণ।
Was this review helpful to you?
or
মারাত্মক বাজে অনুবাদ। বই কিনে রেখে দিছি। পড়ার মুড ই হয় নাই।
Was this review helpful to you?
or
অনুবাদ মোটামুটি(চলে টাইপের অথবা নাই মামা থেকে কানা মামা ভালো টাইপের)। কিছু কিছু পেজে লেখক নিজের মতামত তুলে ধরেছেন কোন ধরণের সাইড নোট না দিয়ে(যদিওবা কিছু কিছু পেজে ব্র্যাকেটে বলা আছে অনুবাদকের কথা)। কিনতে অনুৎসাহিত করবোনা, তবে বলবো যে চলে টাইপের অনুবাদ।
Was this review helpful to you?
or
#Rokomari_Book_Club_Review_Competition নামঃইসরাত জাহান রাখি বইয়ের নামঃথিংক অ্যান্ড গ্রো রিচ লেখক ঃনেপোলিয়ন হিল অনুবাদ ঃফজলে রাব্বী মূলঃ৪০০ পৃষ্ঠা ঃ২৮৮ ক্যাটাগরি ঃব্যক্তিউন্নয়ন রিভিউ ঃ৬ ১৯৩৭ সালে প্রকাশিত হয় নেপোলিয়ন হিলের জনপ্রিয় বই থিংক অ্যান্ড গ্রো রিচ তথা চিন্তা করুন এবং ধনী হোন।এই বইয়ে সাফল্যের রহস্য আপনাকে খুঁজে বের করতে হবে এবং গুপ্ত রহস্য উম্মোচন করতে হবে। ব্যক্তিগত উন্নয়নের জন্য সারা বিশ্বের এক নম্বর বই। সাফল্যের রহস্যটি খুব সহজ-সরল। কিন্তু এটি কি তা খুঁজে বের করতে হলে আপনাকে বইটি অবশ্যই পাঠ করতে হবে। মনে রাখবেন সাফল্য অর্জনের রাস্তা যে কেউ দেখিয়ে দেয়। কিন্তু সেই পথ আপনাকে নিজেই চলতে হবে। বইটি আপনার সহায়ক হতে পারে। এ বই অর্থ আয়ের 13 টি সূত্র গুলি পাওয়া যাবে। যারা তাদের জীবনে আর্থিক স্বাধীনতা চায় এগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থ ও বাক্য গত জিনিস দৈহিক ও মানসিক মুক্তির জন্য প্রয়োজন। এ বইয়ে ভেতরে যে সূত্রবলি উল্লেখ করা হয়েছে তার উপাদান সংগ্রহ করা হয়েছে পাঁচশত এর বেশি সম্পদশালী ব্যক্তির কাছ থেকে। এ বইয়ের শিক্ষা গুলো আমাদের বিদ্যালয় শেখানো উচিত তাতে অপচয়কৃত সময় অর্ধেক মেনে আসবে। এই শিক্ষাদর্শন কেবল অর্থ আয়ের পথ দেখায় না, বরং ন্যায়,নিষ্ঠা ও নেতৃত্বের মত মহান গুণাবলী ও নির্মাণ করেছে। এই বয় আস্থা নামক অধ্যায় আছে অবাক করার মতো ঘটনা। আপনাকে সাফল্য অর্জন করতে হলে আপনাকে নির্দিষ্টভাবে জানতে হবে যে আপনি কি চান। একজন ব্যক্তি দৃঢ়প্রতিজ্ঞ হওয়া গুরুত্বপূর্ণ। কোনো কিছু অর্জন এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা। এই বইয়ের একটি ঘটনা, বার্নেসের এডিসনের সাথে ব্যবসা করতে চেয়ে ছিলেন। কিন্তু জনাব এডিসনকে বার্নেস জানতেন না এবং তার কাছে রেল গাড়ির ভাড়া দিয়ে অরেঞ্জে যাওয়ার মত টাকা ছিলনা। বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা কে দমন করতে বাধা যথেষ্ট। কিন্তু বার্নর্সের আকাঙ্ক্ষা সাধারণ ছিলনা।তিনি তার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করার জন্য এতই দৃঢ় ছিলেন যে সর্বশেষ কিছু ছাড়া যাত্রা করলেন। লেখক বলেছেন, আমি আমার বহু বছরের অভিজ্ঞতা থেকে শিখেছি যে যখন একজন মানুষ কোন কিছুর জন্য সত্যিকার অর্থে এবং খুব গভীরভাবে আকাঙ্ক্ষা করে যে সে তার ভবিষ্যতের সবকিছুর বিনিময়ে হলেও একটি সুযোগ চায় সে আকাঙ্ক্ষাকে বের করে আনার জন্য, তখন সে নিশ্চিত জয়ী'।