User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বর্তমান সময়ের একজন জনপ্রিয় অনুপ্রেরনামুলক লেখক নাজমুল হুদা। তার শৈল্পিক লেখনির ধারা শত শত পাঠকদের মন জয় করেছে। নান্দনিক লেখক নাজমুল হুদার ‘এক্স ফ্যাক্টর: নিজেকে জানার অজানা সূত্র’ বইটি আমার খুব ভালো লেগেছে। হতাশা আর ব্যর্থতাকে জয় করে একজন মানুষ কিভাবে সাফল্যের স্বর্ণ শিখরে আহোরন করতে পারে সেই কথায় তিনি বইটি তুলে ধরেছেন। তাই আমি বলবো নিজেকে জানতে একবার হলেও ‘এক্স ফ্যাক্টর : নিজেকে জানার অজানা সূত্র বইটি পড়ুন।
Was this review helpful to you?
or
আচ্ছা আপনি নিজেকে কতটা জানেন? জানি আশেপাশের অনেক কিছু সম্পর্কেই আপনি অনেক খানিই জ্ঞাত। কিন্তু কথা হল আপনি এতকিছু যে জানেন ঠিক আছে কিন্তু নিজের সম্পর্কে আসলে কতখানি জানেন। নিজেকে কতটা চেনেন। আপনি আসলে কেমন তা সম্পর্কে আপনি জানেন তো? নিজের ভালো লাগা, খারাপ লাগা, নিজে কী হতে চান, জীবনের লক্ষ্য এসব জেনে তা অনুযায়ী কাজ করা আরও নানা প্রশ্নের উত্তর পাবেন আপনি যখন নিজেকে জানবেন। জীবনের প্রতিটি পদক্ষেপেই নিজেকে জানার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। আমরা কখনো কখনো তা বুঝি কখনো বা নয়। তাই আগে নিজেকে জানুন। আর এই বইটতে স্পষ্টভাবে নিজেকে জানার উপায়গুলো বাতলে দেয়া আছে । হার জিতের সমীকরণ, বাবা মায়ের প্রত্যাশা সবকিছুর মধ্যেও নিজেকে খুজে পেতে হলে এ বইটি অবশ্যই আপনাকে একবার পড়া উচিত।
Was this review helpful to you?
or
সময় উপযোগী একটা বই। আমাদের এই পৃথিবীতে একজন মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে স্বপ্ন দেখা। মানুষ তার স্বপ্ন বাস্তবায়নের জন্য অনেক কিছু করে থাকে। অনেক ত্যাগ-তিতিক্ষা,পরিশ্রম,অধ্যবসায় এর সাথে জড়িত। মানুষ নিজেই তাই নিজের ভাগ্য নির্ধারক। কিন্তু আমাদের অবচেতন মন অনেক সময় অনেক বিষণ্ণতার মধ্য দিয়ে আমাদের নিয়ে যায়। মানুষের এক অদ্ভুত শক্তির বলেই আমাদের যত নেগেটিভিটি আমরা আবার দূর করতে পারি। এক অদ্ভূত শক্তির বলেই আমরা কোনো পথ খারাপ বা ভাল এর বিচার করতে পারি। আমাদের খারাপ সময় থেকে আবার ভাল সময়ে ফেরত আসতে পারি। আমাদের চারপাশের মানুষজনদের মধ্যে থেকে আমরা ভাল খারাপ নির্ধারণ করতে পারি। এই অদ্ভুত শক্তিই হচ্ছে আমাদের জীবনের এক্স ফ্যাক্টর।
Was this review helpful to you?
