User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নাম: বৃষ্টিমহল লেখক: ওয়াসিকা নুযহাত প্রকাশনা: বাংলা প্রকাশন প্রচ্ছদ: আবুল ফাতাহ প্রসঙ্গ কথা: বৃষ্টিমহল লেখক ওয়াসিকা নুযহাতের দারুণ সৃষ্টি। বলতে গেলে বন্ধুমহলকে উৎসর্গ করেই বৃষ্টিমহল। জীবন বড় অদ্ভুত। আজকের দিন অতীত হবে আর ভবিষ্যৎ হয় বর্তমান। আর নতুন একটা দিন বর্তমান হয়ে এগিয়ে আসেসে ভবিষ্যৎ নামের উপাধি নিয়ে। এই বিধি, এই সার্কেলের মধ্যেই মানুষের জন্ম,জীবনকাল আর জীবনের অবসান। বিচিত্র পৃথিবীর অতিথি আমরা। তবুও থাকে টিকে থাকার লড়াই। লড়াইয়ের পূর্ব মুহূর্তে গড়ে উঠে আত্মার এক দারুণ মহল। রক্তের সম্পর্কের চেয়েও যেনো তারা শীর্ষে পৌঁছে যায়। যাদের ছাড়া চলাফেরা অসাধ্য মনে হয়। আর পাশে থাকলেই মনে হয় অসাধ্যসাধন। হ্যাঁ আমি বন্ধুমহলের কথা বলছি। কিন্তু জীবন তো যুদ্ধের ময়দান। নিজের পথ নামের একটা রাস্তা হা করে প্রত্যেটা মানুষের দিকে তাকিয়ে থাকে। যেন স্ব জীবন গিলে খাবে। জেনেই সে পথে যেতে হয়।আর পথের আড়ালে আড়াল হয় চিরচেনা প্রিয়মুখ গুলো। পেছন ফিরে যেতে ইচ্ছে করে, যাওয়া হয় কি! যেতেই চাইলেই কতশত প্রতিবন্ধকতা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকে তা বলা বাহুল্য। আবার মুখ ফিরিয়ে নিতে হয় অনীহার জীবন পথে। জীবনের বিষাদ সময় মানুষকে অস্থির করে তুলে। জীবন খুঁজে দ্বিতীয় আত্মাদের। হ্যাঁ, বন্ধুদের। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময় তা ভাগাভাগি হয়ে যায় ক্রমান্বয়ে। তবু বিশাল অংশ জুড়ে রয়ে যায় বন্ধুর জন্য বরাদ্দ সময়, বরাদ্দ জায়গা। আচ্ছা তা ক'জনে পারে? সবাই কি পারে এই জায়গা ধরে রাখতে! হয়ত পারে। না, পারেই। পারাটা যে মন থেকেই হয়ে আসে। মনের দৃষ্টিতে সর্বোচ্চ চেষ্টা সবারই থাকেই। বাস্তবে না পারাটাই দেখি শুধু, কখনো কখনো মনের উহ্য চেষ্টা আমাদের দেখতে হবে। সেটা না পারলে মানুষ হলাম কেন? 'একটা কাচ দেয়ালের মহল বানাবো। মহলের চারিধার থাকবে আয়না দিয়ে ঘেরা। মহলের উপরের আচ্ছাদনে আকাশ সর্বক্ষণ তার মুখখানি দেখতে পাবে। তারপর বর্ষাকালে যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, কাচঘেরা মহলের গায়ে গায়ে বৃষ্টি তার ইচ্ছেমতন আলপনা আঁকবে আর মহলের বাসিন্দাদের মনে হবে ছাদটা আসলে ইট পাথরের নয়, কাচের নয়, আয়নার নয়, ছাদটা আসলে বৃষ্টির!' বৃষ্টিমহল লেখক ওয়াসিকা নুযহাত'র অনবদ্য সৃষ্টি। তার লেখার ধরন, শৈলী সত্যিই ভালো লাগার। তার প্রকাশিত তিনটি উপন্যাসের মধ্যে এই উপন্যাস আমার প্রথম পড়া। কিন্তু তার লেখা আমাকে তার বাকি দুটো উপন্যাস পড়তে বাধ্য করছে। খুব শীঘ্রই পড়ে নেব। অল্পকথায় বলতে চাই, বাংলা প্রকাশন হতে আসা এই বইটির কাজ দারুণ লেগেছে বইটির আউটলুকে স্মার্টনেস আছে বলতেই হয়। প্রচ্ছদ শিল্পী আবুল ফাতাহ তার সেরাটা দিয়ে প্রচ্ছদ করেছে তা বলতেই হয়। প্রচ্ছদ চমকপ্রদ।