বার্নেস তার প্রথম সাক্ষাতেই এডিসনের সাথে ব্যাবসায় অংশীদারিত্ব করার সু্যোগ পান নি। তিনি তার আকাঙ্ক্ষাকে প্রতিনিয়ত জোরদার করতে থাকে যে তিনি এডিসনের ব্যবসার অংশীদার হবেই। মনোবিজ্ঞানীরা বলেন, যখন একজন সত্যিকার অর্থে একটি বিষয়ের প্রতি প্রস্তুত, তখনই এর আবির্ভাব হয়।বার্নেস তখন এডিসনের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত। তার চেয়েও বেশি, তিনি দৃঢ়ভাবে প্রস্তুতি রইল যতক্ষন পর্যন্ত না সেই সুযোগ পাওয়া যায় তিনি খোঁজ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি এখানে এসেছি এডিসন এর সাথে ব্যবসা করার জন্য। আমি শেষ পর্যন্ত এটা পরিপূর্ণ করবোই।এতে আমার বাকী জীবন চলে যায় যাবে। তারজিনা সংকল্প ও অধ্যাবসায়ী দিয়ে তার আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন। একটি নির্দিষ্ট আকারের জ্ঞানী হচ্ছে তার মূল্যবান অর্জন। যা হচ্ছে চিন্তা অপুষ্ট তরঙ্গ বাহিক বস্তুতে রূপান্তর করা যায়। আমাদের জানা নীতির দ্বারা এই কাজ সম্ভব। বার্নেস তিনি চিন্তা করেছিলেন, যে তিনি মহান এডিসনের সাথে অংশীদারিত্বের ব্যবসা করবেন, যে রকম আজ তিনি করছেন। ***এ গল্প থেকে আমরা শিক্ষা পাই, প্রচন্ড আকাঙ্ক্ষা দ্বারা সকল অর্জন সম্ভব। ব্যর্থতার অনেক কারণের মধ্যে একটি হচ্ছে ঃহাল ছেড়ে দেওয়ার অভ্যাস। মানুষ যখন সহজেই বাধা পায় তখন সহজেই নিজের লক্ষ্য ত্যাগ করে। ★★★ফজলে রাব্বির কথা (হাল ছেড়ো না বন্ধু তুমি তো জানো না সাফল্য কত কাছে) ★★★পৃথিবীতে আজ পর্যন্ত মাটি খুঁড়ে যত স্বর্ণ উত্তোলন হয়েছে তার চেয়েও বেশি স্বর্ণ বের হয়েছে মানুষের মাথা থেকে। প্রতিটি মানুষের জীবনে সাফল্যের পূর্বে এটা নিশ্চিত যে,সে কিছু সময় বাধার সম্মুখীন হবে ও ব্যর্থ হতে পারে। ★★★লেখক বলেছেন ঃতারা সবচেয়ে কঠিন বাধার থেকে পরেই কদমেই তাদের সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছেন। ★★★পরিস্থিতি যত কঠিনই হোক না কেন তার কাজ চালিয়ে নেওয়ার জন্য চলতে হবে। কিভাবে ব্যর্থতাকে সুযোগে সেই তে রূপান্তর করতে হয়, সেই উত্তর গুলো দেওয়ার জন্য এইগুলো লিখা। এই বইয়ের বর্ণিত সূত্রগুলো বহন করার সর্বোকৃষ্ট সবচেয়ে বাস্তবে যা আপনাদের বাস্তবজীবনের প্রয়োগের করার মত ধারণা তৈরি করতে এবং সে অনুযায়ী চলতে আপনাকে সচেতন করবে। শুধু তারাই ধনী হওয়া যারা কঠোর পরিশ্রম করে এবং তা দীর্ঘ সময় ধরে। ধনীরা একটি মানসিক অবস্থা দিয়ে আরম্ভ করে, নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে যা করা কঠিন কাজ নয়। ★★★মানবজাতির দুর্বলতাগুলো মধ্যে অন্যতম হচ্ছে এই সুপরিচিত শব্দ অসম্ভব। সেই সব নিয়মই জানে যা কাজ করবেনা। ***এই বইটি লিখিত হয়েছে তাদের জন্য যারা সেইসব নিয়ম খুঁজে বের করে যে নিয়মগুলো মেনে অন্যরা সফল হয়েছে এবং সেই নিয়ম গুলোর জন্য যারা সব কিছু বাজি রাখতে ইচ্ছুক। ★★★সাফল্য তাদের কাছেই আসে যারা সাফল্য সচেতন। এই বইটি উদ্দেশ্য হলো তাদের সহায়তা করা যারা খোঁজে এবং