User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#পর্যালোচনা বইঃ ইমোশনাল সুপারহিরো লেখকঃ Rashat Rahman Zico ক্যাটাগরিঃ সমকালীন উপন্যাস পৃষ্ঠাঃ৯৪ প্রকাশনীঃ চৈতন্য প্রকাশকালঃ বইমেলা'১৮ প্রচ্ছদঃ রীশাম সাহাব তীর্থ মূল্যঃ ২০০৳ (মুদ্রিত) 'ইমোশনাল সুপারহিরো' মূলত দুটো ডায়েরির ভিতর লিখিত কথোপকথন। ত্রিশ বছর বয়সী ব্যাংক কর্মকর্তা সিয়াম অফিসের কাজে প্রত্যন্ত এক উপজেলার উদ্দেশ্যে বের হয়। ট্রেনে দেখা হয় ফিন্যান্সের শিক্ষক ড. হাসান সাহেবের সাথে। অল্প আলাপচারিতায় সিয়াম জানতে পারে দক্ষ, জ্ঞানী হাসান সাহেব তার বাল্য বন্ধু রাজীবের থিসিসের শিক্ষক।যিনি অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ। যাকে ভার্সিটির সবাই অত্যন্ত মান্য করেন, ভয়ও পান বটে। সবার ধারনা হাসান সাহেব নিঃসঙ্গ মানুষ, বিয়ে ঠা করেন নি।কিন্তু তার পরিবার আসলে কোনভাবে সিয়াম কিংবা তার বন্ধু রাজীবের সাথে সম্পর্কিত। ট্রেন থেকে নামার সময় হাসান সাহেব ভুলবসত তার ডায়েরীটা ট্রেনে রেখে যান। সিয়াম সেটা নিজের কাছে রাখে। কাহিনী চক্রে বেশ কয়েকবার হাসান সাহেবের সাথে সিয়ামের দেখা হয়। শেষবার সিয়ামকে চিরস্থায়ী ভাবে থাকতে হয় হাসান সাহেবের গ্রামীণ ভিটায়। সিয়াম একটা সময় লাভ ট্রায়াঙ্গেলে জড়িয়ে পড়ে। একটা সময় মাতাপিতা হারায়, গার্লফ্রেন্ড হারায়। এক পর্যায়ে এসে চাকরি ছাড়ে। একটা সময় সমাজের কল্যানে নিয়োজিত করে নিজেকে। **** কাহিনীর মাঝ থেকে শেষটা অনুমান করা কঠিন। বিভিন্ন জায়গায় লেখক হাসি, ভাবনা, ইমোশনালের বেশ কিছু জায়গা রেখেছেন। সময় নিয়ে পড়লে আশা করা যায় বেশ উপভোগ করবেন। আর হ্যাঁ, বইটা আমাদের সত্যিকারের সুপারহিরো 'মাশরাফি বিন মর্তুজা' কে উৎসর্গ করা। বিঃদ্রঃ এটা কোন রিভিউ না।একান্ত ব্যক্তিগত মতামত। তবে এতটুকু আশা করা যায় বইটা হতাশ করবে না। হ্যাপি রিডিং.. :)
Was this review helpful to you?
or
কোত্থেকে শুরু করব বুঝতে পারছিনা। নাম দেখে প্রথমেই ভেবেছিলাম এটাও আগের বইটার মত কমেডি টাইপ হবে। খলিল ও ভূতরাজকন্যা চম্পাবতী আমার অনেক পছন্দের বই, ভেবেছিলাম এটাও ওরকমই হবে। পড়া শুরু করতেই বুঝলাম, নাহ এটা ঐরকম না। সবথেকে বড় ব্যাপার হলো "ইমোশোনাল সুপারহিরো" নামটা কোনো সস্তা নাম না। এর ওজন অনেক। সিয়াম একটা প্রাইভেট ব্যাঙ্কে চাকরী করে। নতুন শাখা খুলবে, ইনস্পেকশনে যাচ্ছে সিয়াম। রাতের ট্রেন। সাথে আরেকজন কলিগ থাকার কথা থাকলেও শেষমুহূর্তে সে পল্টি মেরেছে। ঐ ট্রেনেই হাসান স্যার এর সাথে সিয়ামের পরিচয়। পরদিন গন্তব্যে পৌঁছানোর পর দেখা গেল হাসান স্যার আগেই নেমে গেছেন। নামার সময় তাড়াহুড়ায় নিজের ডায়রী মনে করে সিয়ামের একটা বই নিয়ে গেছেন। আর ফেলে গেছেন নিজের ডায়রী, যার এক কোণায় লেখা আছে "ইমোশোনাল সুপারহিরো"। ভার্সিটিতে পড়ার সময় তাদের ক্রিকেট টিমের নাম ছিল "ইমোশনাল সুপারহিরো"। বোঝা গেল রাজিব এই নামটা স্যার এর ডায়রী থেকেই মেরেছে। এই সিয়াম আর হাসান স্যার এর গল্পটা একই সুতায় গাঁথা। একজনের বয়স ৩০ আরেকজনের ৬০। দুজনকে একই সুতায় গেঁথেছে এই "ইমোশোনাল সুপারহিরো" নামটি। জিকো ভাইয়ের লেখার সাথে ভালোভাবেই পরিচিত ছিলাম। কিন্তু এবার মনে হয়েছে উনার লেখা আরো পরিপক্ক হয়েছে, আরো উন্নত হয়েছে। খলিল ও ভূতরাজকন্যা চম্পাবতী থেকে এই বইয়ের লেখনীর মান অনেক বেটার। তার লেখায় সবথেকে বেশি যেটা ভালো লাগে তা হলো সূক্ষ্ম রসবোধ। পড়ার সময় সাধারণভাবে পড়ে চলে গেছি, খানিক বাদেই হঠাৎ মনে হল, কী ছিল এইটা!! গল্পের যে বিস্তৃতি প্রথমদিকে দেখেছি, শেষটায় গিয়ে ওরকম পাইনি। অনেকটা তাড়াহুড়ায় শেষ করে ফেলা হয়েছে মনে হচ্ছে। গল্পটা আরো বড় হতে পারত, আরো সুন্দর হতে পারতো। তবে, যে ম্যাসেজটা লেখক দিতে চেয়েছেন, সেটা মনের ভিতরে ঠিকই গেঁথে গেছে। আমি বলব, এই ব্যাপারে লেখক সফল। লেখকদের লেখালেখিতে তাদের স্ত্রীদের প্রভাব থাকে দারুণভাবে। এই বইয়েও পেয়েছি। ভাবি লাস্ট কিছুদিন ধরে যেসব স্ট্যাটাস দিয়েছেন, যেসব বিষয়ে কথা বলেছেন তা উঠে এসেছে এই বইয়েও। এই ব্যাপারটা আমার খুব ভাল লেগেছে। ভাই ভাবি দুজনকেই ধন্যবাদ ইমোশোনাল সুপারহিরোর জন্য। প্রচ্ছদটা ভালো লেগেছে খুব, গল্পের সাথে মানানসই। ধন্যবাদ প্রাপ্য তীর্থ ভাই। শেষ করব একটা কথা দিয়ে। মোটিভেশন হল চৌম্বক পদার্থে চুম্বকত্ব আনার মত ব্যাপার। অচৌম্বক পদার্থে যতই চুম্বক ঘসা হোক না কেন চুম্বকত্ব আনা যাবেনা।