User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনেক শ্রদ্ধা রইলো, তবে আমার কাছে বই টি মোটামুটি লেগেছে, আশা করি আরো ভালো কিছু পাবো, আবারো অনেক শ্রদ্ধা রইলো
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
ভালোই লাগছে?
Was this review helpful to you?
or
লেখকের প্রতি শ্রদ্ধা রইলো আমার। ব্যক্তিগত ভাবে লেখিকাকে আমি বরাবরই শ্রদ্ধা করি, তবে আমি মনে করি উনার এই উপন্যাসটি একঘেয়েমি গতানুগতিক ধারার হয়ে গিয়েছে।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ। আরো নতুন কিছুর অপেক্ষায় রইলাম।
Was this review helpful to you?
or
বুকরিভিউ বইয়ের নামঃ চৌকাঠ লেখকের নামঃ গুলতেকিন খান বইয়ের ধরনঃ উপন্যাস প্রচ্ছদঃ ধ্রুব এষ প্রকাশনীর নামঃ তাম্রলিপি প্রকাশকালঃ ফেব্রুয়ারী ২০১৮ পৃষ্ঠা সংখ্যাঃ ১০৯ মুদ্রিত মুল্যঃ ২০০টাকা কাহিনী সংক্ষেপঃ প্রত্যেকটি মানুষ যেমন আলাদা তেমনি তাদের জীবনের স্বপ্নগুলোও আলাদা। নোমান চৌধুরীর স্ত্রী সুমনা চেীধুরীকে হারিয়ে নোমান চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। তার সন্তানরা থাকেন দেশের বাহিরে। তাই বাবাকে দেখাশুনা করার জন্য গ্রামের রহমত আলীকে রেখে যান। রহমত আলীর এক সন্তান মতিন আলী ওরফে মতি। এই মতির যখন দেড় বছর বয়স তখন রহমত আলীর স্ত্রী জরিনা এলাকার চেয়ারম্যানের ছেলের সাথে পালিয়ে যায়।এই দেড় বছরের মতিকে রহমত কি করে লালন পালন করবে? আজিজ সাহেব অফিসের কেরানী । আজিজ সাহেবের স্ত্রী নাজমা। তাদের তিন সন্তান। অয়ন, নিশি ও মিতুন। অয়ন বুয়েটের মেধাবী ছাত্র। শিক্ষকরাও তাকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু একসময় অয়নের মাথায় চাপে লেখক হবার স্বপ্ন। সে বাসায় লুকিয়ে লুকিয়ে লিখা লিখি করে। আর দাদু নোমান চৌধুরীকে পান্ডুলিপি পড়তে দেন।লেখক হবার ক্ষেত্রে নোমান সাহেবে পূর্ণ সমর্থন ছিল।কিন্তু অয়নের মা অয়নের লেখাতে মোটেও সন্তুষ্ট হতে পারে না। কেননা তার মায়ের স্বপ্ন ছিল ছেলে পড়া শুনা শেষ করবে, বড় চাকুরী করবে, সংসারের হাল ধরবে।কিন্তু নাজমা বেগমের সে স্বপ্ন আর পুরন হয়না। একসময় অয়ন ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেন। কেননা এবারের বই মেলায় তাকে বই বের করতেই হবে। ভার্সিটিতে কিছু দিন না গেলে হয়তো সেটা পরে মেকাপ করে নেয়া যাবে, কিন্তু এবারের মেলাতে বই বের না করলেই নয়।অয়ন তার পান্ডুলিপি অনেকের কাছেই পড়তে দেন। কিন্তু পরদিন তাদের কাছে গেলেই মনে হয় অয়নকে তারা জীবনে এই প্রথম দেখলেন।পান্ডুলিপি নিয়ে প্রকাশকের ধারে ধারে ঘুরাঘুরি। কেউ তাকে কোন আশ্বাস দেন না। সবার কাছ থেকেই হতাশ হয়ে ফিরে আসতে হয়। অয়ন হাজারো হতাশার মাঝে একজনকে পেয়ে যান, সে ড. মনসুর চৌধূরী। সে কি কোন সাহায্য করে অয়নকে ? নাকি হতাশার রাজ্যে ডুবিয়ে ফেরত পাঠিয়ে দেন? অয়ন কি একজন নামকরা লেখক হতে পেরেছেন? পাঠ-প্রতিক্রিয়াঃ প্রতিটি মানুষে জীবনে স্বপ্ন খাকে।এই স্বপ্ন গুলো বাস্তবায়ন করতেই অন্য মানুষের স্বপ্ন গুলোও চলে আসে তার কাধেঁ।তখন নিজের স্বপ্নকে তুচ্ছ করে অন্যের দেখা স্বপ্ন গুলো বাস্তবায়নে ব্যস্ত থাকতে হয়। সন্তান কি চায়, তার ইচ্ছা কি? সেসব কোন বাবা মা জানতে চায় না। তাদের দেখা স্বপ্ন গুলো বাস্তবায়নের জন্য সন্তানকে সে পথে হাটতে বাধ্য করে। সন্তান কি মানবিক বিভাগে পড়তে নাকি ব্যবসায়ে বিভাগে পড়বে, নাকি বিজ্ঞান বিভাগে পড়তে সেটাও তার বাবা মা ঠিক করে দেন। বড় হয়ে সন্তান কি করবে ব্যবসা করবে নাকি চাকুরী করবে সেটাও বাবা মা ঠিক করে দেন বাবা মা।সন্তান কি শিখল তা বাবা মা আজ জানতে চান না তারা চান জিপিএ ৫। এটা হওয়া উচিত ছিল না। বাবা মায়ের উচিত সন্তানের স্বপ্ন বাস্তবায়নে সঠিত দিকনির্দেশনা প্রদান করে সন্তানকে সাহায্য করা। লেখক পরিচিতিঃ লেখক গুলতেকিন খান পেশায় ছিলেন একজন শিক্ষক। চৌকাঠ তার লেখা প্রথম উপন্যাস হলেও এর আগে তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে দুটি কাব্যগ্রন্থ ও একটি শিশুতোষ গ্রন্থ রয়েছে।লেখক গুলতেকিন খান আর একটি পরিচয় নিয়ে অনেকে মাঝে বিতর্ক দেখা যায়। তার অন্য পরিচয় থাকলেও আমি তাকে একজন লেখক হিসেবেই দেখছি। ব্যক্তিগত রেটিংঃ ৩/৫