User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
দু’টি কথা ............. বইটির কবিতাগুলো প্রেম ও দ্রোহের ‘মায়াবী জালে বাঁধা উঠোন’। নোঙর ফেলেছে আশাজাগানিয়া বিরহনদীর কবিতা বন্দরে। নাগরিক যন্ত্রণাকে কাব্যিক সুষমায় উপস্থাপনে বরাবরই পারদর্শী কবি এবিএম সোহেল রশিদের শাব্দিক ও ছান্দসিক পঙক্তিমালাগুলোর সৃষ্টিশীলতা আমার মতো পাঠকদেরকেও মুগ্ধ করবে। প্রেম-বিরহ দিয়ে কবিতার শরীরর বুননে ও কথনে শৈল্পিক মুনশিয়ানা দেখানোর পাশাপাশি তিনি নগরবিবর্তন ও মেট্রোপলিটন মানুষগুলোর নিজেদের মধ্যে সৃষ্ট নানান মানবিক, সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক জটিলতাকে অত্যন্ত দক্ষতার সাথে কবিতার উপজীব্য করে চিত্রকল্প বিনির্মাণ করেছেন। স্বাভাবিকভাবেই নানান অসঙ্গতি ও ক্ষতগুলো দৃশ্যমান করেছেন। ’কবিতা আলো-আধারের খেলা’ এই অচলায়তন ভেঙে উপস্থাপনের নতুন কৌশলে পাঠকের মগজে চিন্তার খোঁড়াক যুগিয়েছেন।১৯৭১ মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী এবিএম আবদুর রহিমের সন্তান বলেই হয়তো মৃত্তিকার দায় তাঁর কবিতায় স্পষ্ট হয়ে উঠে এসেছে। একুশে বইমেলা’১৮তে ‘মায়াবী জালে বাঁধা উঠোন’ কবিতার বইটি আবৃত্তিবান্ধব লেখায় সমৃদ্ধ; একুশে বইমেলা’১৭তে নন্দিতা প্রকাশ থেকে প্রকাশিত ‘পাপড়িতে মাখামাখি বিকেলের রোদ’ এর মতই পাঠকের কাছে সুখপাঠ্য হবে একথা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি কবি ও কবিতা বইটির সাফল্য কামনা করছি। বিভি রঞ্জন প্রকাশক