শিখতে চায় যে কোন কৌশল তারা মনের ব্যর্থতার সচেতন থেকে সাফল্য সচেতন পরিবর্তন করতে পারবে। ★★★আপনি আপনার ভাগ্যে কর্তৃত্ব করবেন, আপনার আত্মার চালক হবেন, কারণ ঃ আমরা আমাদের ভাগ্যের উপর কতৃত্বকারী,আমাদের আত্মার চলনকারী কারণ আমাদের আছে চিন্তাশক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আমরা যে রকম চিন্তা বেশি করি তাই আমরা আকর্ষণ করি। দারিদ্রতার চিন্তা করলে দরিদ্র হয়, ব্যর্থতার মনোভাব থাকলে বাধ্য হই।ধনী হওয়ার পূর্বে আমাদের ধনী হওয়ার প্রচন্ড আকাঙ্ক্ষা আমাদের মনকে চুম্বকায়িত করতে হবে যাতে আমরা অর্থ সচেতন হতে পারি।
Was this review helpful to you?
or
Valo lagche
Was this review helpful to you?
or
Good translate.
Was this review helpful to you?
or
Good reading
Was this review helpful to you?
or
very nice book
Was this review helpful to you?
or
অনেক ভালো একটি বই।
Was this review helpful to you?
or
অনুবাদকের যদি অনুবাদ করার জন্য ইনস্পাইরেশন দরকার হয় তবে আমি বলব ভাল অনুবাদ, তবে বইটি অনুবাদ করতে গিয়ে হয়ত তিনি একটু বেশি ভাবানুবাদ করতে পারতেন। আমার কাছে অনুবাদ ভাল লাগে নাই, আমি আমার জীবনে পড়া বাজে অনুবাদের কাতারেই রাখব এটিকে, আমার পড়ার সময় মনে হয়েছে যে টাকা ইনকাম করে রিচ হওয়ার কৌশল শেখার জন্য যে বইটি কিনেছি তার টাকাটাই অপচয় হয়েছে, আর এরপর প্রতিঙ্গা ও করেছি আমি আর এমন অনুবাদ পড়ব না। হাজার হলেও এত কষ্ট করে টাকা জমিয়ে বই কিনে সেই বই যদি নিজের সংগ্রহেই রাখতে না পারি তাহলে সেটা একই সাথে সময় ও অর্থের অপচয়।
Was this review helpful to you?
or
Nice Collection
Was this review helpful to you?
or
খুব ভালো
Was this review helpful to you?
or
বইটা খুব সুন্দর । বইটা পড়ে আমার অনেক উপকার হইছে ।। বইয়ের মূল লিখক ও অনুবাদককে অনেক ধন্যবাদ এত সুন্দর বই উপহার দেয়ার জন্য । আর সাথে রকমারি কেউ অনেক ধন্যবাদ।।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
সত্যিই বইটি মুগ্ধ করার মতো।জ্ঞ্যানের তৃষ্ণা মেটানোর জন্য বইটি যথেষ্ট উপযোগী।শুধু এই বিষয়ের ছাত্র না, সবাই এই বইটি সমানভাবে উপভোগ করতে পারবে।শিখতেও পারবে অনেক কিছু।বইটি পড়ার পর ভালো লাগা কাজ করবেই।অনেক চিন্তার খোরাক যোগাবে বইটি।আমি সবাইকে রেফার করবো বইটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
নাম শুনে মনে হতে পারে বইটা ধনী হওয়ার বই। অনেকটা তা-ই। আসলে নিজের যেকোন টার্গেট টাচ করতে হয় কিভাবে সেটাই বলা হয়েছে এই বইটাতে। ১৯০৮ থেকে ১৯২৮ সাল পর্যন্ত আমেরিকার সেরা ৫০০ জন ধনী মানুষের উপর গবেষণা করে নেপোলিয়ন হিল বইটা রচনা করেছেন। নিজের যেকোন লক্ষ্য অর্জন করার দারুন উপায় বর্ণনা করা হয়েছে। বইয়ে বর্ণনা করা উপায়গুলো চর্চা করলে যে কারো পক্ষে নিজের যে কোন লক্ষে পৌছানো সম্ভব। সেটা ধনী হওয়া/ বিদেশ যাওয়া/ স্কলারশিপ পাওয়া/ বিজনেস ম্যান হওয়া ইত্যাদি যেকোন টার্গেট হোক না কেন!!!