or
#রকমারি#বুক#রিভিউ#প্রতিযোগিতা বই:এক্স ফ্যাক্টর মোট আটটি অধ্যায়ে ভাগ করে লেখা হয়েছে এক্স ফেক্টর বইটি। অনুপ্রেরণার অনুগল্প, প্রাসঙ্গিক উক্তি ও মানানসই ছবি দিয়ে শুরু করা হয়েছে প্রতিটি ফ্যাক্টর। যেমন ফ্যাক্টর ১: ইদুর দৌড়-কেউ কেউ কেন এগিয়ে থাকে? ফ্যাক্টর ২: সাপলুডুর জীবন-হারজিত চিরদিন থাকবেই, ফ্যাক্টর ৩: হাতের প্যাচ-জীবন জয়ের প্রস্তুতি, ফ্যাক্টর ৪: আইকানোক্লাস্ট-ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্ব গুন, ফ্যাক্টর ৫: পরম্পরা- আপনার মাঝে আপন যে জন, ফ্যাক্টর ৬: মৌন নিপীরণ: থাকবো নাকো বদ্ধ ঘরে, ফ্যাক্টর ৭: সুখসূত্র: সবাই তো সুখী হতে চাই, ফ্যাক্টর ৮: এক ডিগ্রী ব্যবধান-বদলে যাবে অনেক কিছু। ফ্যাক্টরগুলোর মাধ্যমে মানুষের জন্মগত নানা বৈশিষ্ট্য, সক্ষমতা, বেড়ে ওঠা, পারিপার্শিক চাপ, প্রভাব, ব্যর্থতা ছাপিয়ে আইকন হয়ে ওঠাসহ নিজেকে নিয়ন্ত্রণ, পরিবর্তন ও উন্নতকরণ পন্থা বর্ণণা করা হয়েছে।
Was this review helpful to you?
or
amazing book ?
Was this review helpful to you?
or
মানুষ নিজেই নিজের কাছে সবচেয়ে বড় বিস্ময়! নিজেকে চিনতে কেটে যায় এক জনম। সৃষ্টিকর্তা মানুষের মস্তিষ্কে যে উচ্চক্ষমতা দিয়েছেন তার যথার্থ ব্যবহার না জানার কারণে আমরা সবাই সফল হতে পারি না। সাফল্যের জন্য আগে প্রয়ােজন মানুষের লুক্কায়িত শক্তির স্ফুরণ আর যথাযথ অনুশীলন ও প্রয়ােগ। প্রজন্ম-প্রেরণা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারলে স্বপ্নের সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। তবে এজন্য দরকার তারুণ্যের জাগরণ। কারণ এদেশের বিপুলসংখ্যক তরুণদের কাজে লাগাতে পারলে নিশ্চয়ই সাফল্য আসবে বলে আমার বিশ্বাস। তবে সেজন্য তরুণদের দিতে হবে গুণ মানের শিক্ষা ও নয়া নেতৃত্বের প্রশিক্ষণ। মনে রাখতে হবে তরুণ মুক্তিযােদ্ধারাই অকাতরে রক্ত ঝরিয়ে অর্জন করেছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ। ভালােভাবে খেয়ে পরে উন্নত এক বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভাের হয়েই তারা একাত্তরে আত্মদানের প্রতিযােগিতায় নেমে পড়েছিল। নানান। চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রায় অনেকটা পথ এগিয়ে গেছে। এর পেছনেও তারুণ্যের অবদান অনস্বীকার্য। প্রযুক্তিনির্ভর আগামীর বাংলাদেশেও তরুণরাই মুখ্য ভূমিকা পালন করবে। তাই তাদের দেশেপ্রেম ও ভরসা গেথে। দেবার প্রয়ােজন রয়েছে। আর তা করা গেলে নিশ্চয়ই তারা আত্মনির্ভর উদ্যমশীল এক জাতি গঠনে অসামান্য অবদান রাখতে সক্ষম হবে। তরুণ প্রতিশ্রুতিশীল লেখক নাজমুল হুদার ‘এক্স-ফ্যাক্টর নিজেকে জানার অজানা। সূত্র প্রকাশনার উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও সময়ােপযােগী। আশা করি বইটি পড়ে সব বয়সের পাঠকরা আত্মশক্তিতে বলীয়ান হয়ে নতুনভাবে এগিয়ে যাবে আগামীর পথে। ড. আতিউর রহমান সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক। অধ্যাপক, উন্নয়ন গবেষক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক
Was this review helpful to you?
or
নাজমুল হুদা, বর্তমান সময়ের একজন অনুপ্রেরণার নাম। তারুণ্যের আইকন নাজমুল হুদার ‘এক্স ফ্যাক্টর: নিজেকে জানার অজানা সূত্র’ বই আমার মন কেড়েছে। একটি মানুষ ভুল শুধরে বা ভুল করেও নিজেকে নিয়ে যেতে পারে সাফল্যের চূড়ান্ত শিখরে। এসব বিষয়ে সুস্পষ্টভাবে লেখা আছে এই বইটিতে। সবার মঙ্গল কামনায় আমি এইটুকুই বলবো একবার হলেও ‘এক্স ফ্যাক্টর: নিজেকে জানার অজানা সূত্র’ বইটি পড়ুন। চেষ্টা অব্যাহত থাকলে আপনি খুব দ্রুত পৌঁছে যাবেন অনন্য উচ্চতায়। -ওমর ফারুক (সংবাদকর্মী)
Was this review helpful to you?
