User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
তুই- তোকরির কাব্য তুই, তোর আমার গল্পগুলো একই। একটা গন্ডি থেকে বেরিয়ে আসার গল্প। যদিও আজ আমরা সবাই যার যার স্থানে প্রতিষ্ঠিত তবু সেই ছোট্ট গণ্ডি আমাদের ছায়ার মতো তাড়িয়ে বেড়ায়। সেই মালাই আইসক্রিম, কাঠি লজেন্স, হাওয়াই মিঠাই, বাতাসা, বাদাম-গুড়ের কটকটি, রোদে শুকতে দেয়া বোয়াম থেকে চুরি করে আচার খাওয়া। রান্নাবাটি পিকনিক, পুতুলের বিয়ে দিয়ে কান্না করা। মায়ের বকুনি আর মাষ্টার মশাইয়ের বেত উপেক্ষা করে পালিয়ে যাওয়া খেলার মাঠে। মার্বেল, ডাংগুলি, সাতচারা, পিঠ ফাটান্তিস, বউচি, গোল্লাছুট এখনো আমাদের স্বপ্নের ছেলেবেলাকে রাঙিয়ে রেখেছে। কৈশোরের গানে নচিকেতা, অঞ্জন দত্ত, সুমন আর মনমাতানো সব ব্যান্ড মাইলস, অরবিট, এলআরবি, ফিলিংস, ফিডব্যাক, সোলস আজও সময়ে অসময়ে গুনগুনিয়ে যায়। আমাদের সময় সবচেয়ে প্রিয় যে জিনিসটা ছিল সেটা হলো চিঠি। কি অদ্ভুত টান আর মায়া কাজ করতো। বন্ধুদের জন্য সবচেয়ে ভাল উপহার ছিল ক্যাসেট আর বই। হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, তিন গোয়েন্দা, মাসুদ রানা, দস্যু বনহুর এখনো আমাদের কৈশোরের পাঠক হৃদয় রোমাঞ্চিত করে। যৌবনে বন্ধুদের আড্ডা, গলাবাজি। কলেজের ক্যাম্পাসে বাদামে আর চায়ের কাপে ঝড় উঠতো দমকে দমকে। গানে আর আড্ডায় এক নির্মল জীবন ছিল তোর, আমার, আমাদের। এখন আমরা ভিন্ন জগতের মানুষ। ল্যাপটপ, মোবাইল প্রতি মুহূর্তে আমাদের ট্র্যাক করে যাচ্ছে। ক্যাসেটের পরিবর্তে ইউটিউব আর সহজলভ্য সব অনলাইন এপ্লিকেশন। গতিময় এইসব এপ্স আমাদের কাছ থেকে আমাদের স্বপ্নিল শৈশব, সৃতিময় দিন, প্রিয় বন্ধু, মায়াময় মুখ। আয়না বন্ধু আবার একটু গান গাই, কারনে অকারনে আড্ডা পিটাই। কবিতার ছন্দে আবার একটু খুঁজে বেড়াই তুই-তোকারির কাব্য।