Was this review helpful to you?
or
এর ইংলিশ ভার্সনটা আরও বেশি ভালো ছিল।
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই??
Was this review helpful to you?
or
নেপোলিয়ন হিলের এই বই পড়ার আগে পড়েছিলাম রবার্ট কিয়োসাকির "রিচ ড্যাড পুর ড্যাড"। প্রথমত " রিচ ড্যাড পুর ড্যাড" বইয়ে যখন মুগ্ধ ছিলাম জীবনে ম্যানেজমেন্টফিরিয়া আনতে তখন তার বইয়ে একজায়গায় মেনশন করে যে নেপোলিয়ন হিলের "থিংক এন্ড গ্রো রিচ", তো সেখান থেকেই বইটি খুজে পড়া শুরু। এক কথায় বইটি মুগ্ধ করেছে এর অসাধারণ কন্সেপ্ট এর জন্য, আসলেই নিজেকে বদলে দেয়ার মতো চিন্তাভাবনা সম্বলিত বই এটা। কিভাবে অঅর্থনৈতিক বুদ্ধিমত্তা বাড়াতে হয় এসব আরও অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে এই বইয়ে।
Was this review helpful to you?
or
one of my favourite book
Was this review helpful to you?
or
তেমন ভাল না, ,পড়তে একটুও ভাল লাগছে না,
Was this review helpful to you?
or
থিংক এন্ড গ্রো রিচ বই টি অত্যন্ত সাবলীল ভাবেই ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে।কী করে একটি মানুষ তার অনুভব শক্তির উপর জোড় দিয়ে,অথবা কাল্পনিক শক্তি বিস্তারের মাধ্যমে,একটি পজিটিভ ধারনার মাধ্যমে সফল হতে পারে।সেই কথা গুলোই লেখা।যেগুলা আমাদের বর্তমান আশাহীন হতশাবান যুবকদের জন্য অত্যন্ত আত্ম উন্নয়নমূলক বই।বই টি পরার মাধ্যমে আমাদের চিন্তা ধারার বিস্থার ঘটবে বলে আমার মনে হয়! আমি বিলিভ করি বইটি পরলে হয়ত আপনার মনের অনেক দিনের আশার বীজ গুলা আবার নতুন করে জাগ্রত হওয়ার প্রেরণা খুজে পাবে!
Was this review helpful to you?
or
বইটি পড়ে অর্জিত জ্ঞান কাজে লাগালে যে কেই ধনী হওইয়ার পথ তৈরী করতে পারবে।আমার বিশ্বাস।
Was this review helpful to you?
or
সুপ্রিয় পাঠকবৃন্দ.! "নেপোলিয়ন হিল" এর বইগুলা কোনো তুলনা হয়না। তার লিখিত আমি আরো কয়েকটি বই পড়েছি। সে এমন কতগুলো অভিজ্ঞতার কাথা উল্লেখ করেন যা মানুষের প্রতিটি মূহুর্তে জীবনে বাস্তবায়িত হবে। বিদেশি লেখকদের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ লেখক হিসেবে ভূষিত হয়েছেন। এমন লেখক খুব কমই থাকে, যারা জীবনের প্রতিটি অভিজ্ঞতা বই শেয়ার করেন। আপনারা বইটা পড়ে অনেক উপকৃত হবেন বলে আশাকরি।
Was this review helpful to you?
or
This book helped to the skill developing
Was this review helpful to you?
or
একবার হলেও বইটি সবার পড়া উচিত। আত্ম নির্ভরশীলতা বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
.