or
দারুন
Was this review helpful to you?
or
নিজেকে জানার জন্য অসাধারণ একটি বই, সকল বই প্রেমিদের বইটি সংগ্রহে রাখা উচিত।
Was this review helpful to you?
or
নিজেকে চেনা,নিজেকে জানা ঠিক ততোটাই কঠিন যতটা না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন। ভার্সিটিতে ভর্তি হবার সময় ভার্সিটির এক স্যার আমাকে বলেছিলেন যে, "জীবনের ছোট্ট একটি সিদ্ধান্ত আমাদের জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিতে সক্ষম,এবং সিদ্ধান্ত নেওয়াটাই অনেক কষ্টের ও ঝামেলাপূর্ণ।" সিদ্ধান্ত নিতে সবাই সক্ষম কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই মুখ্য বিষয়। নতুবা আমাদের অবস্থাও সেই ব্যাঙ্গের মতোই হবে, যে কিনা চুলার উপর অবস্থিত পানি ভর্তি কড়াইয়ের ভেতর অবস্থান করছিল। কিছুক্ষণ পর চুলা জ্বালানো শুরু করলে পানি হাল্কা গরম অনুভুত হওয়াই ব্যাঙ্গটি বুঝতে পারল যে, এখানে অবস্থান করাটা তার জন্য বিপজ্জনক; তার পরেও আলসেমি করে ব্যাঙ্গটি সেই জাইগাটি থেকে প্রস্থান করল না এবং সিদ্ধান্ত নিলো যে আর কিছু সময় পরেই লাফ দিবে। কিছু সময় পরে পানি যখন অনেক গরম হয়ে গেছে,তার পক্ষে সেখানে থাকাটা আর সম্ভব হচ্ছে না তখন সে লাফ দিতে চেষ্টা করে কিন্তু ততক্ষণে গরম পানিতে তার গা ঝলসে যাওয়াই লাফ দিতে ব্যর্থ হয় এবং অবশেষে ব্যাঙ্গটি মারাই যায় সঠিক সময়ে সিদ্ধান্ত না নেবার জন্য। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক ভাবে নিজেকে চেনা এবং জানা। শ্রদ্ধেয় বড়ো ভাই নাজমুল হুদা-এর "এক্স ফ্যক্টর" বইটি পড়ে নিজেকে জানা অনেকখানিই সম্ভব। "ক্যারিয়ার কারিশমা" পড়ার পর থেকেই ভায়ের লেখা বই পড়তে অনেক ভালো লাগে।
Was this review helpful to you?
or
ক্লাসের পাশের বেঞ্চের সহপাঠি কিভাবে ফার্স্ট হয় বা অফিসের পাশের ডেস্কের সহকর্মী কেন দ্রুত পদোন্নতি পায়? পিছন সারির কেউ কেউ কখনো কখনো কেন এগিয়ে যায়? কোন জাদুর বলে কেউ কেউ হয়ে ওঠে ‘হ্যামিলনের বাশিওয়ালা’? অনুসারীদের এগিয়ে নিতে কি লাগে-কর্তৃত্ব নাকি নেতৃত্ব? কি এমন গোপন সূত্র বা শক্তি যা সফলদের কাছে আছে; ব্যর্থদের নেই? এই অজানা অদৃশ্য শক্তিকেই কি অদৃষ্ট বলে? নাকি অন্য কোনো ফ্যাক্টর জড়িত? কানাডার ওয়েস্টার্ন অন্টারিও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অমিত চাকমা বলেছিলেন “সবক্ষেত্রে তিন ধরনের বৈশিষ্ট্য থাকে প্রথমত যোগ্যতা, দ্বিতীয় কর্মনিষ্ঠা এবং তৃতীয় ক্যারেক্টার বা ফ্যাক্টর। জীবনে সফলতার জন্য ‘ক্যারেক্টারই’ আসল।” এই আসলের সন্ধান, অজানারে জানা, অধরারে ধরার জন্যই পৃথিবীর আদি থেকে আজব্দি সাধনা। সক্রেটিস বহু আগেই বলে গেছেন ‘নিজেকে জানো’। নিজেকে জানার সেই অজানা সূত্র সন্ধানে-এক্স ফ্যাক্টর।