Was this review helpful to you?
or
This is one of the best book i have ever read. The summary of this book is, Everything is possible in life .actually there is no limitation at all.all it depends how we Think
Was this review helpful to you?
or
আমি প্রথমেই লেখকে ধন্যবাদ জানাই যে এতো সুন্দর একটা বই লেখার জন্য, এবং ধন্যবাদ আপনাকে ও যে আপনি অনুবাদ করে আমাদের সামনে বইটি উপস্থাপন করেছেন। আমাদের মাঝে অনেকেই আছে যারা ইংরেজি কম বুঝে বা জানেনা ইংরেজী তাদের উদ্দেশ্যেই হয়তো অনুবাদ করেছেন, তবে বইটি অনেক সুন্দর একটি বই। এই টেকটিক গুলো কাজে লাগালে সফলতার স্পর্শ পাওয়া কষ্টকর হবে না।
Was this review helpful to you?
or
'থিংক এন্ড গ্রো রিচ' বইটি অসাধারণ একটি বই।বইটির যতগুলো অনুবাদ বাজারে দেখেছি তার মধ্যে এটিই তুলনামূলক মানসম্পন্ন।প্রিন্টিং কোয়ালিটি যথেষ্ট ভালো। অনুবাদটিও মনে ধরেছে।সবমিলিয়ে বইটি বাজারের অন্যান বইগুলো থেকে বেশ ভালো।আর বইয়ের লেখা নিয়ে কিছু বললাম না।মানুষের চিন্তাভাবনা পরিবর্তনের জন্য বইটি বেস্ট।কিনে ফেললে টাকার লস হবে না মনে করি।
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
আজ আর বই নিয়ে কোন রিভিউ লিখব না। বই নিয়ে রিভিউ অনেক হয়েছে। আজ আমি কিছু ছেছরা অনুবাদক কে নিয়ে লিখব, যারা মিশিন এর মত গুগোল ট্রান্সলেটর দিয়ে একটি বই অনুবাদ করে দাবি করে তারা ও অনুবাদক। থিংক এন্ড গ্রো রিচ এর মত এত বড় মাপের একটা বই যা লিখেছন নেপোলিয়ন হিল। অনুবাদক এখানে মুল বইয়ের লেখক কে রীতিমত অপমান করেছেন। এই বই টি যদি নেপোলিয়ন হিল কে পড়তে দেওয়া হয় তাহলে তিনি নির্গাত হার্ট অ্যাটাক করবেন। ফজলে রাব্বি (অনুবাদক) এর মত কিছু আনাড়ি অনুবাদক অনুবাদ এর মার্কেট খারাপ করে ফেলেছে। সব শেষে বলব রকমারি কে এইসব ফুটপাতের আনড়ি অনুবাদক থেকে বিরত থাকতে। রকমারি তে আরো অনেক ভাল অনুবাদক আছে যেমন অনীশ দাস অপু। তার অনুবাদ নিয়ে আমদের পাঠক মহল আজ পযর্ন্ত কোন খারাপ রিভিউ দেসে বলে আমার মনে হয় না।
Was this review helpful to you?
or
বইটি পড়ে ভালো লাগলো। অসাধারণ বই
Was this review helpful to you?
or
বইটি পড়ে আমার কাছে একদমই ভালো লাগে নি..মার্কেটিং এর ফালায় পরে কিনছিলাম....
Was this review helpful to you?
or
এই বইটি বেকার তরুণ সমাজের জন্য অতি প্রয়োজনিয়। কারণ বইটি পড়ে আমার মনে হলো আমি কখনো দ্রারিদ্র থাকবো না ইনশাআল্লাহ।কারণ বইটিতে বাস্তব কিছু ঘটনা দেওয়া আছে যা নিজেকে ভাবিয়ে তুলে।
Was this review helpful to you?
or
শুধু বলবো, এই বইটা পড়ার পর নিজিকে বার বার একটাই প্রশ্ন করি, কি করছি আর কি শিখেছি জীবনে। সবই অপূর্ন। তবে বিলম্ব হলেও এখন অনেক স্বস্তি লাগছে। ধন্যবাদ রকমারিকে। এই বইটি নিয়ে টক-শো করার জন্য।
Was this review helpful to you?
or
এক কথায় বলতে গেলে অসাধারন একটি বই। আমি ও আমরা বলতেই পারি যে বইটি পড়ার ফলে আমরা প্রচুর আত্মবিশ্বাসী হতে পারি।এই বইটি আমাদের মনে আনে আত্মবিশ্বাস, জর, মনবল। এই বই টি অধ্যায়নের মাধ্যমে আমরা অনেক অনেক উচুতে উঠার অনুপ্রেরনা পাই।
Was this review helpful to you?
or
দারুন একটা বই।
Was this review helpful to you?
or
বইটা অনেক বড় । বেস্টসেলার একটি বই কিন্তু অনুবাদটা পুরাই জঘন্য যার কারণে বইটা পুরোটা পড়ে শেষ করতে পারিনি খুবই বোরিং লাগছিল...
Was this review helpful to you?
or
এতটা বাজে অনুবাদ আশা করিনি।অনুবাদককে বলবো আরো একটু সাবলিল করার চেষ্টা করতে।পড়ে মনেহলো ইংরেজি থেকে বাংলা word meaning করছে।
Was this review helpful to you?
or
অনুবাদ করতে যেদিন পারবেন ঐ দিন অনুবাদ করার জন্য বই হাতে নিবেন।
Was this review helpful to you?
or
BURNING DESIRE এর অনুবাদ যদি আপনি "জলন্ত আকাংখা" করেন, "হাল ছেড়ে দেয়াকে যদি ত্যাগ করা বলেন তাহলে আমি বলব আপনি অনুবাদ করা শিখেন। আপনার এই ভুল অনুবাদ এই বইটি সম্পরকে ভুল তথ্য দিবে।
Was this review helpful to you?
or
It's really a wonderful book. I bought it for my younger brother. He also like it. Actually this book is very important for every single one life. It can change your life...Every man should read this book.
Was this review helpful to you?
or
আমি এই অনুবাদকের বই পড়েছি । ইনি বইটাকে একদম বাশ দিয়ে দেন। ইনার লক্ষ নাকি আরো বই অনুবাদ করা। ভাই প্লিজ আর কোনো বই অনুবাদ করেন না।আর সবাইকে অনুরোধ এই অনুবাদকের বই না কিনতে।
Was this review helpful to you?
or
অসাধারণ এই বইটি লেখার জন্য আমি লেখক নেপোলিয়ন হিলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারন ব্যক্তি জীবনে উৎকষ সাধনের জন্য বইটি সত্যিই অনেক উপকারে আসবে। ধনী হওয়ার যে পথ উনি বাতলে দিয়েছেন, তা যদি কেউ অনুসরণ করে তবে তার জীবন সফলতার সবোচ্চ পযায়ে পৌঁছাবে বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
অনুবাদ এর ভাব আরও ভালো করা উচিত। কেননা কিছু কিছু লাইনে লেখকের লেখার মাধুর্য একেবারে হারিয়ে গিয়েছে।
Was this review helpful to you?
or
‘চিন্তা করুন এবং ধনী হােন বইয়ে উল্লেখিত সাফল্য দর্শন যখন আপনি পাঠ করবেন, হৃদয়ঙ্গম করবেন ও আপনার বাস্তব জীবনে প্রয়ােগ করবেন তখন দেখবেন যে আপনি কেবল অর্থই আয় করছেন না, তার সাথে সাথে আপনি উচ্চস্তরের ব্যাপারগুলাে যা আত্মাকে শান্তি ও সুখ দেয় সেগুলােও উপভােগ করছেন। অবশ্য যারা এই দর্শন মানতে অনাগ্রহী ও অবজ্ঞা দেখায় তাদের কথা ভিন্ন। | ‘তাহলে প্রস্তুত হােন একটি মহান অভিযাত্রার উদ্দেশ্যে। আপনি যখন এই দর্শনের প্রভাবে নিজেকে চিনবেন, উঘাটন করবেন তখন আপনি এমন এক জীবনে প্রবেশ করবেন যেখানে আপনার চিন্তা ও কাজ একই তালে ও সুরে সম্পাদিত হবে। শুধু তাই নয়, আপনি একই সাথে প্রচুর পরিমাণ বস্তুগত ধন-সম্পদও অর্জন করতে পারবেন এবং সেই ধন-সম্পদ দিয়ে অন্যদেরকে সহায়তাও করতে পারবেন।' তাহলে আসুন আরম্ভ করি সেই মহান অভিযাত্রা যার উদ্দেশ্য হচ্ছে একটি পরিবর্তিত, সমৃদ্ধ ও ধনী জীবন অর্জন করা।
Was this review helpful to you?
or
আচ্ছা বলুনতো পৃথিবীর সর্বোচ্চ আত্মউন্নয়নমূলক বিক্রিত বই এর নাম কি? উত্তর হচ্ছে Think And Grow Rich। কারণ এটা বিক্রি হয়েছে ১৫০ মিলিয়ন। অনুবাদ,সফট কপি সহ ধরলে ৩০০ মিলিয়ন পেরিয়ে যাবে। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মানুষ কারা? টমাস আলভা এডিসন, হেনরি ফোর্ড, এন্ড্রু কার্নেগি, আব্রাহাম লিংকন এরাই তো, তাইনা? কিন্তু আপনি কি জানেন এ বই লিখার সময় লেখক নেপোলিয়ন হিল সবার ব্যাক্তিগত সাক্ষাতকার নিয়েছে। তার উপর ভিত্তি করে বই টি লিখেছেন। এখন বুঝতে পেরেছেন কেন এটা গত ৮৫ বছর উপর নিউ ইউর্ক টাইমের সেরা ১০ টি বই ভিতর ১ টি? পুরো পৃথিবীর সেরা ১০ টি আত্মউন্নয়নমূলক বই ভিতর সবার আগে? হিল মারা গেছে অনেক আগে। বর্তমান বিশ্বের সেরা লেখক কারা জানেন? ব্রায়ান ট্রেসি, রবীন শর্মা, স্টিফেন কভি রবার্ট টি কিয়োসাকি। আপনি কষ্ট করে এদের recommendation বই গুলো দেখেন। সবাই প্রথমে Think And Grow Rich কে সাজেস্ট করছে এরা সবাই। ব্রায়ান ট্রেসির বলেন এ বই তার জীবন পরিবর্তন করে দিয়েছে। রিচ ড্যাড পুওর ড্যাড বই টি নাম সবাই জানে। ওই বই এ থিংক এন্ড গ্রো কে বাধ্যতামূলক ভাবে পড়তে বলা হয়েছে। The monk who sold his ferrari রবীন শর্মার বিখ্যাত বই। এ বিখ্যাত বই এ রবীন শর্মা থিংক এন্ড গ্রো রিচ কে নিয়ে অনেক প্রশংসা করেছেন। প্লিজ সার্চ গুগল, ইউটিউব। তার মানে বিখ্যাত লেখক দের কাছে এ বই টি জনপ্রিয়তার শীর্ষে। বাংলাদেশর সবচেয়ে সফল উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ। তিনি এ বই টি নিয়ে অনেক প্রশংসা করেছেন। বই টি সবাইকে পড়তে বলছে। একটা বই লিখতে লেখক কয় বছর গবেষণা করে? সর্বোচ্চ ২ বছর। কিন্তু এ বই ২০ বছর গবেষণার ফসল। যেখানে ৫০০ জন আমেরিকার সেরা ধনী আছে। পৃথিবীর যত মানুষ ব্যার্থ হয় তার পিছনে ৩০ টি কারণ থাকে। সব গুলো কারণ এ বই এ আছে। আর্থিকভাবে সম্পদশালী হওয়ার ৭ টি স্ট্রাটেজি আছে। যা আগের দিনের পৃথিবীর সেরা ধনী এন্ড্রু কার্নেগি নেপোলিয়ন হিল এর সাক্ষাৎকার তাকে বলেন। যা এ বই এ আছে। ওই সূত্রগুলো টমাস আলভা এডিসন অনেক দিন ধরে গবেষণা করেছেন। তিনি এগুলো কে স্বীকৃতি দিয়েছেন। তাই এইরকম মাস্টারপিস বই পড়া মিস করা উচিত না।
Was this review helpful to you?
or
প্রথমত,দ্বিতীয়ত,তৃতীয়ত বলবো একটাই কথা,এত্ত ভাল একটা বইকে অনুবাদক এই ভাবে মেরে দিল।সিমপ্লি মেরে দিল।টাকাটার জন্য আফসুস হচ্ছে।কি রেটিং দিব ?পারলে কেউ আমার প্রশ্নের উত্তর দিবেন আশা রাখি।